সাহিত্য মহলে হানা করোনার দ্বিতীয় ঢেউয়ের, আক্রান্ত বুদ্ধদেব গুহ

  • সাহিত্য মহলে এবার করোনার হানা
  • আক্রন্ত হলেন প্রবীণ সাহিত্যিক বুদ্ধদেব 
  • ভর্তি করা হয় হাসপাতালে 
  • কেমন আছেন বুদ্ধদেব, বাড়ছে উদ্বেগ 

Jayita Chandra | Published : Apr 25, 2021 3:51 AM IST

দেশ জুড়ে ভয়াবহ ছবি, ক্রমেই ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে সর্বত্র। মানুষের সচেতনতা ফেরাতে মরিয়া প্রশাসন। কিন্তু করোনাকে বাগে আনা, এই মুহূর্তে যেন এক কথায় প্রাথমিক লক্ষ্য, তা অনেকেই বুঝে উঠতে পারছে না। নেই হাসপাতালে বেড, নেই অক্সিজেন, এমন পরিস্থিতিতে বাড়িতেই হাজার হাজার করোনা রোগী মৃত্যুর সঙ্গে পাল্লা লড়ছে। বাংলার ছবিটাও একই রকম। দৈনিক সংক্রমণের সংখ্যা পেড়িয়েছে ১২ হাজার। 

আরও পড়ুন- মা নেই কাছে, রাজকে পেয়ে বেজায় খুশি ইউভান, দুধের শিশুর জন্য মন খারাপ Covid পজিটিভ শুভশ্রীর

এমন পরিস্থিতিতে শিল্প মহলও পাচ্ছে না রেহাই। একের পর এক শিল্পী থেকে সাহিত্যিক করোনায় আক্রান্ত হয়ে পড়ছেন। এবার আক্রান্ত হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। বৃহস্পতিবারই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তখন এক হোটেলে তিনি কোয়ারেন্টাইন হয়েছিলেন। তবে সেখান থেকেই তাঁকে এক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। 

আক্রান্ত হয়েছেন তাঁর মেয়ে ও গাড়ির গ্রাইভারও। তবে যথেষ্ট সতর্ক ছিলেন বুদ্ধদেব গুহ। তবুও মিলল না রেহাই। প্রবীণ সাহিত্যিকের বয় ৮৬, তবে করোনার সঙ্গে পাল্লা দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে বিপদ কেটেছে। তাঁর দ্রুত আরোহগ্য কামনা করছে ভক্তমহল। 

Share this article
click me!