ভুলে এই চার রাশির সামনে মিথ্যে কথা বলবেন না, খুব সহজেই ধরা পড়ে যেতে পারেন

কারণে-অকারণে আমরা অনেকেই মিথ্যা বলে থাকি। সেই সকল মিথ্যা কখনও ধরা পড়ে, কখনও নয়। কিন্তু,এমন কিছু রাশি আছে, যাদের সামনে মিথ্যা (Lie) বলা উচিত নয়। সহজে ধরা পড়ে যেতে পারেন।

আপনার সহকর্মীর সঙ্গে সম্পর্ক তেমন ভালো নয়। কাজের দরকারে সারাদিন তার সঙ্গে থাকতে হয়। কাজের বাইরেও অনেক কথা বলেন। তার ব্যক্তিগত জীবনের গল্প শোনেন। শুনে একটু ঈর্ষাও হয়। তাই পাল্লা দিতে মাঝে মধ্যে আপনিও দু-একটা মিথ্যা বলে ফেলেন। কিন্তু, প্রতিবারই কোনওভাবে ধরা পড়ে যান। তার সামনে মান-সম্মান যায়। সব সময় নিজের দুর্ভাগ্যের (Bad Luck) দোষ দেন। কিন্তু, দুর্ভাগ্য নয়, জানেন কী এর কারণ হতে পারে রাশি। কারণে-অকারণে আমরা অনেকেই মিথ্যা বলে থাকি। সেই সকল মিথ্যা কখনও ধরা পড়ে, কখনও নয়। কিন্তু,এমন কিছু রাশি আছে, যাদের সামনে মিথ্যা (Lie) বলা উচিত নয়। সহজে ধরা পড়ে যেতে পারেন। এই সকল রাশির ছেলে-মেয়েরা কেউ সন্দেহবাতিক, কেউ গোয়েন্দাগিরি ভালো করে, আবার কারও ব্যক্তিত্বের কাছে আপনি সত্য বলতে বাধ্য হবেন। জেনে নিন এই তালিকায় কে কে আছে।

কন্যারাশি
জ্যোতিষশাস্ত্রের ষষ্ঠ রাশি হল কন্যারাশি। এরা অত্যন্ত মেধাবী, বাস্তববাদী ও পরিশ্রমী হন। এদের বুদ্ধি ও আবেগ সব কিছুকে হার মানায়। কন্যা রাশির সামনে ভুলেও মিথ্যা বলবে না। এদের স্মরণশক্তি অত্যন্ত তুখর। এরা সব কথা মনে রাখে। ফলে কোনও মিথ্যা বললে সহজে ধরা পড়ে যেতে পারেন। 

মিথুন রাশি
মিথুন রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। সে কারণে মিথুন রাশির জাতক জাতিকারা চঞ্চলমতি, উদ্যমী স্বভাবের হয়। এরা সহজে মিথ্যা শনাক্ত করে ফেলে। তাই মিথুন রাশির জাতক জাতিকার সামনে মিথ্যা বলার আগে সতর্ক হন। 

বৃশ্চিক রাশি
মিথ্যা বলে রেহাই পাবেন না বৃশ্চিক রাশির জাতক জাতিকার থেকে। বৃশ্চিক রাশির ছেলে-মেয়েরা সম্পর্কের প্রতি খুবই যত্নশীল হন। তবে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও সহজে কাউকে বিশ্বাস করেন না। তাই সব বিষয যাচাই করার অভ্যেস আছে এদের। ফলে, বুঝে শুনে কথা বলুন বৃশ্চিক রাশির জাতক জাতিকার সঙ্গে। 

মকর রাশি
মকর রাশির ছেলে-মেয়েদের মনে সন্দেহ ঢুকলে বিপদ। এরা খুব ভালো গোয়েন্দাগিরি করে থাকেন। তাই মিথ্যা বলার আগে সতর্ক হন। এরা সব সময় জীবনে সেরাটা চান মকর রাশির (Capricorn) জাতক জাতিকারা। সেকারণে কঠিন পরিশ্রমও করেন। তাদের মনে সন্দেহ ঢুকলে তা সঠিক না জানা পর্যন্ত থামেন না। ফলে যে কোনও মুহূর্তে ধরা পড়ে যেতে পারেন।

আরও পড়ুন- ভুলেও মেঝেতে এই পাঁচটি জিনিস রাখবেন না, একাধিক ক্ষতির কারণ হতে পারে এই ভুল

Latest Videos

আরও পড়ুন- এই পাঁচ রাশির ছেলে-মেয়েদের থেকে সাবধান, গোয়েন্দাগিরিতে পটু হন এরা

আরও পড়ুন- তামার আংটি ধারন এই রাশির জাতকদের জন্য শুভ, ফল দেয় অবিশ্বাস্য
  
 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News