রাশি বলে দেবে আপনি কতটা দয়ালু স্বভাবের, এক ঝলকে দেখে নিন জ্যোতিষ মত

Published : Mar 12, 2022, 03:15 PM ISTUpdated : Mar 12, 2022, 03:17 PM IST
রাশি বলে দেবে আপনি কতটা দয়ালু স্বভাবের, এক ঝলকে দেখে নিন জ্যোতিষ মত

সংক্ষিপ্ত

প্রতিটি মানুষের একে অন্যের সঙ্গে রয়েছে বিস্তর ফারাক। কেউ সাহসী, কেউ ভীতু, কেউ কর্মঠ (Hard Working) আবার কেউ দূর্বল (Week)। তেমনই একদিকে যেমন রয়েছে কঠিন মানসিকতার মানুষ, তেমনই আছে বহু সহৃদয় ব্যক্তি। আজ রইল কয়টি রাশির উল্লেখ। জ্যোতিষ (Astrology) মতে, এনারা খুবই সহৃদয় ও সৎ মানুষ।

আমাদের চারপাশে থাকা প্রতিটি মানুষের একে অন্যের সঙ্গে রয়েছে বিস্তর ফারাক। কেউ সাহসী, কেউ ভীতু, কেউ কর্মঠ (Hard Working) আবার কেউ দূর্বল (Week)। তেমনই একদিকে যেমন রয়েছে কঠিন মানসিকতার মানুষ, তেমনই আছে বহু সহৃদয় ব্যক্তি। আজ রইল কয়টি রাশির উল্লেখ। জ্যোতিষ (Astrology) মতে, এনারা খুবই সহৃদয় ও সৎ মানুষ। জেনে নিন এই তালিকায় কারা আছেন।  

মীন রাশি
রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি (Pisces)। এই রাশির অধিকর্তা হলেন বৃহস্পতি। মীন রাশির ছেলে-মেয়েরা খুবই সংবেদনশীল স্বভাবের হয়। এরা সৎ ও পরোপকারী হয়ে থাকে। অন্যদের সাহায্য করতে খুবই পছন্দ করেন মীন রাশির জাতক জাতিকারা। এরা সম্পর্কে প্রতি খুবই যত্নশীল হন। এরা অন্যদের আনন্দ দিতে খুবই পছন্দ করেন। কাউকে খুশি রাখতে নানা রকম প্রচেষ্টা চালিয়ে যান। 

ধনু রাশি
ধনু রাশির (Sagittarius) অধিকর্তা হল বৃহস্পতি। এরা ধার্মিক, সৎ, পরোপকারী ও আদর্শবাদী স্বভাবের হয়ে থাকে। এরা কর্মকুশল, সত্যপ্রিয়, জ্ঞানী ও প্রতিভাশালী হন। নতুন নতুন মানুষদের সঙ্গে সাক্ষাত করতে এরা খুবই পছন্দ করে থাকেন। এরা অভাবী লোকেদের সাহায্য করতে ভালোবাসেন। এরা খুব মজার মানুষ হন। কেউ সমস্যায় আছে জানতে, তাকে সাহায্য করে থাকেন। এরা সদয়, উদ্বিগ্ন ও ইতিবাচক মানসিকতার মানুষ। 

তুলা রাশি
দয়ালু স্বভাবের হয়ে থাকে তুলা রাশির (Libra) ছেলে মেয়েরা। এরা নিঃস্বার্থতার সঙ্গে যে কোনও পরিস্থিতি সামাল দিয়ে থাকেন। তুলা রাশির জাতক জাতিকারা যে কোনও কঠিন পরিস্থিতও খুব সহজে সামাল দিতে পারেন। কারও অভাব ও কষ্ট এরা সহ্য করতে পারেন না। 

কুম্ভ রাশি
দয়ালু, ক্ষমাশীল মানসিকতার অধিকারী হন কুম্ভ রাশির (Aquarius) জাতক জাতিকারা। এরা বিশ্বস্ত বন্ধু হিসেবে বিবেচিত। এরা অভাবী লোকেদের পাশে দাঁড়াতে পছন্দ করেন। কারও অভাব দেখলে তাকে সব রকম সাহায্যের প্রচেষ্টা চালিয়ে যান। 

বৃষ রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সৎ ও অনুগত প্রকৃতির হয় বৃষ রাশির জাতক জাতিকারা। ফলে, যে কোনও কাজে সফল হওয়ার জন্য কঠিন পরিশ্রম করতে পারে। এরা সম্পর্কের প্রতি যত্নবান হয়ে থাকেন বৃষ রাশির (Taurus) ছেলে-মেয়েরা। এরা কারও থেকে মুখ ফেরায় না। এরা খুবই ধৈর্য্যশীল ও ভালো মনের মানুষ হন। এরা সহানভূতিশীলও হয়ে থাকেন। যে কোনও পরিস্থিতিতে এদের থেকে সাহায্য পাওয়া যায়।  

আরও পড়ুন- ১৫ মার্চ রাশি পরিবর্তন করবে সূর্য, সমস্যা বাড়তে পারে এই ৪ রাশির

আরও পড়ুন- এই ৪ রত্ন খুবই অলৌকিক, পরলেই শুরু হবে টাকার বৃষ্টি

আরও পড়ুন- ঈশ্বরকে ভোগ নিবেদনের সময় এই ভুলগুলি একদম নয়, হতে পারে মারাত্মক সমস্যা
 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: খুব খারাপ সময়েও সঙ্গীর থেকে মানসিক সমর্থন পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল