প্রেমদিবসে সংসার কি ভাঙতে চলেছে দীপু-অপুর, ডিভোর্স ঘিরে জল্পনা

বিয়েটাই ভেঙে দেওয়া শ্রেয়, সাফ জানালো দীপু। কিন্তু সবটা শুনে নিজেকে সামলাতে পারবে তো অপু! কোন পথে এবার অপুর সংসার, ভাগ্যের ফেরে হাসি মুখে এখন কেবল কান্নায় পরিণত হয়েছে। 

জি বাংলা (Zee Bangla) সিরিয়াল অরাজিতা অপু (Aparajita Apu), এক কথায় বলতে গেলে এখন টানটান উত্তেজনা। সংসার না অফিস, কোন দিকে যাবে অপু, পরিস্থিতি সামলাতে এবার ভয়ানক প্রস্তাব দিয়ে বসল দীপু। কোনও কিছু সঙ্গেই আর আপন নয়। বরং বিয়েটাই ভেঙে দেওয়া শ্রেয়, সাফ জানালো দীপু। কিন্তু সবটা শুনে নিজেকে সামলাতে পারবে তো অপু! কোন পথে এবার অপুর সংসার, ভাগ্যের ফেরে হাসি মুখে এখন কেবল কান্নায় পরিণত হয়েছে। 

গল্পে হাজির নতুন মোড়। নতুন সদস্য। টিআরপি-র (TRP List) তালিকাতে নিজের জায়গা পাকা করতে একের পর এক চমক, বর্তমান অপু ও দীপুর মাঝে বর্তমান তৃতীয় ব্যক্তি, প্রেমদিবসের চমকে লুকে মৃত্যুভয়, কী ঘটতে চলেছে ধারাবাহিকে! জানতে এবার চোখ রাখতে হবে একটু অন্যসময়। এবার আর সাড়ে আটটা নয়। এই ধারাবাহিক দেখতে গেলে সোমবার থেকে নজর রাখতে হবে টিভির পর্দায় ঠিক সন্ধ্যে ছটায়। 

Latest Videos

কয়েকদিন আগেই কেটেছে দ্বৈপায়ন ঝড়, যাকে  বুঝিয়েও রাখা গেল না ধরে। কোথাও গিয়ে যেন যে দৃঢ়় প্রতীজ্ঞায়, সাজা খাটতে নারাজ। এমন পরিস্থিতিতে কী হতে পারে, সবটাই অনুমান করার চেষ্টা করেছিল অপু। কিন্তু দ্বৈপায়ন এত সহজে সবাইকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। মুহূর্তের মধ্যে সে স্থির করে ফেলে নতুন পরিকল্পনা। আর তা দিয়েই এবার নতুন  করে শুরু হয়ে যায় কাজ। কে এই নতুন মহিলা, কী করতে চলেছে দ্বৈপায়ন!

আরও পড়ুন- লাভ রঞ্জনের ফ্রেমে ডুবে শ্রদ্ধা-রণবীর, আগামী ছবির সেটে ফিরে বেজায় খুশি সেলেব জুটি

আরও পড়ুন- অস্ত্রোপচার সফল, কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা

আরও পড়ুন- 'কাঁচা বাদাম' জ্বরে কাবু গোটা বিশ্ব, এই ট্রেন্ডে গা ভাসাল সৃজিত-মিথিলার মেয়ে আইরা

ঠিক ভুলের বিচারে নিজেকে সঠিক প্রমাণ করতে পারলেও পরিবারের কাছে কি তাঁর মুখ থাকবে! স্বামীর ভুল মেনে নিতে নারাজ সুপর্দা। বাড়ির সেজ বইয়ের কপালে এত শোক, প্রথমটায় মিলছিল না স্বামী সোহাগ, পরবর্তীতে স্বামীর পরকীয়ার কথা জানতে পারা, যাওবা লোক দেখানো হলেও বরের থেকে ভালোবাসা জুটল সুপর্ণার কিন্তু তাতেও বাধা হয়ে দাঁড়ালো অপু। ভাসুরের সব কেচ্ছা ফাঁস করে তাকে জেলে ভরল অপু, পলকে উধাও পরিবারের সুখ শান্তি, বিডিও হওয়ার পর থেকেও নানান ঝড়ের সম্মুখীন হতে হচ্ছে অপুকে। তবে বাইরের ঝড় সামলানো অপুর কাছে বাঁ হাতের খেল, তবে পরিবারের ঝড় সামলানোটাকি এতটাও সহজ! বোধ হয় নয়। আর তা এবাার হারে হারে বুঝতে পারছে অপু, সঠিক ন্যায় বিচার সব সময় সহজ হয় না। তা বুঝতে বাকি থাকল না তার।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury