ঘরোয়া ফুলশয্যার রাতে টুম্পা সোনা গানে ভাইরাল তৃণা, মুহূর্তে ছড়িয়ে পড়ল নতুন কনের ঠুমকা

Published : Feb 07, 2021, 03:04 PM IST
ঘরোয়া ফুলশয্যার রাতে টুম্পা সোনা গানে ভাইরাল তৃণা, মুহূর্তে ছড়িয়ে পড়ল নতুন কনের ঠুমকা

সংক্ষিপ্ত

বৌভাতের রাতে নেমে আসর জমালেন তৃণা মুহূর্তে হয়ে উঠলেন ভাইরাল  টুম্পা সোনা গানে নীল ঘরনীর ঠুমকা  গুঞ্জণের কাণ্ড দেখে বেজায় মজল নেট দুনিয়া 

টলিউডে চোখ ধাঁধাঁনো বিয়ের আসরে সকলকে তাক লাগালেন তৃণা ও নীল। রিল লাইফে বর্তমানে বিয়ের পিঁড়িতে বসেছে এই জুটি। এবার পালা রিয়েল লাইফের। পর্দার মতই মুহূর্তে ভাইরাল হয়ে উঠলেন এই দুই সেলেব। যেভাবে গোটা এলাকা মাত করে বিয়ের পিঁড়িতে বসেছিল খরকুটোর গুঞ্জণ, তার থেকেও বেশি শোরগোল পড়ে গেল েই জুটির রিয়েল লাইফেের বিয়েতে। ঠিক যেন সিনেমার ফ্রেম। 

আরও পড়ুন- কখনও পাহাড়, কখনও সমতল, আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিতে ডায়েটে কী রাখেন কঙ্গনা

প্রিওয়েডিং থেকে শুরু করে বিয়ের আসর, গায়ে হলুদ, কোনও কিছুই বাদ পড়ল না সেলিব্রেশনের তালিকা থেকে। এক কথায় বলতে গেলে যা দেখে চোখ ঠিকরে রইল নেটবাসী। বছরের শুরু থেকে সব থেকে নজর কাড়া রাজকীয় বিয়ে হল নীল-তৃণার।  যার রেশ রয়েছে এখনও। ঘরোয়া বৌভাতের রাতেও নীলের সঙ্গে সাদামাটা লুকে নজর কাড়লেন এই টলি কন্যা। তবে সেখানেই শেষ নয়, এবার ভাইরাল হয়ে উঠলেন ঘরোয়া পার্টিতে টুম্পা সোনা গানে। 

 

 

বেশ কয়েকমাস ধরে  টুম্পা গানটি নেট দুনিয়া থেকে করে সর্বত্র জনপ্রিয়তা লাভ করেছে, ঘরোয়া পার্টি হোক বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, সবার পছন্দের তালিকে রয়েছে এই গান। এবার বৌভাতের দিন রাতে সেই গানেই নেচে ভাইরাল হলেন তৃণা সাহা। তাঁর সেই ঠুমকাতে ধরা পড়ল যেন চেনা লুকে গুঞ্জণ। বিয়ের সেলিব্রেশন যে চুটিয়ে উপভোগ করছে এই জুটি তা আর বলার অপেক্ষা রাখে না। যার ফলে এখন ভক্তদের সার্চে কেবলই েই জুটির সোশ্যাল মিডিয়ার পাতা। 

 

PREV
click me!

Recommended Stories

'SIR চলুক, প্রয়োজনে....'! পরিচয় যাচাই পদ্ধতি নিয়ে এ কী বললেন রচনা বন্দ্যোপাধ্যায়? মুখ খুললেন অন্যান্য অভিনেতারাও
রাজনীতিতে আসতে চলেছেন রঞ্জিত মল্লিক! কেন হঠাৎ বাড়িতে অভিষেক, কী আলোচনা হল?