জিৎ 'Covid' নেগেটিভ হতেই করোনায় আক্রান্ত বাবা -মা, স্বপরিবারে হোম আইসোলেশনে টলিপাড়ার 'বস'

Published : May 04, 2021, 10:48 AM IST
জিৎ 'Covid' নেগেটিভ হতেই করোনায় আক্রান্ত বাবা -মা, স্বপরিবারে হোম আইসোলেশনে টলিপাড়ার 'বস'

সংক্ষিপ্ত

২০ এপ্রিল করোনায় আক্রান্ত  হয়েছিলেন টলিউডের বস জিৎ কোভিড নেগেটিভ হতেই  এবার করোনায় আক্রান্ত অভিনেতার বাবা ও মা  সমস্ত বন্ধু ও সহকর্মীদের শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন গত ১৬ মার্চ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন জিৎ

করোনার ত্রাস ভয়ঙ্কর আকার ধারণ করছে গোটা বিশ্বে। হু হু করে বাড়ছে  করোনা আক্রান্তের সংখ্যা, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের হার। বলি থেকে টলি করোনা যেন হানা দিয়েছে বিনোদন জগতে। একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের গ্রাস করেছে করোনা ভাইরাস। গত ২০ এপ্রিল করোনায় আক্রান্ত  হয়েছিলেন টলিউডের বস জিৎ।  কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেতা। করোনার ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও  রিপোর্ট পজিটিভ আসতেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেতা। করোনাকে জয় করে কোভিড নেগেটিভ হয়েছেন অভিনেতা। সেকথাও টুইটে জানিয়েছেন অভিনেতা।

 

 

কোভিড নেগেটিভ হতেই  এবার করোনায় আক্রান্ত অভিনেতার বাবা ও মা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন জিৎ। এর পাশাপাশি সকলকে সাবধান থাকার বার্তাও দিয়েছেন জিৎ। টুইটারে জিৎ জানিয়েছেন, প্রথম ভাল খবর হল আমার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু এবার করোনার সংক্রমণে আমার বাবা-মা। দয়া করে ওদের জন্য প্রার্থনা করুন।  সমস্ত বন্ধু ও সহকর্মীদের শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন।

 

 

সকলকে সুস্থ থাকার পরামর্শ দিয়ে জিৎ জানিয়েছেন, সকলে দয়া করে মাস্ক পরুন। সোশ্যাল ডিসট্যান্স মেনে চলুন। বারবার হাত ধুয়ে নিন, স্যানিটাইজ করুন। বর্তমানে সকলেই ডাক্তারের পরামর্শ মেনেই হোম আইসোলেশনে রয়েছেন টলিউডের বস। গত ১৬ মার্চ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন জিৎ। সেই ছবিও সোশ্যাল  মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেতা। তবু করোনার থেকে শেষরক্ষা হয় নি। ফের কোভিডের কবলে পড়েছিলেন অভিনেতা। বলিউডেও করোনার থাবা যেন দাপিয়ে বেড়াচ্ছে। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত  হয়েছিলেন বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেতা অক্ষয় কুমার। এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছিলেন  রণবীর কাপুর থেকে আলিয়া ভাট, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ সহ একঝাঁক তারকা।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার