লাইট-ক্যামেরা-অ্যাকশন এখন অতীত, সৈকতে কার সঙ্গে সময় কাটাচ্ছেন মিশমি

লাইট-ক্যামেরা অ্যাকশন থেকে অনেকটা দূরে রয়েছেন চলি অভিনেত্রী মিশমি দাস (Mishmee Das) । টলিপাড়ার অন্দরে এই নিয়ে কানাঘুষো চলেই আসছে। তবে সত্যিই কি অভিনয় ছেড়ে দিচ্ছেন মিশমি দাস।  জোর জল্পনা শুরু হয়েছে টলিপাড়ার অন্দরে। আচমকাই শুটিং থেকে বিরতি নিয়েছেন মিশমি। এবার গোয়ার সমুদ্রপাড়ের থেকে ছবি শেয়ার করলেন এই পথ যদি না শেষ হয়-এর খলনায়িকা মিশমি। যদি কলকাতা ছাড়ার আগেই তিনি জানিয়েছিলেন, প্রেমিকের সঙ্গেই কলকাতা ছাড়ছেন, তবে গোয়ায় যে যাবেন তা না বললেও সমুদ্রের পাড়েই যে থাকবেন তা জানিয়েছিলেন। এবার গোয়াতে নিজের মতো করে সময় কাটাতে দেখা গেল মিশমিকে (Mishmee Das) । তবে অভিনেত্রীর সঙ্গী কে, কার সঙ্গে সময় কাটাচ্ছেন তাও শেয়ার করলেন ভক্তদের সঙ্গে।

মিশমি (Mishmee Das)  ঠিক কতটা সাহসী তা আর বলার অপেক্ষা রাখে না।  টেলিভিশনের দর্শকদের কাছেও খুব জনপ্রিয় মিশমি দাস। ইতিমধ্যেই বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করে তিনি দর্শকদের মন জিতে নিয়েছেন।  অভিনেত্রীর ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদাই মুখিয়ে রয়েছেন ভক্তরা।  কিছুদিন আগেই নিজের জীবনের মনের মানুষকে প্রকাশ্যে এনেছিলেন নায়িকা (Mishmee Das) । এবার আর প্রেমিক নয়, বরং অভিনেত্রীর অভিনয় ছাড়ার কারণ জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।


লাইট-ক্যামেরা অ্যাকশন থেকে অনেকটা দূরে রয়েছেন চলি অভিনেত্রী মিশমি দাস (Mishmee Das) । টলিপাড়ার অন্দরে এই নিয়ে কানাঘুষো চলেই আসছে। তবে সত্যিই কি অভিনয় ছেড়ে দিচ্ছেন মিশমি দাস।  জোর জল্পনা শুরু হয়েছে টলিপাড়ার অন্দরে। আচমকাই শুটিং থেকে বিরতি নিয়েছেন মিশমি। এবার গোয়ার সমুদ্রপাড়ের থেকে ছবি শেয়ার করলেন এই পথ যদি না শেষ হয়-এর খলনায়িকা মিশমি। যদি কলকাতা ছাড়ার আগেই তিনি জানিয়েছিলেন, প্রেমিকের সঙ্গেই কলকাতা ছাড়ছেন, তবে গোয়ায় যে যাবেন তা না বললেও সমুদ্রের পাড়েই যে থাকবেন তা জানিয়েছিলেন। এবার গোয়াতে নিজের মতো করে সময় কাটাতে দেখা গেল মিশমিকে (Mishmee Das) । তবে অভিনেত্রীর সঙ্গী কে, কার সঙ্গে সময় কাটাচ্ছেন তাও শেয়ার করলেন ভক্তদের সঙ্গে।

Latest Videos

প্রথমসারির সংবাদমাধ্যমে  মিশমি দাস (Mishmee Das) জানিয়েছিলেন অভিনয় ছাড়ছি না। তবে সাময়িক বিরতি নিচ্ছি। অভিনয় ছেড়ে দিলে কী কাজ করব সেই কথা বলেছেন মিশমি ওরফে রিনি। মিশমি  আরও জানিয়েছিলেন, দুটো কাজ একসঙ্গে করতে করতে তিনি ক্লান্ত।  বাড়ি ফিরে শরীর এতটাই ক্লান্ত থাকত যে মনে হতো শরীরে কিছু নেই। এতটা পরিশ্রম নিতে পারছিলাম না। শরীরে ও মনে চাপ যেমন বাড়ছিল তেমনই ছাপ পড়ে গিয়েছে চোখে ও মুখে। তাই সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত। মিশমি বলেছিলেন, ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নেওয়ার জন্য এনওসি দিয়েছি। চরিত্রগুলি অন্য কাউকে দিয়ে করাতে পারেন আবার স্থগিতও রাখতে পারেন পরিচালক। তবে আপাতত সপরিবারে বাইরে চলে যাচ্ছি। অভিনেত্রী বলেন, নিজেকে সময় দিতে, এবং নিজের মতো করে সময় কাটাতেই এই সিদ্ধান্ত নিয়েছি। বাইরে গিয়ে  যোগাতে মন দেব। এবং  ভাল বই পড়ে , গান শুনে সময় কাটাব, যাতে নিজেকে নতুন করে তৈরি করা যায়। তারপরে মন শান্ত হলে নিজের শহরে ফিরব। 

আরও পড়ুন-প্রেগন্যান্সি গুঞ্জনের পরই প্রথমবার প্রকাশ্যে ফারহান-শিবানী, মিষ্টিমুখ করালেন তারকা জুটি

আরও পড়ুন-রেড হট লুকে গর্জিয়াস ঐশ্বর্য, আম্বানির ছেলের বিয়ের টুইনিং পোশাকে নজর কাড়ল আরাধ্যা

আরও পড়ুন-অনাবৃত উরুতে শিহরণ, বক্ষ-বিভাজিকার গভীর খাঁজে যৌন আবেদন ঝুমা বউদির

 

এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের খলনায়িকাকে  রিনি চরিত্রটি অনেক বেশি জনপ্রিয়তা দিয়েছে মিশমিকে। আপতত এই চরিত্রে এখন আর দেখা যাবে না রিনিকে (Mishmee Das)। তবে অভিনয় কেরিয়ার ছেড়ে বেরোচ্ছেন না বলে সাফ জানিয়েছেন মিশমি দাস। মিশমির প্রেমিক বিশাল ভনকে নিয়ে প্রশ্ন উঠতেই অভিনেত্রী জানিয়েছিলেন, ও তো সঙ্গে যাচ্ছেই। সকলে মিলেই একসঙ্গে সময় কাটাতে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। তবে বিয়ের প্রসঙ্গ উঠতেই মিশমি সটান জবাবে বলেছিলেন, বিয়ে তো কোনও খারাপ কাজ নয়, তবে লুকিয়ে কেন করতে যাবে, তবে এখনই বিয়ে করছি না। মিশমির মতে, কাজ করতে করতে নিজের জন্য সময়টা রাখার কথাই ভুলে গেছিলাম। এবার নিজের জন্য একটু সময় কাটাতে চাই নিজের মতো করে। এবং একটু ফ্রেশ অক্সিজেন নিয়ে কোনও সিরিজ দিয়েই কামব্যাক করতে চান টলি অভিনেত্রী। পরিচালক প্রযোজক এবং পরিবার সকলেই আমার সিদ্ধান্তে অনেক সহযোগিতা করেছে। আর মা তো সবসময়েই সমর্থন করে বলে জানিয়েছেন মিশমি দাস।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia