লো নেক টপে গোলাপ হাতে কার অপেক্ষায় দর্শনা, ক্লিভেজের ভাঁজে চোখ আটকে নেটিজেনদের

  • উন্মুক্ত ক্লিভেজের টপে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কেড়েছেন দর্শনা
  •  লাস্যময়ীর আবেদনে হার মানবে বলিউডও
  •  গোলাপি-সাদা চেক টপে দর্শনার ভরা যৌবন যেন ঠিকরে বেরোচ্ছে
  • ছবি প্রকাশ্যেই আসতেই নেটদুনিয়ায় আগুন জ্বলে উঠেছে

মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে টলিউড কাঁপাচ্ছেন দর্শনা বণিক। ইতিমধ্যেই ভক্তের সংখ্যা আকাশছোঁয়া।কলকাতার মডেলিং জগতে সম্ভাবনাময় মডেলদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন দর্শনা বণিক। দর্শনার মিষ্টি হাসি, চোখের চাউনিতে হাজার পুরুষ কাত।  সেমি ন্যুড থেকে স্ট্রিট ফোটোগ্রাফি সবতেই উষ্ণতার পারদ চড়াচ্ছেন টলিপাড়ার এই নায়িকা। 

আরও পড়ুন-রিল-রিয়েলের গ্যারাকলে ফাঁসলেন সাংসদ অভিনেতা দেব, কী উপায় বাতলালেন রুক্মিনী...

Latest Videos

আরও পড়ুন-লিপলকের দৃশ্যে ঘনিষ্ঠ হয়েও অশ্লীল মন্তব্য ঐশ্বর্যকে, কেন নিজেকে দোষী মনে হয়েছিল হৃত্বিকের...


সম্প্রতি উন্মুক্ত ক্লিভেজের টপে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কেড়েছেন দর্শনা । ছবি প্রকাশ্যেই আসতেই নেটদুনিয়ায় আগুন জ্বলে উঠেছে। লাস্যময়ীর আবেদনে হার মানবে বলিউডও। হালকা গোলাপি-সাদা চেক টপে দর্শনার ভরা যৌবন যেন ঠিকরে বেরোচ্ছে। দেখে নিন ছবিটি,

 

 

টলি অভিনেত্রী দর্শনা বণিক বরাবরই নিজের মতোন করে স্টাইলকে বেছে নিয়েছেন। নিজের গতে বাঁধা ছক থেকে বেরিয়ে তিনি যেন মোহময়ী। গোলাপী রঙের বিকিনি টপের সঙ্গে ডেনিম জিন্স প্যান্ট এবং হাতে গোলাপ নিয়ে কিসের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী। তার উপর উন্মুক্ত ক্লিভেজের হটকা-তেই চোখ আটকে গেছে নেটিজেনদের। নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করতেই মুহূর্তেই তা  ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মিষ্টি নায়িকা বোল্ডনেসেই সকলেই যেন বোল্ড আউট। 

Share this article
click me!

Latest Videos

'আপনার লজ্জা লাগেনা মমতা! ভোটার লিস্টে নাম, জঙ্গিরা দিচ্ছে ভোট' জোর ঠুকলেন Suvendu Adhikari | BJP
'Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
সামান্য ডিম 'চুরি' সন্দেহে এত বড় কাণ্ড ঘটবে কেউ বুঝতে পারেনি! | Shantipur News Today | Bangla News
'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?