সংক্ষিপ্ত

বাস্তুদোষ থাকলে যেমন হতে পারে আর্থিক (Financial) ক্ষতি তেমনই দেখা দিতে পারে শারীরিক জটিলতা (Physical Problems)। মানসিক চাপ বাড়তে পারে বাস্তু ভুলে। আজ রইল টিপস। জেনে নিন কোন কোন বাস্তু ভুলে মানসিক চাপ বা স্ট্রেস (Stress) বাড়ে। এমনকী, মানসিক চাপ মুক্ত থাকতে বাড়িতে কী কী পরিবর্তন আনবেন।   

বাস্তু শাস্ত্রে (Vastu Tips) ওপর ক্রমে বাড়ছে মানুষের ভরসা। এখন ঘর তৈরিতে অনেকেই মেনে চলছেন বাস্তু মত। শুধু ঘরের দিক নির্দেশ নয়, সঙ্গে ঘর সাজাচ্ছেন বাস্তু মেনে। শাস্ত্র অনুসারে, ঘরের ঠিক দিকে ঠিক জিনিস থাকলে নেতিবাচক শক্তির বিনাশ ঘরে। ফলে, সকলের স্বাস্থ্য (Health), শিক্ষা (Education), চাকরি (Job) সকল ক্ষেত্রে শুভ প্রভাব পড়ে। আর বাস্তু ঠিক না থাকলে যেমন হতে পারে আর্থিক (Financial) ক্ষতি তেমনই দেখা দিতে পারে শারীরিক জটিলতা (Physical Problems)। এমনকী, মানসিক চাপ বাড়তে পারে বাস্তু ভুলে। আজ রইল টিপস। জেনে নিন কোন কোন বাস্তু ভুলে মানসিক চাপ বা স্ট্রেস (Stress) বাড়ে। এমনকী, মানসিক চাপ মুক্ত থাকতে বাড়িতে কী কী পরিবর্তন আনবেন।   

শাস্ত্র মতে, বাড়ির উত্তর-পূর্ব (North-East) দিক পরিষ্কার রাখুন। উত্তর-পূর্ব দিকের দেওয়ালে যেন মাকড়সার জাল না থাকে। জং ধরা লোহা, ছেঁড়া কাপড়, ছেঁড়া এগুলো এই দিকে রাখবেন না। এতে মানসিক চাপ বাড়তে পারে। এমনকী, এধরনের জিনিস বাড়িতে না রাখাই ভালো। অপ্রয়োজনীয় জিনিস থেকে তৈরি হয় নেতিবাচক এনার্জি। যা মানুষের শরীর ও মনে খারাপ প্রভাব ফেলে। 

আস্ত্র অনুসারে, বাড়ির ঠিক মধ্যস্থান (Middle) কোনও আসবাব রাখবেন না। অনেকেই ডাইনিং রুমের ঠিক মধ্যভাগে টেবিল রাখেন। এক্ষেত্রে, ডাইনিং রুমটি যদি বাড়ির ঠিক মাঝখানে অবস্থিত হয়, তাহলে তা না রাখাই ভালো। বাড়ির মধ্যস্থলে আসবাব রাখলে তা মনের ওপর খারাপ প্রভাব ফেলে। 

পশ্চিমে মাথা করে ঘুমাবেন না। শোওয়ার (Bed Room) ঘরে মদ্যপান করবেন না। এমনকী, শোওয়ার ঘরে আয়না রাখবেন না। এই তিন জিনিস থেকে বাড়ে মানসিক চাপ। তাই স্ট্রেস কিংবা মানসিক চাপ থেকে মুক্তি পেতে অবশ্যই এই টোটকা মেনে চলুন। 

শোওয়ার ঘরের একটি ধারে অনেকেই খাট (Bed) রাখেন। কিন্তু, শাস্ত্র অনুসারে দেওয়ালে যেন খাট না স্পর্শ করে। এতে ঘরে নেতিবাচক এনার্জি তৈরি হয়। আর এই ঘরে যিনি থাকেন, তার মানসিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে। তাই অবশ্যই মেনে চলুন এই বাস্তু মত। 

রাতে রান্নাঘরে (Kitchen) অনেকেই এঁটো বাসন জমিয়ে রাখেন। এই অভ্যেস বদল করুন। শাস্ত্র মতে, জমে থাকা এঁটো বাসন থেকে তৈরি হয় নেতিবাচক এনার্জি। যা মানুষের শরীর ও মনের ওপর খারাপ প্রভাব ফেলে।  

আরও পড়ুন- এই চার রাশির ছেলে-মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সাবধান, বিয়ে করতে চান না এরা

আরও পড়ুন- শুক্রবার ৬ রাশির অভিভাবকের শারিরীক সমস্যার আশঙ্কা, দেখে নিন আজকের রাশিফল

আরও পড়ুন- রাশি দেখে জেনে নিন অর্থ সংক্রান্ত বিষয় কে ভরসাযোগ্য, রাশি বলে দেবে মানসিকতা