আপনার বাড়িতে কি এই ফুল আছে, এই একটি গাছেই বদলে দিতে পারে আপনার ভাগ্য

Published : Dec 06, 2020, 10:55 AM IST
আপনার বাড়িতে কি এই ফুল আছে, এই একটি গাছেই বদলে দিতে পারে আপনার ভাগ্য

সংক্ষিপ্ত

এই একটি ফুলের ব্যবহারে মিলবে অর্থোপার্জনের ব্যবস্থা উন্নত হবে আপনার আয় এই ফুলে বৃদ্ধি পাবে সঞ্চয় জেনে নিন কীভাবে কাজে লাগাবেন এই ফুলটি

এই একটি ফুল দিয়েই আপনি ফিরিয়ে আনতে পারবেন আপনার অর্থভাগ্য। জ্যোতিষশাস্ত্র মতে, মাত্র এই একটি ফুলের কার্যকরী ব্যবহারে মিলবে অর্থোপার্জনের ব্যবস্থা। আর্থিক সমস্যা থাকলে অবশ্যই জেনে নিন, কীভাবে এই ফুলটি ব্যবহার করবেন আর্থিক সমস্যা কাটিয়ে ওঠার জন্য। এই বিষয়ে কী উপায় জানাচ্ছে জ্যোতিষ, জেনে নেওয়া যাক। এই পদ্ধতি ব্যবহারের জন্য আপনার প্রয়োজন হবে নাগকেশর ফুল। জেনে নেওয়া যাক কীভাবে-

আরও পড়ুন- বৃষ রাশির কতটা উন্নতি হবে ডিসেম্বর মাসে, দেখে নিন

যদি বাড়িতে বা ব্যবসার স্থানে লক্ষীমূর্তি থেকে থাকে তবে তার সামনে একটি এই নাগকেশর ফুল, একটি কাঁচি হলুদ, একটি গোটা সুপুরি, একটি তামার মুদ্রা এবং সামান্য কিছু চাল একসঙ্গে একটি কাপড়ে বেঁধে রেখে দিন। প্রতিদিন পুজো দেওয়ার সময় কাপড়ের বেঁধে রাখা দ্রব্যগুলিরও পুজো দিন, দ্রুত সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। রূপোর একটি ছোট্ট তাবিজে এই নাগকেশর ফুল ও মধু একসঙ্গে নিয়ে, শুক্ল পক্ষের শুক্রবার, বা অন্য কোনও শুভ সময়ে গলায় বা যেই স্থানে টাকা রাখেন, সেখানে রেখে দিন। আচমকাই আপনার আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাবে। 

আরও পড়ুন- অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর, জেনে নিন

যে কোনও মাসের একটি পূর্ণিমা তিথি থেকে শুরু করে পরবর্তী পূর্ণিমা অবধি অর্থাৎ একমাস টানা শিবলিঙ্গে  এই ফুল অর্পণ করুন। এরপর শিবপুজো শেষ হলে ফুলটি যেখানে টাকা রাখেন সেই স্থানে রেখে দিন। অর্থ সম্পর্কিত যাবতীয় সমস্যা কেটে যাবে। প্রতিদিন ঠাকুর পুজো দেওয়ার সময় একটি নাগকেশর ফুল নিয়ে তারও পুজো করুন। এরপর একটি পরিষ্কার সাদা কাপড়ে জড়িয়ে দোকানের ক্যাসবাক্সে বা অফিসের ডেস্কে রেখে দিন, আয় বৃদ্ধি পাবে। 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: লং ডিসডেন্সে থাকলেও সম্পর্কে বিশ্বাস অটুট থাকবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ অর্থের লেনদেনের সময় সতর্ক থাকুন ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল