রিয়া চক্রবর্তীর কি হাজতবাস হতে পারে, কি বলছে অভিনেত্রীর জন্মছক

Published : Aug 29, 2020, 12:07 PM ISTUpdated : Aug 29, 2020, 02:30 PM IST
রিয়া চক্রবর্তীর কি হাজতবাস হতে পারে, কি বলছে অভিনেত্রীর জন্মছক

সংক্ষিপ্ত

একের পর এক জিজ্ঞাসাবাদ করছে ইডি কম আয়ে ৭৬ লক্ষ টাকার ফ্ল্যাট  ১৫ কোটি টাকা তছরূপ অভিযোগ তবে এবার জেলে যাবেন রিয়া চক্রবর্তী

সুশান্ত সিং রাজপুত মৃত্যু কাণ্ডে রিয়া চক্রবর্তীকে একের পর এক জিজ্ঞাসাবাদ করছে ইডি। প্রথমত প্রশ্ন ওঠে কি ভাবে ১৪ লক্ষ টাকা আয় করে তিনি ৭৬ লক্ষ টাকার ফ্ল্যাট কিনেছিন? টানা প্রায় নয়-দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ইডি-র তরফ থেকে। এমনকী এই ঘটনার সত্যতা যাচাই করতে রিয়ার বর্তমান ও সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকেও জিজ্ঞাসাবাদ করে ইডি।

শুধু অভিনেত্রী নন ভাই সৌভিক চক্রবর্তীরও ডাক পরে ইডি-র দপ্তরে। সুশান্তের ১৫ কোটি টাকা তছরূপ অভিযোগও ওঠে রিয়ার বিরুদ্ধে। হাজিরা পিছিয়ে দেওয়ার আর্জি জানালে, রিয়ার সেই আর্জি খারিজ করে ইডি। এমনকী এমনটাও শোনা গিয়েছে তদন্তে সহযোগিতা করছেন না অভিনেত্রী। এর ফল কি হতে পারে?

তবে কি সত্যিই রিয়া এই কাণ্ডে জরিত। যে ভাবে প্রতিনিয়ত তাঁর বিরুদ্ধে যাচ্ছে একের পর ঘটনা, তবে কি সত্যিই রিয়া চক্রবর্তীকে কাটাতে হবে হাজতে। বলিউডের নবাগতা এই অভিনেত্রীর কি তবে কপালে রয়েছে হাজতবাস। এই বিষয়ে কি বলছে অভিনেত্রীর জন্মছক। অভিজ্ঞ ট্যারোট কার্ড রিডার প্রকাশ জানিয়েছেন, এই সমস্ত প্রশ্নের উত্তর, জেনে নিন- 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল