Asianet News BanglaAsianet News Bangla

পথ দুর্ঘটনায় গুরুতর জখম হিরো আলম, খবরের সত্যতা নিয়ে জল্পনা তুঙ্গে

 • গুরুতর জখম বাংলাদেশি তারকা হিরো আলম
 • বাংলাদেশের নেত্রকোনা জেলায় এই পথ দুর্ঘটনায় সম্মুখীন হন আলম
 • জানা যাচ্ছে দু'জনের মৃত্যুও হয়েছে
 • তবে অধিকাংশের দাবি গোটা ঘটনাটাই ভুয়ো 
   
Bangladesi internet star Hero Alom gets injured in a road accident, netizens claim it to be false ADB
Author
Kolkata, First Published Sep 14, 2020, 12:26 PM IST
 • Facebook
 • Twitter
 • Whatsapp

বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তারকা হিরো আলমের পথ দুর্ঘটনা নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, বাংলাদেশি তারকা হিরো আলম বাংলাদেশের নেত্রকোনা জেলার শান্তিপুর কালামার্কেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্গাপুর থেকে জারিয়ার দিকে একটি বিয়েবাড়িতে যাওয়ার কথা ছিল আলমের। বাইকে সওয়ার ছিলেন তিনি। তাঁর বাইকের পাশাপাশি ছিল আরও এক বাইক। ২৫ বছর বয়সী বাইক চালকের নাম সুজন মিঞাঁ।

আরও পড়ুনঃলেহেঙ্গায় উষ্ণতা ছড়ালেন সায়ন্তনী, ভারতীয় পোশাকে ক্লিভেজ আনল আধুনিকতার ছোঁয়া

সুজনের বাইকে ছিলেন আরও দু'জন আরোহী। সুজনের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে আলমের বাইকে ধাক্কা দিতেই রাস্তার পাশে আছড়ে পড়েন সকলেই। ঘটনাস্থলে সুজন সহ আরও দু'জনের মৃত্যু হয়। গুরুতর চোট পেয়েছেন আলম। আপাতত বাংলাদেশের কাকরাইলে রাখা হয়েছে তাঁকে। তবে একাংশ নেটিজেন এবং বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি ঘটনাটি আসলে ভুয়ো। 

আরও পড়ুনঃশিফন শাড়িতে মধুমিতার ভরা যৌবন, নায়িকার চাউনিতে ক্রাস খেল অসংখ্য পুরুষ

Bangladesi internet star Hero Alom gets injured in a road accident, netizens claim it to be false ADB

আরও পড়ুনঃরেড কার্পেট লুকে ঋতাভরী, হলিউডকে হার মানালেন নিমেষে

হিরো আলম নিজে এখনও এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি। তাঁর ভক্তরা ইতিমধ্যেই ব্যকুল হয়ে উঠেছে খবরাখবরের জন্য। বর্তমানে তিনি 'সাহসী হিরো আলম' ছবির শ্যুটিং করছেন। করোনা প্রকোপের পর বাংলাদেশের সিনেমা হলেই মুক্তি পাবে ছবিটি বলে জানা যায়।  

Follow Us:
Download App:
 • android
 • ios