খুল্লামখুল্লা লিভ-ইন এখন অতীত, তৃতীয় ব্যক্তির কারণেই কি ভেঙে গেল গৌরব-জেসমিনের মাখোমাখো প্রেম

টলিপাড়ায় ফের বিচ্ছেদ। যদি ও সম্পর্ক ভাঙা কিংবা গড়া হামেশাই ঘটছে টলিপাড়ায় । কিন্তু কিছু কিছু সম্পর্ক যেন ছাপ রেখে যায় সকলের হৃদয়ে। তেমনই ছিল গৌরব ও জেসমিনের প্রেম । তবে প্রেম শুধু নয়, লিভ-ইন নিয়েও বেশ খুল্লামখুল্লা ছিলেন এই টলি কাপলরা। টলিপাড়ার জনপ্রিয় জুটি গৌরব-জেসমিনের সম্পর্কে ভাঙন ধরল। দীর্ঘদিনের লিভ-ইনে এবার ইতি টানলেন টলিপাড়ার চর্চিত জুটি গৌরব ও জেসমিন।

টলিপাড়ায় ফের বিচ্ছেদ। যদি ও সম্পর্ক ভাঙা কিংবা গড়া হামেশাই ঘটছে টলিপাড়ায় । কিন্তু কিছু কিছু সম্পর্ক যেন ছাপ রেখে যায় সকলের হৃদয়ে। তেমনই ছিল গৌরব ও জেসমিনের প্রেম । তবে প্রেম শুধু নয়, লিভ-ইন নিয়েও বেশ খুল্লামখুল্লা ছিলেন এই টলি কাপলরা। টলিপাড়ার জনপ্রিয় জুটি গৌরব-জেসমিনের সম্পর্কে ভাঙন ধরল। দীর্ঘদিনের লিভ-ইনে এবার ইতি টানলেন টলিপাড়ার চর্চিত জুটি গৌরব ও জেসমিন। প্রেম ভাঙল গৌরব ও জেসমিনের, টলিপাড়ার অন্দরে এখন একটাই কিসসা সরগরম করছে। সম্পর্কের শুরুটা হয়েছিল শ্রী কৃষ্ণ আর রাধার জুটিতে অভিনয়ের সূত্র ধরে। তারপর থেকে  কখওনই নিজেদের সম্পর্ককে গোপন করেননি দুজনের কেউই । সব জায়গাতেই একসঙ্গে দেখা যেত এই কপোত-কপোতিকে।   ইন্টারভিউ হোক বা সোশ্যাল মিডিয়া সর্বত্রই একসঙ্গে ধরা দিতেন তারা। 

বেশ কয়েক মাস ধরেই যেন তাদের আর একসঙ্গে আর দেখা যাচ্ছিল না। তারপর থেকেই সন্দেহ আরও বাড়তে থাকে। সন্দেহ আদৌ কতটা সত্যি তা জানতেই যোগাযোগ করা হয় গৌরব ও জেসমিনের সঙ্গে। এবং দুজনের তাদের সম্পর্ক ভাঙার খবরে শিলমোহর দেন। অভিনেত্রী জেসমিন জানান, হ্যাঁ সম্পর্ক আর নেই গৌরবের সঙ্গে, তবে বন্ধুত্বটা এখনও অটুট। আসলে সম্পর্কটা আর হচ্ছিল না তাই আমরা মিউচ্যুয়াল ভাবেই বিষয়টা থেকে  সরে এসেছি। তবে একে অপরের বিরুদ্ধে কোনও খারাপ মনোভাব নিয়ে কখনওই এটা করিনি । অন্যদিকে গৌরব জানিয়েছেন, ব্রেক আপের ঘটনাটা একদম সত্যিই। এখন কাজ নিয়ে ব্যস্ত রয়েছি, এবং ভাল আছি, তবে এটা নিয়ে খুব বেশি কিছু বলতে এখনও রাজি নই। 

Latest Videos

 

 

 বেশ কিছুদিন ধরেই কানাঘুষোতে শোনা যাচ্ছিল, গৌরব ও জেসমিনের সম্পর্ক ভেঙেছে। একসঙ্গে তার আর থাকেন না। এমনকী সোশ্যাল মিডিয়া থেকেও তাদের প্রেম মাখানো ছবি আচমকাই উধাও।  তবে ব্রেক আপের গুঞ্জনে দুজনেই শিলমোহর দিয়েছেন। কিন্তু কী কারণে লিভ-ইন ছেড়ে সোজা বিচ্ছেদের পথে হাঁটলেন, তার কারণ স্পষ্ট করে জানাননি কেউই। তবে টলিপাড়া সূত্রে গৌরব ও জেসমিনকে নিয়ে নান গুঞ্জন শোনা যাচ্ছে। সূত্রের খবর, তৃতীয় ব্যক্তির কারণেই নাকি প্রেম ভেঙেছে জেসমিনের, তিনি আবার টলি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। শোনা যাচ্ছে, আমার সোনা চাঁদের কণা ধারাবাহিকের কো স্টার রবি শ-র সঙ্গে নাকি জমিয়ে প্রেম করছেন জেসমিন। যদিও এই নিয়ে মুখ খুলতে নারাজ অভিনেত্রী। প্রেম করছি তাতে আবার ভয় কি, আবার অনেকে প্রেম করেন ডুবে ডুবে। আসলে প্রেমের সংজ্ঞাটা একেকজনের কাছে একেকরকম। অনেকেরই মতে, প্রেমে এত রাখঢাকের কিছুই নেই। কিন্তু কেউ আবার ছাদনাতলায় গিয়ে বোমা ফাটান, তবে যে যাই করুক না কেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী জেসমিন রায় কোনওদিনই নিজের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ-তে অভিনয় করা গৌরবের সঙ্গেই চুটিয়ে প্রেম করেছিলেন বাঙালি নায়িকা জেসমিন। তবে আচমকাই কেন এই ছন্দপতন তা নিয়ে জোর জল্পনা চলছে। তবে গৌরব সোশ্যালে এখনও জ্বলজ্বল করছে জেসমিনের সঙ্গে অন্তরঙ্গতার ঘনিষ্ঠ মুহূর্ত কিন্তু জেসমিন ইতিমধ্যেই সবকিছু মুছে দিয়েছেন। তবে কি নতুন প্রেমের জন্যই পুরোনোকে বিদায় জানালেন টলি নায়িকা, উঠছে একাধিক প্রশ্ন।
 

আরও পড়ুন- সেক্সি বডিকন স্যুটে স্পষ্ট বিভাজিকার খাঁজ, উরফির কিলার লুকে নেটপাড়ায় ঝড়

আরও পড়ুন-পিছনে কাটা থেকে সামনে খোলা, নিতম্ব-বক্ষের শরীরী মোচড়ে কিমের জায়গা নিতে চাইছেন জাহ্নবী

আরও পড়ুন-হাঁটুর বয়সী আলিয়ার সঙ্গে চরম রোম্যান্স রণবীরের, বলিউডের হবু বর-কনের বয়সের পার্থক্য কত জানেন?

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী