অঙ্কুশের জীবনে নয়া সদস্যের আগমণ, শুভেচ্ছায় ভরছে সোশ্যাল মিডিয়া

  • অঙ্কুশের পরিবারে নতুন সদস্যের আগমণ
  • সেই সদস্যের নাম রেখেছেন 'লিও'
  • ইতিমধ্যেই লিওকে আপন করে নিয়েছেন ঐন্দ্রিলাও
  • সঙ্গে রয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়

ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরার জীবনে আগমণ নতুন সদস্যের। অঙ্কুশের এই নতুন সদস্যের নাম লিও। লিওকে দেখে মন গলেছে ভক্তদের। বিক্রম চট্টোপাধ্যায়ও মন্তব্য করেছেন লিওকে নিয়ে। লিও হল অঙ্কুশের পোষ্য। একটি গোল্ডে রিট্রিভারের বাচ্চা দত্তক নিয়েছেন অঙ্কুশ। যাকে ঘিরেই কাটছে অভিনেতার দিনরাত। অঙ্কুশ ঐন্দ্রিলার জীবনে সবই এখন 'ম্যাজিক'র মত। প্রতি মুহূর্তই যেন কাটছে একে অপরের ভালবাসায়। 

আরও পড়ুনঃ'ছবির প্রচারে কফিতে গাঁজা মিশিয়ে খাচ্ছেন সলমন সোনম', ভাইরাল ভিডিওতে জল্পনা

Latest Videos

সেই মুহূর্তগুলির মধ্যে এক বিশেষ মুহূর্ত তুলে ধরেছিলেন ঐন্দ্রিলা। অঙ্কুশের সঙ্গে লাভি ডাভি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপষন দেওয়া, "জীবন যা ভালবাসার জাদুতে ভরা।" এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে উঠেছে। প্রসঙ্গত, রিয়েল লাইফ জুটি এবার সিনেজুটিতে পরিবর্তিত হচ্ছে। অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনের দীর্ঘ বছরের সম্পর্ক। তবে কখনই একসঙ্গে কোনও ছবিতে কাজ করেননি তাঁরা। 

আরও পড়ুনঃবিগ বসে ফের আসছেন 'ঝুমা বউদি', মোনালিসার হটনেস কোশেন্টে থাকছে ট্যুইস্ট

আরও পড়ুনঃহৃত্বিকের সঙ্গে নগ্ন বারবারা, ঘনিষ্ঠতায় মজে বিদেশিনীর ও গ্রিক গড, ঘর ভেঙেছিল সুজ্যানের

যার কারণে ভক্তরা অনুরোধ করতে করতে প্রায় হাপিয়ে উঠেছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান। পরিচালক রাজা চন্দ আগামী ছবি ম্যাজিক-এ জুটি হিসাবে দেখা যাবে তাঁদের। অঙ্কুশের সঙ্গে প্রথমবার ছবিতে কাজ করতে চলেছেন ঐন্দ্রিলা সেন। ছবিতে তাঁকে কোন চরিত্রে, কোন লুকে দেখা যাবে প্রশ্ন করেই চলেছিল ভক্তমহল। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ঐন্দ্রিলা নিজের লুক প্রকাশ্যে এনেছেন দিন কতক আগেই। 

আরও পড়ুনঃ'চোখের বালি'র বিনোদিনী এখন পাক্কা গিন্নি, করোনা আবহে ফিরে গেলেন বিয়ের মুহূর্তে

আরও পড়ুনঃপথ দুর্ঘটনায় গুরুতর জখম হিরো আলম, খবরের সত্যতা নিয়ে জল্পনা তুঙ্গে

রীতিমত গ্ল্যামারাস লুকে দেখা যাবে তাঁকে। অন্তত ছবি দেখে তেমনটাই অনুমান করেছে ভক্তমহল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তাঁকে বেশ মডার্ন লুকেই দেখা যাচ্ছে। দিন কতক আগেই এই খুশির খবর পেড়েছেন দু'জনে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সম্পন্ন হল ছবির শুভ মহরৎ। ছবিতে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার পাশাপাশি দেখা যাবে অভিনেত্রী পায়েলক সরকারকেও। 

Share this article
click me!

Latest Videos

Rohit Sharma-কে দেখে উল্লাসে মেতে উঠলেন ভক্ত! দেখুন সেই মুহূর্ত #shorts #shortsfeed #shortsfeed
Suvendu Adhikari : ছোট্ট অস্মিকার পাশে এবার শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন তিনি
'এখন থেকেই ব্যাগ গোছান, ২৬-এ ওরা ক্ষমতায় আসলে...' চরম সত্যটা বলে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari |
মমতার খেলা ধরে ফেললেন শুভেন্দু | Suvendu on Mamta #shorts #suvenduadhikari #mamatabanerjee
'৭০ ভাগ হিন্দুদের এক হতে হবে, তাহলেই সিদ্দিকুল্লা-ফিরহাদদের স্বপ্ন শেষ!' | Suvendu Adhikari | BJP