'কালো বিধবা', দেবলীনার পোস্টে বর্ণবিদ্বেষী মন্তব্য নেটিজেনের

  • হাই থাই স্লিটে দেবলীনার 'ব্ল্যাক উইডো' পোস্ট
  • ইংরেজি থেকে বাংলায় ফিরতে গিয়ে হল বিপদ
  • 'কালো বিধবা' বলে সম্বোধন অভিনেত্রীকে
  • বর্ণবিদ্বেষী মন্তব্য করে বসল এক নেটিজেন

এতদিন দেবলীনা কুমারের সঙ্গে গৌরবের সম্পর্ক নিয়ে নান মন্তব্য করত নিন্দুকরা। এবার বর্ণবিদ্বেষী মন্তব্য করে বসল এক নেটিজেনরা। যদিও অনুমান, সে ঠাট্টার ছলেই কথাটি লিখতে গিয়েছিল, তবে তা বর্ণবিদ্বেষের মধ্যেই পড়ে গিয়েছে। হাই থাই স্লিটেড গাউন পরে ছবি পোস্ট করেছিলেন দেবলীনা। ক্যাপশনে দিয়েছিলেন, "ব্ল্যাক উইডো"। এর বাংলা লিখতে গিয়ে সেই নেটিজেন লিখে বসে, "কালো বিধবা রিটার্নস"। মন্তব্যটি অজান্তেই বর্ণবিদ্বেষী হয়ে গিয়েছে। দেবলীনা এখনও পর্যন্ত সেই মন্তব্যের কোনও জবাব দেননি। 

এখন তিনি ব্যস্ত 'আবার কাঞ্চনজঙ্ঘা'র শ্যুটিংয়ে। জোর কদমে চলছে 'আবার কাঞ্চনজঙ্ঘা'র শ্যুটিং। উত্তরবঙ্গের টি গার্ডেনেই জমেছে একঝাঁক তারকার আসর। ডুয়ার্সের সামসিং টি গার্ডেনে শ্যুটিং করছেন পরিচালক রাজর্ষি দে। উত্তরবঙ্গে এখনও শীত না ঠুকলেও, ধীরে ধীরে ঠান্ডার রেশ আসছে বইকি। তবে এই নামমাত্র ঠান্ডা নিমেষে উড়িয়ে দিচ্ছেন অভিনেত্রী। শ্যুটিংয়ের ফাঁকে নিজের হটনেসের জেরে প্রায়ই ছবি পোস্ট করছেন তিনি। 

Latest Videos

আরও পড়ুনঃ'এত আলো আগে দেখিনি', তৃতীয় বিয়ের ভাঙনের পথেই কি সুখ খুঁজে পেলেন শ্রাবন্তী

 

কখনও ক্রপ টপ, মিডি বুটস, জ্যাকেটে আবার কখনও হট প্যান্ট, টিশার্টে ধরা দিচ্ছেন দেবলীনা। এভাবেই পারদ চড়াচ্ছেন টলি ডিভা। দেবলীনার এই অবতারে ক্রমশ ঘাম ঝড়ছে ভক্তদের। উত্তরবঙ্গে শীতল পরিবেশেও কেউ যে এমন পারদ চড়াতে পারেন তা প্রমাণ করলেন দেবলীনা কুমার। সত্যজিৎ রায়ের 'কাঞ্চনজঙ্ঘা'কে বিশেষ সম্মান জানাতেই এই ছবি নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক রাজর্ষী দে। 

 

 

দেবলীনা সহ ছবিতে দেখা যাবে একঝাঁক টলিপাড়ার তারকাদের। শাশ্বত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সোহিনী গুহ রায়, অর্পিতা চট্টোপাধ্যায়, বিদীপ্তাকে দেখা যাবে অভিনয়ে। দার্জিলিংয়ের পাশাপাশি চালসা, সামসিং, মূর্তি, লাটাগুড়িতেও চলছে ছবির শ্যুটিং। কৌশিক সেন, রনিতা দাস, প্রিয়াঙ্কা রতি পাল, অসীম রায় চৌধুরি, দেবশ্রী গঙ্গোপাধ্যায়কেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

Share this article
click me!

Latest Videos

নতুন বর্ষ এইভাবে শুরু করলেন Sumona Chakravarti! দেখুন #shorts #shortsvideo #shortsviral #shortsfeed
বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে | Malda News Today | Mid Day Meal
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla
LIVE : ISRO-র নয়া মহাকাশ অভিযান 'SPADEX', একসঙ্গে জোড়া মহাকাশযান উৎক্ষেপণ | Asianet News Bangla
PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla