খেলতে খেলতে শেষ, আজও ঋতু বিরহে কাতর প্রসেনজিৎ, আট বছর হয়ে গেল ঋতুবিহীন টলিপাড়া

  • জীবনের ভাঙা গড়ায় রবীন্দ্রনাথকে পাশে পেয়েছিলেন তিনি
  • আজও টলি পাড়া মেনে নিতে পারে না ঋতুপর্ণ ঘোষ নেই
  • প্রতিবছরই এই দিনে প্রসেনজিতের চোখের আসে ভিজে
  • আট বছর পার, ঋতুবিহীন টলিউড

আকষ্মিক এ কোন অভিসার, আজও উত্তর খুঁজে ফেরে গোটা টলিউড চত্বর। দিনটা ছিল ৩০শে মে, ২০১৩, হঠ্যাৎই টলিউড পাড়ায় নেমে পড়ে মৃত্যু শোকের ছায়া। ঋতুপর্ণ ঘোষের অকাল প্রয়াণে সেদিন তোলপাড় হয়েছিল স্টুডিও পাড়া চত্বর। মুহুর্তে খবর ছড়িয়ে পড়ে দিকে দিকে। মোটের ওপর ২৪টি ছবি উপহার দিতে পেরেছিলেন তিনি দর্শককে। যার মধ্যে অধিকাংশই জাতীয় পুরষ্কার তুলে দিয়েছিল তাঁর হাতে।

আরও পড়ুন- কেমন আছেন, প্রশ্নটা কি সত্যি সকলে মন থেকে করেন, মানসিক স্বাস্থ্য নিয়ে নেট পাড়ায় সরব মিমি

Latest Videos

প্রজেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণ ঘোষের মৃত্যুদিনে টুইট করে লিখেন- ৮ বছর হয়ে গেছে তোর কোনো মেসেজ নেই, বকাঝকা নেই, সাক্ষাৎ হয় না, ঝগড়া হয় না, নতুন নতুন গল্প নিয়ে আলোচনা হয় না। কিন্তু তুই আছিস - আমাদের মনে, আমাদের কথাবার্তায় তুই চির বর্তমান। এই সময়টায় তোর থাকা খুব দরকার ছিল রে। ভালো থাকিস ঋতু।  সত্যিই ঋতুপর্ণ ঘোষ খেলতে খেলতে শেষ করেছিলেন তাঁর জীবনের ডাইরীর শেষ কয়েকটা পাতা। সত্যান্বেষী ছবিটি মুক্তি পাওয়ার পর হাতে পাননি আর বেশি দিন।

একই সুরে শোকজ্ঞাপন করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, তিনি লেখেন- কতদিন হয়ে গেল তোমার সাথে বসে গল্প করিনা, দেখাও হয়না ...৮ বছর হয়ে গেল তুমি নেই... শুধু তোমার কাজ, তোমার শিক্ষা , তোমার ভালোবাসা , তোমার বকা আর অনেক আশীর্বাদ আছে সঙ্গে! নতুন করে তোমায় মিস করিনা কারণ কোনোদিন ভুলতেই যে পারিনি তোমায় ! অনেক প্রণাম, ভালোবাসা আর তোমার প্রিয় ফুলের সুগন্ধ পাঠালাম। .. ভালো থেকো।

সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক প্রভৃতি প্রবাদ প্রতীম পরিচালকরা তাঁর মধ্যে চলচ্চিত্রের ভবিষ্যতকে দেখে ছিলেন। সেই পথেই এগিয়ে চলচ্চিত্রের এক ভিন্ন ঘরানা তৈরি করেছিলেন পরিচালক। পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায় কথায়, আরও অনেক পাওয়ার ছিল তাঁর থেকে।

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। ঋতুপর্ণ ঘোষের কথায়- প্রতিটি আঁধারের পেছনেই আলো আছে, এই বোধ আমি রবীন্দ্রনাথের লেখায় পেয়েছি। সত্যি তিনি আমার অন্তরঙ্গ সঙ্গী, যাঁর সঙ্গে নিত্য আলাপ, আবদার আর অভিমানের সম্পর্ক। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার সঙ্গে রবীন্দ্রনাথের ঠিক শ্রদ্ধার সম্পর্ক নয়, আমার সঙ্গে রবীন্দ্রনাথের জাপটে ধরার সম্পর্ক।  চোখের বালি, নৌকাডুবি, চিত্রাঙ্গদা প্রভৃতি ছবির পরতে-পরতে চোখে পরেছিল ছিল সেই আবেস জড়ানো অনুভূতি। রবীন্দ্রনাথকে তৈরি করেছিলেন তথ্যচিত্রও।  জীবনের হাজারও ওঠা নামার মধ্যে দিয়েই পথ চলা শুরু করেছিলেন তিনি, কিন্তু তাঁর এত শীঘ্রই থেমে যাওয়ার সিদ্ধান্ত আজও মেনে নিতে পারেনি টলিউডের কলাকুশলিরা। ঋতুপর্ণ ঘোষের সৃষ্টি বাংলা চলচ্চিত্র জগতের রন্ধ্রে রন্ধ্রে থেকে যাবে আজীবন।

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee