ভেজা শরীর, মাল্টিকালার বিকিনিতে লাস্যময়ী সোহিনী, বিচ্ছেদের যন্ত্রণা ভুলতেই কি জলে ডুব দিলেন নায়িকা

সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই নিজের সোশ্যাল মিডিয়ায় একাকি ছবি পোস্ট করছেন  সোহিনী সরকার। কখনও সমুদ্রের পাড়ে একা নির্জনে আবার কখন আনমনা হয়ে সুইমিংপুলে শরীর ডুবিয়ে পোজ দিয়েছেন সোহিনী। গরমের পারদ চড়তেই ভেজা শরীরে উষ্ণতার পারদ বাড়িয়ে দিলেন সোহিনী সরকার। মুহূর্তের মধ্যে যেন নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে, দেখে নিন ছবিটি।

টলিউডের প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেক-আপও প্রতিনিয়ত হয়েই চলেছে। টলিপাড়ার অন্দরে কান পাতলেই রণজয় বিষ্ণুর ও সোহিনী সরকারের ব্রেক আপ খবর নিয়ে জোর চর্চা শোনা যাচ্ছে। সময়টা যেন মোটেই ভাল যাচ্ছে না তা বারেবারে বুঝিয়ে দিচ্ছেন সোহিনী সরকার। সম্পর্কের সমীকরণটা যেন মুহূর্তে বদলে গেছে। ২০২১ এবং ২০২২ সালটার মধ্যে আকাশ-পাতাল তফাৎ সোহিনী সরকারের। অভিনেত্রীকে নিয়ে চর্চার শেষ নেই।  দীর্ঘদিন ধরেই টলি তারকা রণজয় বিষ্ণুর  সঙ্গে সম্পর্কে রয়েছেন সোহিনী সরকার। কিন্তু হঠাৎই পথ হল আলাদা। রণজয়ের সঙ্গে কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তারই উত্তর খুঁজছে টলিউড। যদিও এর কোনও কারণ এখনও পাওয়া যায়নি। 


সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই নিজের সোশ্যাল মিডিয়ায় একাকি ছবি পোস্ট করছেন  সোহিনী সরকার। কখনও সমুদ্রের পাড়ে একা নির্জনে আবার কখন আনমনা হয়ে সুইমিংপুলে শরীর ডুবিয়ে পোজ দিয়েছেন সোহিনী। গরমের পারদ চড়তেই ভেজা শরীরে উষ্ণতার পারদ বাড়িয়ে দিলেন সোহিনী সরকার। মুহূর্তের মধ্যে যেন নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে, দেখে নিন ছবিটি।

Latest Videos

 

 

সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেই রাতারাতি ঝড় তুলেছেন সোহিনী সরকার। মাল্টিকাল্টার বিকিনি, খোলা চুলে, ভেজা শরীরে যেন যৌবন উপচে পড়ছে। মুহূর্তের মধ্যে এই ছবি তাকে ফের শিরোনামে নিয়ে এসেছে। ভেজা শরীর লাস্যময়ীকে দেখতে উপচে পড়ছে ভিড়। লাইক ও কমেন্টের সংখ্যা আকাশছোঁয়া। ছবিও নেটদুনিয়ায় ভাইরাল। আনমনা সোহিনীকে দেখে নেটিজেনরা বলছেন বিচ্ছেদের যন্ত্রণা ভুলতেই কি পুলে গা ভিজিয়েছেন নায়িকা। যদি গরমে নিজেকে ঠান্ডা রাখতেই পুলে সময় কাটাচ্ছেন নায়িকা। ইতিমধ্যেই তার প্রেম নিয়ে চর্চার শেষ নেই। তবে প্রেম যে জীবনে নেই তা বারবারই বুঝিয়ে দিচ্ছেন সোহিনী সরকার। দিনকয়েক আগেই  নিজের সোশ্যাল মিডিয়াতেই  বিস্ফোরক পোস্ট করেছিলেন সোহিনী সরকার । দুটি পোস্টেই স্পষ্ট বিচ্ছেদের ইঙ্গিত। বারবার সকলকে জানিয়ে দিচ্ছেন, 'আমি একা এবং একাকীত্বের প্রতিটা মুহূর্তে দারুণ ভাবে এনজয় করছি।'তবে কি সত্যি সত্যিই রণবীর ও সোহিনীরও পথ আলাদা হল? উত্তর খুঁজছে অনুরাগীরা।  সদ্য কয়েকদিন আগেও প্রতীক ও অঙ্কিতার বিয়েতে সিকিমে উপস্থিত ছিলেন সোহিনী সরকার। সেকথা অঙ্কিতাও জানান। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না রণজয় । তারপরই জোর চর্চা শুরু হয়  টলিপাড়ায়। সোহিনী সরকার এখনও নিজের ব্রেক আপ নিয়ে মুখ খোলেননি ঠিকই কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রেম ভাঙা নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েই চলেছেন। তবে কি সত্যি সত্যিই রণবীর ও সোহিনীরও পথ আলাদা হল। পাগলের মতো উত্তর খুঁজে বেড়াচ্ছেন সোহিনী ভক্তরা।

আরও পড়ুন-ঝিনুক দিয়ে ঢাকা সুডৌল স্তন, ফিনফিনে ওড়নায় মোড়া নিতম্ব, অর্ধনগ্ন শরীরে আগুন জ্বালালেন উরফি

আরও পড়ুন-নোংরা কেচ্ছায় জড়িত জ্যাকলিন, ১৫ দিনের জন্য যেতে চান দেশের বাইরে, মিলবে কি অনুমতি?

Share this article
click me!

Latest Videos

রাতের অন্ধকারে পুলিশের চরম তাণ্ডব! রক্ষকই মহিলার সঙ্গে এইরকম করবে ভাবেনি কেউ | North 24 Parganas
জমি নিয়ে চরম বিবাদ! তারপর যা হলো দেখলে শিউরে উঠবেন, চাঞ্চল্য Canning-এর Basanti-তে, দেখুন
Dilip Ghosh : '৫০০ টাকা দিয়ে মানুষের জীবন কিনে নিয়েছেন নাকী?', স্যালাইন কাণ্ডে মমতাকে প্রশ্ন দিলীপের
'সেদিন নাটক করেছিল মুখ্যমন্ত্রী, একজনের শাস্তি চেয়েছিলেন!' বিস্ফোরক অধীর | Adhir Chowdhury | RG Kar
স্কুলে যাওয়ার জন্য ডাকতেই চোখের সামনে আসলো ভয়ানক দৃশ্য! শেষে নিজের মায়ের হাতেই এইরকম হলো | Canning