আবারও নিজের রাজত্ব হারাল 'মিঠাই', টিআরপি-তে বিরাট চমক দিয়ে সেরার সেরা 'গাটছড়া'

তবে এ সপ্তাহেও ভাগ্য ফিরল না মিঠাই-এর। বৃহস্পতিবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়। কে এগিয়ে যাবে আর কে যাবে পিছিয়ে তা জানতেই মুখিয়ে থাকে দর্শকরা। তবে যত দিন যাচ্ছে ততই যেন মিঠাইয়ের নম্বর ক্রমশ কমছে। কোনও টুইস্টই যেন কাজে আসছে না। বরং সকলকে চমকে দিয়ে মিঠাই, ধুলোকণাকে হারিয়ে সেরার সেরা-র স্থান দখল করে নিয়েছে ধারাবাহিক 'গাটছড়া'।

তবে এ সপ্তাহেও ভাগ্য ফিরল না মিঠাই-এর। বৃহস্পতিবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়। কে এগিয়ে যাবে আর কে যাবে পিছিয়ে তা জানতেই মুখিয়ে থাকে দর্শকরা। তবে যত দিন যাচ্ছে ততই যেন মিঠাইয়ের নম্বর ক্রমশ কমছে। কোনও টুইস্টই যেন কাজে আসছে না। বরং সকলকে চমকে দিয়ে মিঠাই, ধুলোকণাকে হারিয়ে সেরার সেরা-র স্থান দখল করে নিয়েছে ধারাবাহিক 'গাটছড়া'। সেরার আসন থেকে যেন কোনওভাবেই সরানো যাচ্ছে না ঋদ্ধি ও খড়িকে। বর্তমানে খড়ি ও ঋদ্ধি টানটান রসায়নে দেখতেই মুখিয়ে রয়েছে দর্শকদের। ঋদ্ধি ও খড়ির সম্পর্ক কোনওদিকে যেতে চলেছে তা নিয়েই উত্তেজনা যেন টগবগিয়ে ফুটছে। আর তাইতো প্রতি সপ্তাহেই নিজেদের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। হাড্ডাহাড্ডি লড়াই চলছে টিআরপি তালিকায়। 

চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থান পেল না মিঠাই। যার ফলে মন খারাপ হয়েছে মিঠাই ভক্তদের।  তবে প্রথম পাঁচ-এ নিজের জায়গা ধরে রেখেছে মেগা সিরিয়াল মিঠাই। কিছুদিন আগেই টিআরপি তালিকায় বাজিমাত করেছিল সকলের প্রিয় মিঠাই রানি। তবে সেই রাজত্ব ধরে রাখতে পারেননি মিঠাই রানি।  নিজের জায়গা হাতছাড়া হয়ে গেছে । তবে শুধু মিঠাই নয়. বরং  ধুলোকণাকে  হারিয়ে সেরার সেরা-র স্থান দখল করে নিয়েছে ধারাবাহিক 'গাটছড়া'। হাড্ডাহাড্ডি টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।  একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।

Latest Videos

 

 গাঁটছড়া: ৮.৪  (প্রথম) 

আলতা ফড়িং: ৭.৮ (দ্বিতীয়)

ধুলোকণা: ৭.৬ (তৃতীয়)

গৌরি এলো: ৭.৩(চতুর্থ)

মিঠাই: ৬.৬ (পঞ্চম)

অনুরাগের ছোঁয়া:  ৬.৪ (ষষ্ঠ)

জগদ্ধাত্রী: ৬.৪ (ষষ্ঠ)

লক্ষ্মী কাকিমা সুপারস্টার:  ৬.৩(সপ্তম)

সাহেবের চিঠি: ৬.২ (অষ্টম)

খেলনা বাড়ি: ৫.৯ (নবম)

মাধবীলতা: ৫.৭ (দশম)


স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ।  চলতি সপ্তাহে সকলকে চমকে দিয়ে (৮.৪) পয়েন্টে সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিল 'গাঁটছড়া'।  (৭.৮) পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে 'আলতা ফড়িং' ।  (৭.৬) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে  'ধুলোকণা'। (৭.৩) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে 'গৌরি এলো' ।  (৬.৬) পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে 'মিঠাই'। (৬.৪) পয়েন্টে ষষ্ঠ স্থানে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক 'জগদ্ধাত্রী', 'অনুরাগের ছোঁয়া'। (৬.৩) পয়েন্টে  সপ্তম  স্থানে রয়েছে ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। (৬.২)পয়েন্টে  অষ্টম  স্থানে রয়েছে  'সাহেবের চিঠি' । (৫.৯) পয়েন্টে নবম  স্থানে রয়েছে ধারাবাহিক 'খেলনা বাড়ি'। (৫.৭) পয়েন্টে দশম  স্থানে রয়েছে 'মাধবীলতা'।

Share this article
click me!

Latest Videos

Baghajatin Update : বাঘাযতীনে বেআইনি নির্মাণ ঘিরে তুঙ্গে তরজা! প্রতিবাদে বামেরা | CPIM Protest
কি অভিযোগ? হঠাৎ বিধাননগর থানায় ঢুকে পড়লেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Bidhannagar
ফের ধানতলা পুলিশের হাতে পাকড়াও দুই অবৈধ Bangladeshi! দালালের দৌরাত্বে অতিষ্ঠ India| Nadia News Today
Kolkata-র রাজপথে Mamata Banerjee-র বিরুদ্ধে চরম হুঙ্কার Suvendu Adhikari-র, দেখুন | Suvendu A
'স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারি চাই', স্বাস্থ্য ভবনের সামনে ঝাঁঝিয়ে উঠলেন শুভেন্দু অধিকারী