কোমর দুলিয়ে উদ্দাম নাচ, নিতম্বের ঠুমকায় কাঁপছে টলিপাড়া, অপুর কীর্তিতে হতবাক নেটিজেনরা

Published : Sep 27, 2021, 02:40 PM ISTUpdated : Sep 27, 2021, 02:46 PM IST
কোমর দুলিয়ে উদ্দাম নাচ, নিতম্বের ঠুমকায় কাঁপছে টলিপাড়া, অপুর কীর্তিতে হতবাক নেটিজেনরা

সংক্ষিপ্ত

শুটিংয়ের ফাঁকে নিজের ইনস্টাগ্রামে রিল ভিডিও শেয়ার করেছেন নায়িকা। একের অন্য লুকে ধরা দিয়েছেন অপু। সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বজায় রেখেই এবার উদ্দাম নাচলেন অভিনেত্রী। শাচ আপ অ্যান্ড বেন্ড ওভার-এর তালে নেচে ভাইরাল হলেন অভিনেত্রী।  ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে।

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ সুস্মিতা দে (Susmita Dey)। বর্তমানে যিনি সকলের প্রিয় অপু। টলিপাড়ার নতুন মুখ অপরাজিতা অপু-র একের পর এক কীর্তিতে সকলেই থ। সিরিয়ালে যেমন হিটলিস্টে রয়েছেন অপু তেমনই সোশ্যাল মিডিয়াতেও ততটাই জনপ্রিয় অপু। একের পর এক রিল ভিডিওতে মন কাড়ছেন দর্শকদের।

 

 

আরও পড়ুন-গোপনেই কি বাগদান সারছেন রণবীর-আলিয়া, যোধপুর যেতেই জল্পনা বাড়ছে বলিপাড়ায়

আরও পড়ুন-লাখ টাকার জিনিস হাতে পেয়েই 'শো-অফ' করতে ছাড়লেন না মিমি, জানুন কী সেই মহামূল্যবান জিনিস

 

সম্প্রতি শুটিংয়ের ফাঁকে নিজের ইনস্টাগ্রামে রিল ভিডিও শেয়ার করেছেন নায়িকা। একের অন্য লুকে ধরা দিয়েছেন অপু। সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বজায় রেখেই এবার উদ্দাম নাচলেন অভিনেত্রী। শাচ আপ অ্যান্ড বেন্ড ওভার-এর তালে নেচে ভাইরাল হলেন অভিনেত্রী।  ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে।

 

 

পরনে গোলাপি রঙের শিফন শাড়ি, উন্মুক্ত কোমরে বাধা বেল্ট, খোলাচুলে উদ্দাম নাচে মত্ত অপু। নিতম্বের দুলিয়ে হট  ট্রেন্ডিং ইংরাজি গানে নেচে সকলের মন জিতে নিয়েছেন অপু। অপুর হট ডান্স মুভসে কাঁপছে গোটা টলিপাড়া। লাইকও কমেন্টের সংখ্যাও আঁকাশছোয়া। বর্তমানে এই গানটির তালে তালে টলিপাড়ার হট ডিভারা সকলেই নাচছেন। অভিনয় ছাড়াও নাচ করতে ভীষণ ভালবাসেন অপু। যখনই সময় পান শুটিংয়ের ফাঁকেই গোটা টিমের সঙ্গে নিয়মিত রিল ভিডিও করেন অপু। টিআরপি-র তালিকাতেই মিঠাই-এর পরেই অর্থাৎ দুই নম্বরে নিজেদের জায়গা ধরে রেখেছে অপরাজিতা অপু।

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার