ভুলতে পারছেন না পুরনো প্রেম, রইল পাঁচ রাশির খোঁজ, এরা সহজে প্রাক্তনকে ভুলতে পারে না

এখনও দুজনের একসঙ্গে কাটানো ভালো স্মৃতি মনে পড়ে। হাজার তিক্ততার পরও তার সঙ্গে সম্পর্কে ফিরে যেতে ইচ্ছে হয়। দেখে নিন তো আপনি এই পাঁচ রাশির (Zodiac Sign) মধ্যে আছে কি না। এই পাঁচ রাশির ছেলে মেয়েরা এরা সহজে প্রাক্তণকে (Ex) ভুলতে পারে না। দেখে নিন তালিকায় কে আছেন। 

প্রেম ভেঙেছে (Breakup) হয়তো ১ বছর হয়ে গেল। কিন্তু, কিছুতেই ভুলতে পারছেন না পুরনো প্রেমকে (Relationship)। এখনও দুজনের একসঙ্গে কাটানো ভালো স্মৃতি মনে পড়ে। হাজার তিক্ততার পরও তার সঙ্গে সম্পর্কে ফিরে যেতে ইচ্ছে হয়। দেখে নিন তো আপনি এই পাঁচ রাশির (Zodiac Sign) মধ্যে আছে কি না। এই পাঁচ রাশির ছেলে মেয়েরা এরা সহজে প্রাক্তণকে (Ex) ভুলতে পারে না। দেখে নিন তালিকায় কে আছেন। 

বৃশ্চিক রাশি
এরা সম্পর্কে ব্যাপারে খুবই উৎসাহী হন বৃশ্চিক রাশির (Scorpio) ছেলে মেয়েরা। তারা কারও কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলে, তা রাখার চেষ্টা করেন। এরা সঙ্গীর থেকে সব ব্যাপারেই প্রত্যাশা রাখেন। সারাজীবন এক সঙ্গে চলার স্বপ্ন দেখেন। সে কারণে সম্পর্ক ভেঙে গেলে বিষণ্নতা ও হতাশা এদের গ্রাস করে। সহজে এরা প্রাক্তন প্রেমকে ভুলতে পারেন না। তাই আপনার রাশি যদি বৃশ্চিক হয়, তাহলে বুঝে-শুনে সম্পর্কে জড়াবেন। 

Latest Videos

সিংহ রাশি
সাধারণত সিংহ রাশির (Leo) জাতক জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস একটু বেশিই থাকে। এরা কঠোর ও পরিশ্রমি হন। এদের মন অন্যদের তুলনায় শক্ত। তবে, সম্পর্কের ব্যাপারে এরা একেবারে অন্যরকম। সম্পর্ক ভেঙে গেলে এরা নিজেকে সামলাতে পারে না। খুবই দুর্বল মনের হয়, সম্পর্কের ব্যাপারে। জ্যোতিষ মতে, এরা বৃশ্চিক, মীন, সিংহ ও মেষ রাশির ছেলে-মেয়েদর সঙ্গে বিবাহে (Marriage) খুশি হয়ে থাকেন। সম্পর্কে জড়াতে এরা খুব তাড়াতাড়ি সিরিয়াস হয়ে যান। যে কারণে সম্পর্ক ভেঙে গেলে তাঁরা হতাশ হয়ে পড়েন। 

বৃষ রাশি
একগুঁয়ে স্বভাবের হয়ে থাকে বৃষ রাশির (Taurus) জাতক জাতিকারা। এরা চট করে করাও প্রেমে পড়ে না।  কিন্তু, কাউকে একবার মন দিলে, সেই সম্পর্ক রাখার জন্য সব রকম প্রচেষ্টা করে। এরা একেবার কিছু মনস্থির করে ফেললে, তা পরিবর্তন করা কঠিন। তাই সম্পর্ক ভেঙে গেলে এরা খুবই কষ্ট পায়। সহজে প্রাক্তনকে ভুতে পারে না। 

মেষ রাশি
ভালো স্মৃতি এরা সহজে ভুলতে পারে না মেষ রাশি (Aries)। এরা যা করে, হৃদয় থেকে করে। তাই সম্পর্কে জড়ালে সেই সম্পর্ককে খুবই গুরুত্ব দেয়। এরা সহজে অতীত ভুলতে পারেনা। যে কারণে ব্রেকআপের পরেও প্রাক্তনের সঙ্গে কাটানো ভালো মুহূর্ত মনে রাখে। তার জন্য এরা খুবই কষ্ট পেয়ে থাকে। 
 
মিথুন রাশি
প্রাক্তনকে ভুলে এগিয়ে চলা মিথুন রাশির (Gemini) জন্য খুবই কঠিন। এরা সহজে পুরনো সম্পর্ক ভুলতে পারে না। এরা মন থেকে কাউকে ভালোবাসলে, তাকে ভোলা খুবই কঠিন হয়ে যায়। 

আরও পড়ুন- সংসারে মা লক্ষ্মীর কৃপা পাবেন এই কয়টি জ্যোতিষ উপায়, মেনে চলুন এই টোটকা

আরও পড়ুন- প্রায়শই দুঃস্বপ্ন দেখেন এই চার রাশির জাতক-জাতিকা, জেনে নিন তালিকায় কারা আছেন

​​​​​​​আরও পড়ুন- সিংহ রাশির ছেলে কিংবা মেয়ের প্রেমে পড়েছেন, তাদের সম্পর্কে এই কয়টি কথা জেনে রাখুন
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News