বাংলাদেশে জাহাজের ধাক্কায় ডুবে গেল লঞ্চ, মৃত ৫, নিখোঁজ বহু - ভিডিও দেখে শকড নেটবাসী

বাংলাদেশে (Bangladesh) ঢাকার (Dhaka) শীতলক্ষ্যা নদীতে একটি বড় পণ্যবাহী জাহাজের ধাক্কায় বহু যাত্রী নিয়ে ডুবে গিয়েছে একটি লঞ্চ। লঞ্চডুবির এই ভয়াবহ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। 
 

ফের বড়সড় নৌ-দুর্ঘটনা ঘটল বাংলাদেশে (Bangladesh ferry crash)। রবিবার একটি বড় পণ্যবাহী সামুদ্রিক জাহাজের সঙ্গে সংঘর্ষে ডুবে গিয়েছে যাত্রী বোঝাই একটি লঞ্চ। ইতিমধ্যেই পুলিশ ৫ জনের দেহ উদ্ধার করেছে, আরও ১০০ জনেরও বেশি এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে। গোটা দুর্ঘটনাটিই ধরা পড়েছে, নিকটবর্তী লঞ্চে থাকা ব্যক্তিবর্গের মোবাইল ক্যামেরায়। তাতে, স্পষ্ট অনুভব করা যাচ্ছে ঘটনার ভয়াবহতা। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video)। 

ঘটনাটি ঘটে, বাংলাদেশের রাজধানী ঢাকার (Dhaka) কাছে শীতলক্ষ্যা নদীতে (Shitalakshya River)। বড় পণ্যবাহী জাহাজটি ছিল এমভি রূপসী-৯ ইন্টারনাল কার্গো কেরিয়ার (MV Ruposhi-9 Internal Cargo Carrier)। তার সঙ্গে সংঘর্ষ হয় এমভি আফসারউদ্দিন (MV Afsaruddin) নামে ছোট যাত্রীবাহী লঞ্চটির। কীভাবে যাত্রীবাহী লঞ্চটি, ওই জাহাজের পথে এসে পড়ল, তা জানা যায়নি। তবে, ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, ছোট লঞ্চটিকে পিছন থেকে ধাক্কা মেরে বেশ কয়েক মিটার ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছে বড় জাহাজটি। তারপর, একসময় ফেরিটি সামনের দিকে হেলে যায় এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ জলের তলায় ডুবে যায়। শেষ মুহূর্তে প্রাণ বাঁচাতে কয়েকজনকে ফেরি থেকে জলে ঝাঁপিয়ে পড়তেও দেখা যায়।

Latest Videos

আরও পড়ুন - ফের বাংলাদেশে হিন্দু মন্দিরে ভাংচুর - দোলপূর্ণিমার রাতেই পরিকল্পিত হামলা, আহত ৩

আরও পড়ুন - ইউক্রেনে ভয়ঙ্কর মানুষ গলানো বোমা বর্ষণ করছে রাশিয়া, ভিডিও দেখে কাঁপছে গোটা বিশ্ব

আরও পড়ুন - বুড়িগঙ্গায় যাত্রী নিয়ে ডুবে গেল লঞ্চ, ভয়াবহ ফেরি দুর্ঘটনায় বাংলাদেশে মৃত্যু মিছিল

বাংলাদেশি পুলিশ (Bangladeshi Police) রবিবার জানিয়েছিল, একজন পুরুষ, তিনজন মহিলা ও এক শিশুসহ মোট পাঁচটি মৃতদেহ তারা উদ্ধার করতে পেরেছে। সংবাদ সংস্থা এএফপিকে এক বাংলাদেশি পুলিশ কর্তা জানান, লঞ্চটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিল। তাঁদের মধ্যে ২২ জন নিরাপদে সাঁতরে তীরে চলে এসেছিলেন। তবে, বাকিদের অনেকেই পণ্য়বাহী জাহাজটির তলায় ডুবে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ পর্যন্ত পণ্যবাহী জাহাজটি থেমে গিয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। 

দুর্ঘটনার মুহূর্তের সেই ভাইরাল ভিডিও -

এদিকে, এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করতেই, ভিডিওটি নিয়ে সাড়া পড়ে গিয়েছে। নেটিজেনরা এই ভিডিও দেখে হতবাক। অনেকেই বলেছেন, শেষ মুহূর্তে যাঁরা প্রাণ বাঁচাতে লাফ দিয়েছিল, তারা যেভাবে জাহাজটির নিচে চলে গিয়েছেন, তা চোখে দেখা কঠিন। অনেকেই আবার, এই ধরণের দুর্ঘটনা ঘটলে, কীভাবে রক্ষা পাওয়া যাবে, সেই বিষয়েও আলোচনা করেছেন। একজন জানিয়েছেন, তাড়াতাড়ি লঞ্চ থেকে লাফ দিতে হবে, এবং যত দ্রুত সম্ভব জাহাজের আড়াআড়ি সাঁতার কাটতে হবে। তাহলেই এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া সম্ভব। 

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya