লো-নেকে বেরিয়ে বক্ষ-বিভাজিকা, স্তনের একাংশ উন্মুক্ত করেই ঘাগরা চোলিতে 'সেক্সবম্ব' মধুমিতা

  • এবার লাল টুকটুকে কনের সাজে ধরা দিলেন মধুমিতা
  •  লাল লেহেঙ্গায় টলিউডের চিনি যেন পাক্কা বাঙালি 
  • সম্প্রতি মুক্তি পেয়েছে ট্যাংরা ব্লুজ
  • পরমব্রতর বিপরীতে ফাটিয়ে অভিনয় করেছেন মধুমিতা
     

ওয়েস্টার্ন ফ্যাশন ছেড়ে এবার লাল টুকটুকে কনের সাজে ধরা দিলেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে লাল টুকটুকে কনেকে দেখতে সকলেই মরিয়া। লাল রঙের লো-নেক লেহেঙ্গায় বেরিয়ে বক্ষ-বিভাজিকা। স্তনযুগল উন্মুক্ত করে হট পোজ মধুর। নাকে বড় নথ, কপালে ছোট্ট লাল টিপ, টাইট করে বাধা পনি টেল এবং হাতে চওড়া ব্যাঙ্গেলস যেন তার সৌন্দর্যকে দ্বিগুন বাড়িয়েছে। লাল লেহেঙ্গায় টলিউডের চিনি যেন পাক্কা বাঙালি বধূ।

 

Latest Videos

 

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে থ্রো ব্যাক ছবি পোস্ট করেই নেটদুনিয়ায় আগুন জ্বালিয়েছেন মধুমিতা। পশ্চিমি পোশাক ছেড়ে লাল লেহেঙ্গায় মজেছেন নায়িকা। গরমের দুপুরে একরাশ লাবণ্য ভরা মুগ্ধতা ছড়িয়ে দিয়েছেন মধু। আভিজ্যাতে ভরা লাস্যময়ীকে দেখে কমেন্টে ভালবাসা ছড়িয়ে দিয়েছেন ভক্তরা। সম্প্রতি অরিজিৎ সিং-এর জন্মদিনেও লাস্যময়ী লুকে ভিডিও পোস্ট করে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন মধুমিতা।

 

 

দেশি গার্লের এহেন অবতারে ঘুম উড়েছে ভক্তদের।  লাল রঙের প্রতি তার ভালবাসা মুহূর্তের মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কখনও খোলা পিঠ তো কখনও ওপেন ক্লিভেজে আবার কখনও বা হট অ্যান্ড সেক্সি পোজে সবেতেই যেন তিনি লাস্যময়ী। ছবি ভাইরাল হতেই নেটপাড়ায় ভিড় যেন উপচে পড়ছে। লাস্যময়ীকে দেখে নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। সম্প্রতি মুক্তি পেয়েছে ট্যাংরা ব্লুজ। পরমব্রতর বিপরীতে ফাটিয়ে অভিনয় করেছেন মধুমিতা।
 

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM