ঘরের রং মনোযোগ বাড়াবে পড়াশোনায়, জেনে নিন বাচ্চার ঘরে কোন রং করা উচিত

Published : Dec 19, 2021, 01:14 PM ISTUpdated : Dec 19, 2021, 01:18 PM IST
ঘরের রং মনোযোগ বাড়াবে পড়াশোনায়, জেনে নিন বাচ্চার ঘরে কোন রং করা উচিত

সংক্ষিপ্ত

বাচ্চার পড়ায় মন বসাতে মেনে চলতে পারেন বাস্তু টোটকা (Vastu Tips)। বাস্তু শাস্ত্রে, রয়েছে সকল সমস্যার সমাধানের পথ। বাস্তু মতে, উপায় করলে বাচ্চার পড়ায় মন বসবে।

পড়তে বসেলই জানলার দিকে তাকিয়ে থাকে। নীল আকাশ দেখে অবাক ভাবনাচিন্তা করে। তা না হলে, সারাক্ষণ খেলতে চায়। বাচ্চার পড়া নিয়ে মা-বাবার চিন্তার শেষ নেই। পড়াশোনায় (Education) বাচ্চার মন বসাতে হিমশিম খেতে হয় মা-বাবাকে। যখন হাজার প্রচেষ্টা সত্ত্বেও তার পড়ায় মন বসাতে পারছেন না, তখন মেনে চলতে পারেন বাস্তু টোটকা (Vastu Tips)। বাস্তু শাস্ত্রে, রয়েছে সকল সমস্যার সমাধানের পথ। বাস্তু মতে, উপায় করলে বাচ্চার পড়ায় মন বসবে। 

শাস্ত্র মতে, বাড়িতে বাস্তু দোষ (Vastu Tips) থাকলে সব কাজে বাধা দেয়। সকল উন্নতিতে বিঘ্ন ঘটে। এমনকী, বাস্তুর খারাপ প্রভাব পড়তে পারে বাচ্চার পড়াশোনায়ও। তাই বাচ্চার স্টাডি রুম (Study Room)  সাজাতে একটি জিনিস মেনে চলুন। বাস্তু মতে, পড়ার ঘরের রং বাচ্চার মনের ওপর প্রভাব ফেলে। পড়ার ঘরে ভুল রং করা হলে, বাচ্চার পড়াশোনায় বিঘ্ন ঘটে। তাই নতুন বছর পড়ার ঘর সাজান বাস্তু মেনে। স্টাডি রুমে এই রং করালে মনোসংযোগ বাড়বে। বাচ্চার পড়ার ঘরে ক্রিম, হালকা বেগুনি, হালকা সবুজ, আকাশী, হলুদ, বাদামী রং করাতে পারেন। এই রংগুলো বাচ্চার মনোসংযোগ বাড়াতে সাহায্য করে।  

আরও পড়ুন: Astrological News- পৌষ মাসে জন্ম হলে, আপনার মধ্যে এই রয়েছে এই বিশেষ গুণগুলি

আরও পড়ুন: Vastu Tips for Wall: ঘরের দেওয়াল ফাঁকা রাখবেন না, বাস্তু মতে খারাপ প্রভাব পড়ে মনে ওপর

এছাড়া, পড়ায় মন বসাতে আরও কয়টি জিনিস মেনে চলুন। যেমন, বাচ্চাকে পড়তে বসান পূর্ব দিকে (East) মুখ করে। খাটে বসে পড়ার অভ্যেস বদল করুন। চেয়ারে বসে পড়লে মনোসংযোগ বাড়ে। এছাড়াও, কাঠের চেয়ারে বসে পড়তে বসান। বাস্তু মতে, পূর্ব দিন পড়াশোনার (Education) জন্য খুবই শুভ। এছাড়া, পড়ার টেবিলে স্তূপাকৃতি করে বই রাখবেন না। এতে ঘরে নেতিবাচক প্রভাব পড়ে। তাছাড়া, পড়ার টেবিলে ধুলো থাকলে কিংবা পড়া টেবিলের ওপর তার থাকলে পড়ায় ক্ষতি হয়। এতে ক্ষতি পড়ায় হয়। তাই সঠিক বাস্তু মত মেনে চললে বাচ্চার পড়ায় উন্নতি ঘরে। এমনকী, চাকরি প্রার্থীরও ওই টোটকা মেনে চলতে পারেন। এতে চাকরি ক্ষেত্রে বাধা দূর হবে। দূর হবে আর্থিক অচলাবস্থা (Financial Problems)। সম্ভব বলে, আটার রুটি করে কাককে খাওয়ান। এতে বাচ্চার পড়ায় যেমন উন্নতি হবে, তেমনই পড়াশোনা ক্ষেত্রে সকল বাধা দূর হবে। তাই পড়াশোনায় (Education) বাচ্চার মন বসাতে হোক, কিংবা চাকরি ক্ষেত্রে বাধা দূর করতে মেনে চললে সকল বাধা। 
 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল