সর্বনাশ, প্যান্ট ছাড়াই অনাবৃত উরুতে যৌন আবেদন ঋতাভরীর, বিকিনি পরেই মুখ গুজলেন বইয়ের পাতায়

Published : Dec 14, 2020, 09:41 AM IST
সর্বনাশ, প্যান্ট ছাড়াই অনাবৃত উরুতে যৌন আবেদন ঋতাভরীর, বিকিনি পরেই মুখ গুজলেন বইয়ের পাতায়

সংক্ষিপ্ত

  ঠান্ডার আমেজে  নিজেকে যেন আরও বেশি উষ্ণ করে তুলেছেন ঋতাভরী বিকিনি পরেই মজেছেন বইয়ের পাতায় প্যান্ট ছাড়াই অনাবৃত উরু বার করে হট পোজ দিয়েছেন অভিনেত্রী  উন্মুক্ত শরীরে বিকিনি পরেই রিল্যাক্স মুডে রয়েছেন  ঋতাভরী

শীতের সকালে ঘুম ভাঙতেই ইনস্টাগ্রাম ঘাটতে ঘাটতে চোখ আটকেছে আট থেকে অষ্টাদশীর। হঠাৎ কী হল বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। সাদা-কালো ক্যানভাসে যেন শরীরী উত্তাপ ছড়িয়ে পড়েছে। আর  উষ্ণ আবেদনে নিজেকে মাতিয়ে রেখেছেন অভিনেত্রী ঋতাভরী।

আরও পড়ুন-ক্যামেরা ঢাকতেই বদলে গেল পোশাক, 'Cutie Pie'-এর সঙ্গে একান্ত সময় কাটাতে সৈকতে প্রিয়াঙ্কা...

ঠান্ডার আমেজে  নিজেকে যেন আরও বেশি উষ্ণ করে তুলেছেন ঋতাভরী। বিকিনি পরেই মজেছেন বইয়ের পাতায়। সাদা কালো ছবিতেই নেটপাড়ায় ঝড় তুলেছেন বঙ্গতনয়া। গা গরম করা হট ফোটোশুটে নজর আটকেছে নেটিজেনদের। ছবি দেখে চোখ সড়াতে যেন কেউই পারছেন না। দেখে নিন ছবিটি,

 

 

 

ছবি দেখে নেটিজেনরা অনেকেই মনে করছেন প্যান্ট ছাড়াই অনাবৃত উরু বার করে হট পোজ দিয়েছেন অভিনেত্রী। উন্মুক্ত শরীরে বিকিনি পরেই রিল্যাক্স মুডে রয়েছেন অভিনেত্রী। একাধিক কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। শরীরী বিহঙ্গের ভাঁজেই কাত হয়েছে হাজারো পুরুষ। কখনও ছাপোষা বাঙালি তো কখনও গৃহবধু, আবার কখনও উষ্ণ আবেদনে নিজেকে মাতিয়ে রেখেছেন অভিনেত্রী। গা গরম করা হট ফোটোশুটে নজর আটকেছে নেটিজেনদের।
 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে