দার্জিলিং ম্যালে কার জন্য অপেক্ষায় রাজ, ভিডিও শেয়ার করে অভিশাপ দিলেন অঙ্কুশ

  • দার্জিলিং-এ চুরান্ত ঠাণ্ডার মাঝে অঙ্কুশ
  • লেপের তলা থেকে ভিডিও শেয়ার অভিনেতার
  • মুহূর্তে ভিডিও ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়
  • পাল্টা জবাব দিলেন রাজ চক্রবর্তী

দক্ষিণে এখন বসন্ত এলেও উত্তরে শীতের দাপট এখনও কমেনি। মাঝে মধ্যেই তুষারপাতের দেখা মিলছে যত্রতত্র। ঠাণ্ডার এই দাপটের মাঝেই দার্জিলিং-এ হাজির অভিনেতা অঙ্কুশ। সেখানে এখন ঠাণ্ডা ঠিক কতটা তা আঁচ করা যায় অভিনেতার শেয়ার করা একটি ভিডিও দেখেই। শ্যুটিং সূত্রে সেখানে হাজির হয়েছেন তিনি। লেপের তলা থেকেই অভিশাপ দিলেন কাছের মানুষদের। 

আরও পড়ুুন-পরণে গ্লিটারস লং ড্রেস, উত্তাল নাচে ভাইরাল অপরাজিতা

Latest Videos

আরও পড়ুন-মিথিলার বিয়ের মাস দুয়েক পেরোতেই গাটছড়া বাঁধতে চলেছেন প্রাক্তন স্বামী তাহসান

অভিশাপের কারণ খোলসা করলেন অঙ্কুশ নিজেই। যাঁরা যাঁরা তাঁকে বুঝিয়ে ছিলেন যে দার্জিলিং-এ ঠাণ্ডা নেই, সেই পরিবারের সদস্য বন্ধুবান্ধবদেরকেই অভিশাপ করলেন অঙ্কুশ। মঙ্গলবার সন্ধের সময় সেখানে উপস্থিত হন তিনি। দেখা মেলেনি পুরো টিমের। তাঁর বিপরীতে অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে কারুর সঙ্গেই দেখা করেননি তিনি। কারণ লেপ থেকে বেড়নো সম্ভবপর হচ্ছে না অঙ্কুশের। 

আরও পড়ুন-কাজের ফাঁকে সোলো ট্রিপ, পাখির মতোন আকাশে উড়ান মধুমিতার

 

সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দেওয়া মাত্রই তা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এরই মাঝে ইন্টাগ্রামে টুইট করেন পরিচালক রাজ চক্রবর্তী। সেখানেই তিনি লেখেন, একটা ছাতা নিয়ে ম্যালে চলে এস, আমি এখানে অপেক্ষা করে রয়েছি। এখন এখানকার তাপমাত্রা ২ ডিগ্রি। লেপের তলায় কাঁপতে থাকা অঙ্কুশের এই মজার ভিডিও দেখে দার্জিলিং-এর আবহাওয়ার আভাস পেল ভক্তরা। 

Share this article
click me!

Latest Videos

'Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু | Suvendu Adhikari
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |