দাম্পত্য কলহ থেকে ঋণ দূর হবে গোলাপ ফুলের গুণে, মেনে চলুন কয়টি টোটকা

Published : Feb 20, 2022, 06:37 PM ISTUpdated : Feb 20, 2022, 06:40 PM IST
দাম্পত্য কলহ থেকে ঋণ দূর হবে গোলাপ ফুলের গুণে, মেনে চলুন কয়টি টোটকা

সংক্ষিপ্ত

বাস্তু দোষ (Vastu Dosh) দূর করতে ব্যবহৃত হয় গোলাপ। গোলাপ ফুল নিয়ে রয়েছে কয়টি টোটকা। আর্থিক বৃদ্ধি করতে, ঋণের বোঝা কমাতে কিংবা দাম্পত্য সুখ বজায় থাকে গোলাপ ফুলের গুণে। জেনে নিন কী কী করবেন।   

গোলাপ (Rose) ফুল সকলেই পছন্দের। কাউকে মনের কথা জানাতে এই ফুলের কথা সবার আগে মনে আসে। ঘরের এক কোণায় ৪ থেকে ৫টা গোলাপ রাখলে বদলে যায় ঘরের সৌন্দর্য। এমনকী, সাজ সজ্জার (Home Decoration) ক্ষেত্রেও ব্যবহৃত হয় গোলাপ। ফেসপ্যাক (Face Pack) বানাতে যেমন অনেকে গোলাপের পাপড়ি ব্যবহার করেন, তেমনই চুলের (Hair) সৌন্দর্য বৃদ্ধিতে খোঁপায় গোলাপ লাগান অনেকেই। এই সবের সঙ্গে বাস্তু দোষ দূর করতে ব্যবহৃত হয় গোলাপ। গোলাপ ফুল নিয়ে রয়েছে কয়টি টোটকা। আর্থিক বৃদ্ধি করতে, ঋণের বোঝা কমাতে কিংবা দাম্পত্য সুখ বজায় থাকে গোলাপ ফুলের গুণে। জেনে নিন কী কী করবেন।   

১. হনুমানের পুজো করতে ব্যবহার করুন গোলাপ (Rose) ফুল দিন। মঙ্গলবার ১১টি গোলাপ দিয়ে হনুমানজির (Lord Hanuman) পুজো করুন। এতে হনুমান খুশি হন। লাল চন্দন লাগিয়ে লাল ফুল হনুমানকে দিন। এতে আর্থিক বৃদ্ধি হবে। গোলাপ ফুল দিয়ে হনুমানের পুজো করলে আর্থিক উন্নতি ঘটবে।  

২. দাম্পত্য সুখ বজায় থাকবে গোলাপ ফুলের গুণে। শোওয়ার ঘরে রাখুন গোলাপ ফুল। ঘর সাজান এই ফুলে। এই ফুল ঘরে পজেটিভ এনার্জি (Positive Energy) তৈরি করে। এই এনার্জি দাম্পত্য সুখ সমৃদ্ধি করে। দাম্পত্য সুখ বৃদ্ধি করতে ঘরে রাখুন গোলাপ ফুল। গোলাপ ফুলের টোটকা মেনে চলুন। এতে সকল অশান্তি দূর হবে। 

৩. মা লক্ষ্মীকে (Maa Laxmi) অর্পন করুন গোলাপা ফুল। গোলাপের ওপর কর্পূর লাগিয়ে দেবী লক্ষ্মীকে অর্পন। এই টোটকা মেনে চলুন শুক্রবার। দেবীর কৃপা পাবেন। দেবীর কৃপায় আর্থিক বৃদ্ধি ঘটবে। 

৪. ঋণ কমাতে গোলাপ ফুলের টোটকা মেনে চলুন। ৫টি গোলাপ (Rose) ফুল নিন। ৪টি ফুল সাদা কাপড়ে চার কোণায় মুড়ে দিন। পাঁচ নম্বর ফুলটি কাপড়ের মাঝে রেখে নদীতে ফেলে দিন। ঋণ কমবে। 

জ্যোতিষ টোটকা মতে সকল সমস্যা দূর হবে। দাম্পত্য কলহ দূর করতে, কিংবা পারিবারিক শান্তি বজায় রাখতে মেনে চলতে পারেন জ্যোতিষ (Astrological Tips) টোটকা। তাছাড়া, আর্থিক সমস্যা কাটাতে মেনে চলতে পারেন জ্যোতিষ মত। ঘরে অশুভ শক্তি থাকলে আর্থিক ক্ষতি, ঋণ হতে পারে। এমনকী, আর্থিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় এই সকল অশুভ শক্তি। এই সমস্যা দূর করতে মেনে চলতে পারেন জ্যোতিষ টোটকা। মেনে চলতে পারেন গোলাপ ফুলের টোটকা। উপকৃত হবেন।  

আরও পড়ুন: এই সপ্তাহ ৮ রাশির জন্য ব্যয় বহুল সময়, দেখে নিন সপ্তাহের রাশিফল

আরও পড়ুন: এই কয়টি নিয়ম মেনে গণেশ পুজো করুন, দুর্ভোগ কাটাবে এই টোটকায়, জেনে নিন কী কী

আরও পড়ুন: ফাল্গুন ও চিত্র জুড়ে রয়েছে একাধিক উৎসব, দেখে নিন কোন কোন দেব-দেবী পুজিত হবেন
 

PREV
click me!

Recommended Stories

Weekly Horoscope: বর্ষশেষের এই সময়ে ১২ রাশির কেমন কাটবে এই সপ্তাহ! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
মঙ্গল গোচর ২০২৫: রাশি পরিবর্তনে এই মাসেই খুব খারাপ সময় শুরু হতে চলেছে ৫ রাশির