নামের প্রথম অক্ষর দিয়ে জেনে নিন সেই মানুষ সম্পর্কে

Published : Aug 11, 2019, 12:39 PM IST
নামের প্রথম অক্ষর দিয়ে জেনে নিন সেই মানুষ সম্পর্কে

সংক্ষিপ্ত

নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানা যায় চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য নামের প্রথম অক্ষর  কিছু না কিছু অর্থ বহন করে

চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ। যিনি চরিত্রবান তিনি সমাজে যে কোনও বিরাট সম্পদশালীর চেয়ে বেশি সম্মান পেয়ে থাকেন। মানুষের নামের মধ্যেই তার চরিত্র লুকিয়ে থাকে। আর চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য। তবে জানেন কী, জ্যোতিষশাস্ত্র মতে, নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন অপনি। নামের প্রথম অক্ষর কিছু না কিছু অর্থ বহন করে। এই একটা অক্ষর দেখে যে কোনও মানুষের সম্পর্কেই অনেক আজানা কথা বুঝে যাওয়া সম্ভব। 
ইংরেজি বর্ণমালায় যেহেতু 'এ' দিয়ে শুরু হয়, তাই মনে করা হয় এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়, তারা খুব আত্মবিশ্বাসী হন, সেই সঙ্গে এরা খুব অ্যাডভেঞ্চার প্রিয় এবং বিভিন্ন কাজে সব সময় জড়িয়ে থাকতে পছন্দ করেন। চরিত্র হিসাবে 'এ' অক্ষর দিয়ে শুরু নামের অধিকারিরা বেশিরভাগই স্বাধীনচেতা হন। 'এ' অক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদের জীবনে হলুদ রঙের প্রভাব সবচেয়ে বেশি।
কখনও কখনও এরা সন্দেহপ্রবণ, কুটিল ও স্বার্থপর হন। তবে লড়াই করে নিজের লক্ষ্যে পৌছানোর মানসিকতা এদের থাকে।
এরা অল্পেতে তুষ্ট থাকতে চায় না। যা কিছু পায় তার চেয়ে আরও বেশি পাওয়ার চাহিদা এদের মধ্যে সব সময় থাকে।
সমস্ত প্রতিকূলতার মধ্যে এরা এগিয়ে যেতে চায়, কখনই পিছপা হয় না। 
এরা মিষ্টভাসী তাই নিজেদের কথায় অন্যদের বশীভূত করে ফেলে।
এরা নেতা হিসেবে খুব জনপ্রিয় হতে পারবে। এদের অনুগত লোকেরা কখনোই এদের পিছনে শত্রুতা করে না।  
চিকিৎসক, আইনজীবী, জ্যোতিষী, রাজনীতিবিদ সহ যে সব কাজে সাধারণ মানুষের সরাসরি যোগ রয়েছে সেই সব কাজে জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল।

PREV
click me!

Recommended Stories

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে বৃহস্পতিবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটানোর অনেক সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল