কেমন মনের মানুষ কার্তিক, আপনিও যদি বৃশ্চিক বা স্করপিও হন, তবে এই গুণ রয়েছে আপনারও

  • বলিউডের রোষে এবার কার্তিক 
  • একের পর এক ছবি থেকে বাদ
  • পরিস্থিতিতে কীভাবে গ্রহণ করছেন তিনি
  • রাশি অনুযায়ী কেমন আচরণের ছেলে কার্তিক  

বলিউড এক কথায় বলতে গেলে যেন টার্গেট করেছে কার্তিক আরিয়ানকে, গত কয়েকদিনের খবরে চোখ রাখলেই তা অনুমান করতে পারছে ভক্তমহল। একের পর এক প্রজেক্ট থেকে বাদ পড়ছেন বলিউডের অন্যতম স্টার কার্তিক আরিয়ান। একের পর এক ভালো ছবি উপহার দিয়েছেন তিনি ভক্তদের, শেষ করা ছবি পতী পত্নী অউর ও। এরপর হাতে ছিল একের পর এক ছবির প্রস্তাব। 

আরও পড়ুন- সুশান্ত ড্রাগ কেসে অবশেষে আটক পিঠানি, ১৪ দিনের জেল হেফাজতে নিল নার্কোটিক্স 

Latest Videos

সেই অনুযায়ী কাজও শুরু হয়েছিল। তবে সম্প্রতি ধর্ম প্রযোজনা সংস্থা থেকে বাদ পড়েন কার্তিক আরিয়ান। করণ জোহারের কথায়, দোস্তানা ২ ছবি নিয়ে বচসা, ছবির বেশ কিছু অংশ নাকি পছন্দই হয়নি কার্তিকের। সেখানে জাহ্নবীকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান কার্তিক, এরপরই করণের প্রযোজনা সংস্থা থেকে বাদ পড়ে কার্তিক আরিয়ানের নাম। এর কয়েকদিনের মধ্যেই আসে শাহরুখ খানের পালা। সেখানেই গুডবাই ফ্রেডি থেকে বাদ পড়েন তিনি। এই রেশ কাটতে না কাটতেই এবার আনন্দ রাইয়ের আগামী ছবি থেকে বাদ পড়লেন কার্তিক।

এই পরিস্থিতি ঠিক কতটা সামলে উঠতে পারবেন কার্তিক! উত্তর মেলে সাফ, কার্তিক আরিয়ানের রাশি বৃশ্চিক, আর এই রাশির জাতকদের বৈশিষ্ট্য হল তাঁরা খুব আত্মবিশ্বাসী হয়। প্রতিটা কাজ একাগ্রতার সঙ্গে করে যায়। একবার যদি ব্যর্থতা আসে তবে শেষ পর্যন্ত লড়াই করোরার মানসিকতা থাকে এই রাশির জাতকদের। এখানেই শেষ নয়, নম্র স্বভাবের হলেও, এরা কিন্তু নিজেকে খুব একচা উজার করে দেয় না। য়ার ফলে এদের সহজে কেউ বুঝে উঠতে পারে। সেই দিক থেকে বিচার করলে, পরিস্থিতির সঙ্গে লড়াই করার মানসিকতা প্রবল রয়েছে কার্তিকের। 

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু