কাজ ঠিকই চলছে, তবুও কোথাও যেন কিন্তু থেকে যাচ্ছে। উঠতে বসতে সমস্যার সন্মুখীন হতে হচ্ছে কর্মস্থলে। উপায় কী বুঝতে না পেরে অফিস ছাড়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেন অনেকে। এমনই পরিস্থিতি যখন সেই সময় মাথায় রাখুন বাস্তুর পাঁচটি টিপস। যা মেনে চললে ও নিজের কাজ ঠিক থাকলেই সমস্যা থেকে মিলবে সমাধান।
আরও পড়ুনঃ বাস্তু মেনে তৈরি করুন নতুন বাড়ি, জেনে নিন মূল দরজা কেমন হওয়া উচিত
জেনে নিন কী কী উপায় আপনি কাটিয়ে উঠবেন অফিসের সমস্যাঃ
১. সপ্তাহে একদিন কোনও ভিক্ষুককে সামর্থ অনুযায়ী চাল দিন। সেই মানুষটির মুখে অন্ন তুলে দিলে আপনাও আয়ের রাস্তায় বাঁধা অনেকটা কেটে যাবে।
২. নিজের কাজে সাফল্য পেতে বা নিজের কাজের জগতে সুনাম অর্জন করতে গোলমরিচ ও পাঁচটি লেবু নিজের দোকানে রাখুন। এতে সাফল্য মিলবে তারাতারি।
৩. অফিসে বসের সঙ্গে সম্পর্ক ভালো করতে প্রতিদিন এক চামচ দই মুখে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন। এতে শুভ প্রভাব পড়বে আপনার ওপর।
৪. অফিসে যদি কেউ শত্রু থেকে থাকে তাহলে নিজের ডেস্কে লুকিয়ে তিনটি লেবু রেখে দিন। তা আপনাকে কুনজর থেকে বাঁচাতে সাহায্য করবে।
৫. চেষ্টা করুন প্রতিদিন পূ্র্ব দিকে মুখ করে বসা যায় এমন কোনও ডেস্ক বেছে নেওয়ার। কারণ এই দিক থেকে অনেক বেশি পজিটিভ এনার্জি আসে।