করোনার পরিস্থিতিতে কঠিন অবস্থার সন্মুখীন গোটা বিশ্ব। এমনই অবস্থাতে বিনোদন জগতেও যে কোপ পড়েছে তা এক কথায় ব্যপক প্রভাব ফেলেছে ব্যবসায়। নেই শ্যুটিং। বন্ধ প্রেক্ষাগৃহের দরজা। তৈরি হয়ে পড়েছিল বেশ কিছু যা বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে। যার ফলে বিস্তর ক্ষতির মুখ দেখছে ছবির দজগত। এমনই পরিস্থিতিতে ধীরে ধীরে স্বাভাবিকের পথে হাঁটছে দেশ। করোনা আক্রান্তের সংখ্যা লক্ষের কাছে পৌঁচ্ছলেও, একে একে দরজা খুলেছে অনেক কিছুরই। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছু দেশও খুলে দিয়েছে প্রেক্ষাগৃহ। এবার ভারতেও এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে অনুরোধ করলেন দেব।
দেবের পোস্ট দেখা মাত্রই নেট দুনিয়াতে একের পর এক তারকা পোস্ট করতে থাকেন। প্রেক্ষাগৃহ খোলার আর্জি জানিয়ে সকলকে একযোগ হওয়ার অনুরোধ জানিয়েছেন অঙ্কুশ।
প্রেক্ষাগৃহ খোলা হোক- সব থেকে বেশি বিনোদন জগতের ট্যাক্স আসে প্রেক্ষাগৃহ থেকেই। তাই দেশের আর্থিক পরিস্থিতির কথা ভেবে তা খুলে দেওয়া হোক আর্জি নুসরতের।
প্রেক্ষাগৃহ খোলা হোক- সকলের সুরে সুর মিলিয়ে একই আর্জি জানালেন মিমি চক্রবর্তী।
প্রেক্ষাগৃহ খোলা হোক- আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা পরিমব্রত চট্টোপাধ্য়ায়ও।
৭ সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে আনলক ৪। তাতেই এবার বিনোদন জগতকে দেওয়া হোক ছাড়। এমনই আর্জিতে সামিল হয়েছে সৃজিত মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় প্রমুখেরাও। কেন্দ্রের কাছে আর্জি জমা পড়লেও, এথনও পর্যন্ত কোনও উত্তরই মেলেনি এই বিষয়।