সংক্ষিপ্ত
তুলসী গাছ (Tulsi Leaves) হিন্দুদের পবিত্র দেবী। শাস্ত্র মতে, বাড়িতে তুলসী গাছ রাখতে দূর হয় সকল বাধা। তেমনই বৈজ্ঞানিক মতে তুলসি গাছের গুণ রয়েছে বিস্তর। সর্দি কাশি দূর করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity Power) বাড়াতে তুলসি গাছের পাতা খেতে পারেন।
ভেষজ রানি নামে খ্যাত তুলসী গাছ (Tulsi Leaves)। এই গাছ হিন্দুদের পবিত্র দেবী। শাস্ত্র মতে, বাড়িতে তুলসী গাছ রাখতে দূর হয় সকল বাধা। তেমনই বৈজ্ঞানিক মতে তুলসি গাছের গুণ রয়েছে বিস্তর। সর্দি কাশি দূর করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity Power) বাড়াতে তুলসি গাছের পাতা খেতে পারেন। জেনে নিন তুলসী গাছ বাড়িতে রাখতে কী কী উপকার পেতে পারেন।
কেন রাখবেন তুলসী গাছ
- তুলসী গাছের (Tulsi Leaves) ওষধীয় গুণ আছে। সর্দি, কাশি কিংবা গলার সমস্যা হলে মধুর সঙ্গে তুলসী পাতা খেতে পারেন। শীতের সময় অনেকেই গলার সমস্যায় ভোগেন। এই সমস্যা দূর হবে তুলসী গাছের পাতা খেলে।
- তুলসী গাছ (Tulsi Leaves) ঘরে রাখলে দূর হয় মশা ও জীবাণুর সমস্যা। মনে করা হয়। এই পাতার ঘরের বায়ু পরিশুদ্ধ করে। তুলসী গাছটি বায়ু থেকে সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড শোষণ করে।
- ঘরে সুবাস তৈরি করে তুলসী গাছ (Tulsi Leaves)। এই গাছ ঘরে রাখা শুভ। এতে একদিকে যেমন বায়ুতে দূষণের মাত্রা কমে, তেমনই ঘরে সারাক্ষণ সুন্দর গন্ধ বজায় থাকে।
তুলসী গাছ রাখার বাস্তু মত
- তুলসী গাছ রাখার সেরা জায়গা হল পূর্ব দিক। আপনি বাড়ির বারান্দায় বা উত্তর বা উত্তর পূর্ব দিকের জানলার কাছে তুলসী গাছ (Tulsi Leaves) রাখতে পারেন।
- আজকাল অধিকাংশই থাকেন ফ্ল্যাটে (Flat)। সেখানে খোলা উঠোন নেই। ফলে, ঘরের মধ্যেই রাখতে বয় তুলসী গাছ। তবে, জুতো তাকের কাছে তুলসী গাছ ভুলেও রাখবেন না।
- তুলসী গাছের কাছে যেন ডাস্টবিন (Dustbin) না থাকে। এতে নেতিবাচক এনার্জি তৈরি হয়। যা অমঙ্গল ডেকে আনতে পারে।
- তুলসী গাছের (Tulsi Leaves) পাতা শুকিয়ে গেলে তা কেটে ফেলুন। কিংবা তুলসী গাছ শুকিয়ে গেলে তা ভুলেও বাড়িতে রাখবেন না। এতে অমঙ্গল নেমে আসতে পারে।
- তুলসী গাছ এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যের আলো (Sun Lights) আসে। নিয়মিত গাছে জল দিন। তবে, গাছে জল দেওয়ার আগে অবশ্যই বাস্তু মত জেনে নেবেন। নির্দিষ্ট দিতে জল দেওয়া শুভ মনে করা হয়।
- মনে করা হয় শুভ শক্তি নিয়ে আসে তুলসী গাছ। তাই হিন্দু শাস্ত্রে তুলসী গাছে নিয়মিত পুজোর রীতি আছে। রোজ সকালে স্নান সেরে গাছে জল দিন। এতে কোনও অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না।
আরও পড়ুন: শোওয়ার ঘরে আয়না রাখুন বাস্তু মেনে, জেনে নিন কোন দিকে ড্রেসিং টেবিল রাখা উচিত
আরও পড়ুন: খাটে বসে খাবার খাওয়ার অভ্যেস ডেকে আনছে অমঙ্গল, জেনে নিন এই ভুলে কী কী ক্ষতি হতে পারে