বাড়িতে নামের ফলক লাগানোর আগে মেনে চলুন বাস্তু মত, জেনে নিন কোন দিকে লাগাবেন নেম প্লেট

বাস্তু মেনে ঘর সাজাতে শুধু ঘরের ভিতর নয়, নজর দিতে হবে ঘরের বাইরের দিকেও। বিশেষ করে নেম প্লেটে (Name Plate)। শাস্ত্র মতে, নেম প্লেট থেকে তৈরি হতে পারে নেগেটিভ এনার্জি যা অমঙ্গল ডেকে আনতে পারে সংসারে। এবার থেকে নামের ফলক লাগানোর আগে এই কয়টি জিনিস মাথায় রাখুন।   

তিন কামরার ফ্ল্যাট (Flat)। দামি দামি ফার্নিচার ও জিনিস দিয়ে সাজিয়েছে। বাস্তু শাস্ত্র অনুসারে ঘরে জিনিস রেখেছেন। ফ্ল্যাট তৈরির সময়ও বাস্তু মেনে ঠিক করেছিলেন ঘরের দিক দর্শন। তা সত্ত্বেও সংসারে শান্তি নেই। নতুন ফ্ল্যাটে আসার পর থেকে একের পর এক খাবার হয়েই চলেছে। এর কারণ কিছুতেই বুঝতে পারছেন না। অনেক সময় সব দিকে খেয়াল রাখতেও কয়টি গুরুত্বপূর্ণ জিনিস আমরা উপেক্ষা করে যাই। এর মধ্যে একটি হল নামের ফলক (Name Plate)। 

একটি সূচ থেকে দেওয়াল চিত্র সবই রয়েছে বাস্তু শাস্ত্রে (Vastu Shastra)। এমন কথা সব সময় শোনা যায়। তাই বাস্তু মেনে ঘর সাজাতে শুধু ঘরের ভিতর নয়, নজর দিতে হবে ঘরের বাইরের দিকেও। বিশেষ করে নেম প্লেটে (Name Plate)। শাস্ত্র মতে, নেম প্লেট থেকে তৈরি হতে পারে নেগেটিভ এনার্জি যা অমঙ্গল ডেকে আনতে পারে সংসারে। এবার থেকে নামের ফলক লাগানোর আগে এই কয়টি জিনিস মাথায় রাখুন।   

বাস্তু অনুসারে, নেম প্লেটের নকশার (Design) সঙ্গে যেন প্রধান দরজার নরকশার মিল থাকা প্রয়োজন। এতে একদিকে যেন সৌন্দর্য বজায় থাকে তেমনই বাস্তু দোষ তৈরি হয় না।  

Latest Videos

মূল দরজার পাশাপাশি নেম প্লেটটি আলোকিত করতে হবে। দরজার ওপরে এমন জায়গায় লাইট (Light) লাগান যাতে নামের ফলও আলোকিত থাকে। তা না হলে তৈরি হতে পারে বাস্তু দোষ। 
প্রধান দরজার বাঁদিকে নেম প্লেট রাখুন। শাস্ত্র মতে, বাঁদিকে (Left Side) নেম প্লেট লাগানোর জন্য শুভ। এতে সংসারে কোনও অশুভ শক্তি প্রবেশ করবেনা।  

নামের ফলক যেন সরাসরি লিফটের (Lift) সামনে না থাকে। এতে বাস্তু দোষ তৈরি হয়। দরজার সামনে এমন ভাবে নেম প্লেট লাগান যাতে তা সরাসরি না দেখা যায়। 

দরজার ওপর নেম প্লেট লাগানোর সময় পেরেক দিয়ে তা লাগানো হয়। কিন্তু, শাস্ত্র মতে নেম প্লেটে যে গর্ত করা উচিত নয়। এতে অমঙ্গল দেখা দেয়। এমন ভাবে নেম প্লেট লাগান যাতে সরাসরি নেম প্লেটে গর্ত করতে না হয়। 

বাস্তু অনুসারে নেম প্লেটের রঙ (Color) বেছে নিতে পারেন। পূর্ব মুখী বাড়িতে নেম প্লেট লাগাতে বেছে নিন সবুজ কিংবা বাদামী রং। কাঠের দরজার ওপর নেমপ্লেট লাগাতে বেছে নিতে পারে সোনালী অথবা সাদা রঙ। এটি পজেটিভ এনার্জি তৈরি করবে।  

আরও পড়ুন: শোওয়ার ঘরে আয়না রাখুন বাস্তু মেনে, জেনে নিন কোন দিকে ড্রেসিং টেবিল রাখা উচিত

আরও পড়ুন: বাস্তুদোষ দূর করার সঙ্গে শারীরিক সুস্থতা বজায় থাকবে তুলসী গাছের গুণে, জেনে নিন এই গাছ রাখার উপকারীতা

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর