শুধু তাই নয়, বাইক এক্সচেঞ্জ থেকে শুরু করে একাধিক সুবিধা গ্রাহকদের দেবে Royal Enfield। শুধু তাই নয়, Reown-এ এএমআই'তে বাইক কেনার সুযোগও রয়েছে।ওয়েবসাইটেও মাসিক ইএমআই কত পড়বে সে তথ্য পেয়ে যাবেন। এখানেই শেষ নয়, TEST RIDE -এরও সুবিধা পাবেন Royal Enfield লাভার্সরা।