Diesel Car GST: ডিজেল গাড়ির ওপর ১০ শতাংশ জিএসটি বৃদ্ধি? কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী

Published : Sep 12, 2023, 06:05 PM ISTUpdated : Sep 12, 2023, 06:26 PM IST
Nitin Gadkari

সংক্ষিপ্ত

ডিজেল গাড়ির বিক্রয়ের ওপর অতিরিক্ত ১০ শতাংশ জিএসটি প্রস্তাব করা হয়েছেএমন মিডিয়া রিপোর্টগুলি স্পষ্ট করার প্রয়োজন রয়েছে। বললেন নীতিন গডকরি। 

দুষণ কমাতে ডিজেল গাড়ির বিক্রয়ের ওপর অতিরিক্ত ১০ শতাংশ জিএসটি চার্জ করা হবে। সম্প্রতি বেশ কয়েকটি মিডিয়ে রিপোর্টে তেমনই দাবি করা হয়েছে। এই বিষয়ই মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী নীতিন গডকরি মিডিয়া রিপোর্টের বিরোধিতা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় নীতিন গডকরি লিখেছেন, 'ডিজেল গাড়ির বিক্রয়ের ওপর অতিরিক্ত ১০ শতাংশ জিএসটি প্রস্তাব করা হয়েছেএমন মিডিয়া রিপোর্টগুলি স্পষ্ট করার প্রয়োজন রয়েছে। এটি স্পষ্ট করা জরুরি যে সরকার এখনও পর্যন্ত তেমন কোনও প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা করেনি। তেমন কোনও প্রস্তাব সরকারের বিবেচনাধীনে নেই।' তবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ২০৭০ সালের নেট জিরো কার্বনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । ডিজেলের মত বিপজ্জনক জ্বালানির কারণে বায়ু দূষণ কমাতে ও অটোমোবাইল বিক্রি দ্রুত বৃদ্ধির সঙ্গে তালমিলিয়ে কাজ করতে হবে। সক্রিয়ভাবে পরিষ্কার ও সবুজ বিকল্প জ্বালানি গ্রহণ করা অপরিহাার্য। আমদানির বিকল্প, সাশ্রয়ী , দেশীয় ও দূষণমুক্ত হওয়া উচিৎ বলেও জানিয়েছেন।

 

 

যদিও আগেই কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন, গাড়ি কেনার ওপর অতিরিক্ত ১০ শতাংশ পণ্য ও পরিষেবা কর বা জিএসটি প্রস্তাব করতে প্রস্তুত রয়েছে রয়েছে সরকার। পাশাপাশি অটো নির্মাতাদেরও সতর্ক করে দিয়েছিলেন যে তারা যদি উচ্চ দূষণ ছড়ায় এমন যানবাহন বিক্রি করতে থাকে তাহলে শুল্ক আরও বাড়ান হতে পারে।

তবে একাধিক মিডিয়া রিপোর্টে বলা হয়েছে গডকরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে ডিজেল যানবাহনের ওপর অতিরিক্ত ১০ শতাংশ জিএসটি পণ্য ও পরিষেবা কর চাইবেন। সেইসময়ই তিনি বলেছিলেন ২০১৪ সাল থেকে এই দেশে জিজেল গাড়ির উৎপাদন কমেছে। তবে বর্তমানে ডিজেল গাড়ির ওপর ২৪ শতাংস কর আরোপ করা হয়।

PREV
click me!

Recommended Stories

Bajaj Pulsar: ১৫,০০০ টাকার বেশি সাশ্রয়? বাজাজ পালসারে এবার হ্যাটট্রিক অফার
জানুয়ারিতে ভারতের বাজারে আসছে Maruti e Vitara SUV, রইল গাড়ির ফিচার্স