কোন ধরনের গহনা পছন্দ করেন সঙ্গী, জেনে নিন রাশি অনুযায়ী

  • জেনে নিন রাশি অনুযায়ী কোন ধরণের গহণা উপযুক্ত
  • জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি রাশির চারিত্রিক বৈশিষ্ট্যও আলাদা হয়
  • নানান ধরনের গহনা এক-একটি রাশির পক্ষে বিশেষভাবে শুভ
  • রাশি অনুযায়ী কোন গহনা আপনার জন্য উপযুক্ত জেনে নিন

জ্যোতিষশাস্ত্রের মতে প্রতিটি রাশির চারিত্রিক বৈশিষ্ট্যও আলাদা হয়। প্রতিটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য যেমন আলাদা হয়। ঠিক সেরকম ভাবেই প্রতিটি মানুষের পছন্দও হয় আলাদা আলাদা। সে রকম নানান ধরনের গহনা এক-একটি রাশির পক্ষে বিশেষভাবে শুভ। দেখে নিন রাশি অনুযায়ী কোন গহনা আপনার জন্য উপযুক্ত।

মেষ রাশি- মেষ রাশির জাতক-জাতিকা হালকা ও আধুনিক গহনাই বেশি পছন্দ করেন। ঘড়ি ও ছোট দুল রয়েছে পছন্দের তালিকায় করেন। এই রাশির জন্য লাল রং শুভ।

Latest Videos

বৃষ রাশি-  এই রাশির গহনা পরতে ভালোবাসেন। ঐতিহ্যবাহী নেকলেস এবং লকেট এই রাশির সবচেয়ে পছন্দের। তবে মেশ রাশির মতো এরাও হালকা গয়নাই বেশি পছন্দ করেন।

মিথুন রাশি- এই রাশির পছন্দ সময় মুড অনুযায়ী বদলাতে থাকে। মনের মত গহণা কিনতে এরা ভালোবাসেন।

কর্কট রাশি- এই রাশির পুরনো দিনের দিদা অথবা ঠাকুমার গহণাই বেশি পছন্দ। মুনস্টোন রত্ন দিয়ে তৈরি গহনা এদের পক্ষে শুভ। 

সিংহ রাশি- এই রাশি সোনার গহণাই বেশি পছন্দ করেন। সাধারণত এরা বড় আকারের গহণাই বেশি পছন্দ করেন।

কন্যা রাশি- এই রাশি উন্নত মানের গহণাই বেশি পছন্দ করেন। বিশেষ কারুকার্য করা মাটি, শঙ্খ, প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি গহণা এদের পছন্দের তালিকায় রয়েছে।

তুলা রাশি- এই রাশির ফুল, লতাপাতা আকারের গহণাই বিশেষ পছন্দ। তবে এরা বেশিরভাগক্ষেত্রেই নিজের ব্যক্তিত্ব অনুযায়ী গহনা বেছে নেন।

বৃশ্চিক রাশি- এই রাশিও নিজেদের পছন্দের মতো গহণা পড়তেই বেশি আগ্রহী। লকেট এবং আংটি এদের বেশি পছন্দ।

ধনু রাশি- এই রাশির জাতক-জাতিকারা ঘুরতে ভালোবাসেন। বিভিন্ন জায়গায় গহণা কালেকশনে রাখতে পছন্দ করেন এরা। তাই স্থান বিশেষে এরা গহণা পছন্দ করেন।

মকর রাশি- ভারী গহনা অথবা হাতে বানানো গহণা এদের বিশেষ প্রিয়। ঐতিহ্যপূর্ণ, দামি গহণা এই রাশির জাতক-জাতিকারা বেশি পছন্দ। 

কুম্ভ রাশি- এই রাশির জন্য প্লাটিনামের গহনা শুভ। তবে এই রাশি সোনা অথবা রুপোর গহনা বেশি পছন্দ করেন।

মীন রাশি- পাথর দিয়ে তৈরি গহণা এই রাশির জাতক-জাতিকাদের বেশি পছন্দ। এই রাশির জাতিকারা পায়ের অলঙ্কার বেশি পছন্দ করেন। 

Share this article
click me!

Latest Videos

‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি