The Beast: জি২০ সম্মেলনে ভারতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গী দ্যা বিস্ট, জানুন গাড়ির বিশেষত্ব
জি ২০ সম্মেলনে যোগ দিতে ভারত আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে আসছে তাঁর দুর্দান্ত গাড়ি দ্যা বিস্ট। সেনা বাহিনীর ট্যাঙ্কের মত ভাড়ি এক গাড়ি। দাম ভারতীয় মূল্যে ১২ কোটি টাকা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ গাড়ি দ্যা বিস্ট। ভারতীয় মূল্যে ১২ কোটির এই গাড়ি অত্যান্ত সুরক্ষিত। মার্কিন অঙ্কে গাড়ির দাম ১৫ লক্ষ ডলার।
নিরাপত্তায় সেরা দ্যা বিস্ট
মার্কিন রাষ্ট্রপতির গাড়ির দ্যা বিস্ট- নিরাপত্তায় সেরা। গাড়িটি বুলেটপ্রুফ। বিস্ফোরণও এই গাড়ির কোনও ক্ষতি করতে পারে না। পাশাপাশি রাসায়নিক যুদ্ধেক্ষেত্রেও গাড়ি অক্ষত থাকে। অক্ষত রাখতে পারে যাত্রীদের।
গাড়িতে অস্ত্র
এই গাড়িতে অস্ত্র থাকে। নিরাপত্তারক্ষী থাকারও ব্যবস্থা রয়েছে। গাড়িটির বিশেষত্ব হল এটি কাঁদানে গ্যাস ছুঁড়তে সক্ষম।
রাস্তা আটকাতে পারে বিস্ট
এই গাড়ির অনেক বিশেষত্বের মধ্যে একটি হল অন্য গাড়ি যদি একে ধাওয়া করে তাহলে রাস্তায় পেট্রোল ফেলে সেই গাড়িকে আটকাতে পারে বিস্ট।
গাড়ির বিশেষত্ব
এই গাড়ির ওজন ২০ হাজার পাউন্ড। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ট্যাঙ্কের থেকেও ভারি।
গাড়ি তৈরিতে তিন অস্ত্র
গাড়ির বডি তৈরি করা হয়েছে ইস্পাত , অ্যালুমিনিয়াম ও সেরামিক দিয়ে। গাড়ির ভিতরে থাকলে বাইরের কোনও আওয়াজ ঢুকতে পারবে না।গাড়ির চাকায় গুলি লাগলেও তা চলবে। দুর্ঘটনায় পড়বে না।
বিস্টের জানাল-দরজা
এই গাড়ির জানলা বুলেটপ্রুফ। জানলার কাচ ৫ ইঞ্চি পুরু। সামনের দরজা ৫ ইঞ্চি পুরু। পিছনের দরজা ৮ ইঞ্চি পুরু। সাত জনের বসার ব্যবস্থা রয়েছে গাড়িতে।
গাড়িতে রয়েছে
শটগান, স্মোকস্ক্রিনস জিপিএস , নাইটভিশন, রয়েছে। গাড়িতে সর্বদাই মজুত থাকে অক্সিজেন ও মার্কিন প্রেসিডেন্টের জন্য দুই ব্যাগ রক্ত। একটি সাঁজোয়া গাড়ির থেকে কোনও অংশে কম নয় বিস্ট।
বিমানে আসছে দ্যা বিস্ট
মার্কিন প্রেসিডেন্টের গাড়ি ভারতে আসছে বোয়িং বিমানে চড়ে। সূত্রের খবর এই দেশে নিজের গাড়িতে চড়েই সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বিস্টের আসন বিন্যাস
গাড়িতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও আরও চার জন বসতে পারেন। চালকের আসনের পিছনে আর পিছনের সিটের আগে রয়েছে একটি কাচের দেওয়া। এই দেওয়াল নিয়ন্ত্রণের সুইচ থাকে প্রেসিডেন্টের হাতে। সেটাই হল প্যানিক বোতাম। এখান থেকেই অক্সিজেন সরবরাহ হয়। তবে জানালার কাচ নামানো যায় না।