কালো ঠোঁটে আদুরে চুম্বন, 'Midnight Black'-এ চুঁইয়ে পড়ছে শ্রাবন্তীর 'হটনেস'

  • কালো ঠোঁটের আদুরে চুম্বনে দুরন্ত গতিতে ভাইরাল অভিনেত্রী শ্রাবন্তী
  • দিব্যি খোশমেজাজে রয়েছেন টলিপাড়ার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি
  • কালো লিপস্টিকে বোল্ড অবতারে রাতের ঘুম উড়েছে ভক্তদের
  • ব্ল্যাক বিউটিকে দেখতেই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়

দিব্যি খোশমেজাজে রয়েছেন টলিপাড়ার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সোশ্যাল মিডিয়া ঘাটলেই দেখা যাচ্ছে তার ভোলবদল। সম্প্রতি একের পর এক ছবি শেয়ার করেই নেটদুনিয়ায় উষ্ণতা বাড়াচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় কালো ঠোঁটের আদুরে চুম্বনের ছবি শেয়ার করতে না করতেই নজর কেড়েছে সাইবারবাসীর। দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে এই ছবি।

আরও পড়ুন-Big Size 'নিতম্ব-স্তনযুগল' খান পূত্রবধূর আইকন, ফ্যাশনিস্তা মালাইকার উষ্ণতায় বুঁদ পরিবারও...

Latest Videos

 

নিজের ছকভাঙা অভিনয়, স্টাইল-স্টেটমেন্টে ইতিমধ্যেই নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন অভিনেত্রী। সম্প্রতি প্রিয় বন্ধুর জন্মদিনে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিনেত্রী। ঠোঁটের কালো লিপস্টিকে বোল্ড অবতারে রাতের ঘুম উড়েছে ভক্তদের। স্টানিং লুক প্রকাশ্যে আসতেই লাইমলাইটে চলে এসেছেন শ্রাবন্তী । ব্ল্যাক বিউটিকে দেখতেই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়।

 

 

২০২০-র করোনা আবহেই ঘর ভাঙতে বসেছে অভিনেত্রী শ্রাবন্তীর। দুজনেই যে একে অপরের থেকে আলাদা থাকতে চাইছেন তা নিজেরাই বুঝিয়ে দিয়েছেন। বিয়ের মাত্র দেড় বছরের মাথাতেই কী এমন হল, যদিও এই প্রশ্নের উত্তর কারোরই জানা নেই। দুর্গাপুজোর সময় থেকেই একসঙ্গে থাকছেন না রোশন-শ্রাবন্তী। নিজেরা মুখ না খুললেওইনস্টাগ্রাম থেকে ছবি ডিলিট হওয়ার পর থেকেই জল্পনা ক্রমশ বাড়ছিল। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই চলছিল কদর্য আক্রমণ। একে অপরের নাম না নিয়েই কিছু না কিছু পোস্টেই ভাইরাল হচ্ছিলেন রোশন-শ্রাবন্তী।  এই টালমাটাল পরিস্থিতিতে নিজের জীবনের নতুন ইনিংস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন শ্রাবন্তী। হাজারো গুঞ্জনের মধ্যে তিনি কোনও কিছুতেই কান দিচ্ছেন না। বরং নিজেকে ব্যস্ত রেখেছেন  নিজের নিয়মে। 

Share this article
click me!

Latest Videos

BGB'র বাধা! কাঁটাতারের বেড়া দিল গ্রামবাসীরা, রক্ষা করল BSF | India Bangladesh Border | #shorts |
গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ | Nabadwip News Today
Kho Kho World Cup 2025: দেশের বুকে এবার খো খো বিশ্বকাপ, ভারতীয় দলকে কারা নেতৃত্ব দেবেন?
‘Bangladesh পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে!’ বিস্ফোরক মন্তব্য Sovondeb Chatterjee-এর
বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, BGB'র বাধা! রক্ষা করতে এল BSF | Mekhliganj