বেঙ্গল টপারের দৌঁড়ে সেরা পাঁচের ধারেকাছেও নেই মিঠাই, 'সেরার সেরা'মুকুট ছিনিয়ে নিল কে?

চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থান পেল না মিঠাই। যার ফলে মন খারাপ হয়েছে মিঠাই ভক্তদের।  তবে প্রথম পাঁচ-এ নিজের জায়গা ধরে রাখতে পারল না মেগা সিরিয়াল মিঠাই। সকলকে চমকে দিয়ে 'মিঠাই','ধুলোকণাকে'হারিয়ে সেরার সেরা-র স্থান দখল করে নিয়েছে ধারাবাহিক 'গৌরী এলো'।

টিআরপি তালিকায় উলটপূরাণ। বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলার মেগা সিরিয়ালে। তবে দুঃখের খবর হল, সেরা পাঁচে জায়গা হল না মিঠাইয়ের। এবার শুধু মিঠাইয়ের নম্বরই কমল না বরং সেরা পাঁচেও জায়গা করতে পারল না মিঠাই। প্রথম পাঁচে নয়, একেবারে সাত নম্বরে নেমে এল ধারাবাহিক মিঠাই। চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থান পেল না মিঠাই। যার ফলে মন খারাপ হয়েছে মিঠাই ভক্তদের।  তবে প্রথম পাঁচ-এ নিজের জায়গা ধরে রাখতে পারল না মেগা সিরিয়াল মিঠাই। সকলকে চমকে দিয়ে 'মিঠাই','ধুলোকণাকে'হারিয়ে সেরার সেরা-র স্থান দখল করে নিয়েছে ধারাবাহিক 'গৌরী এলো'।

বৃহস্পতিবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়।  হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। চলতি সপ্তাহে সবাইকে পিছনে ফেলে সেরার সেরার মুকুট ছিনিয়ে নিল ধারাবাহিক 'গৌরী এলো'। ঘোমটা কালীর আশীর্বাদে ৭.৫ নম্বর পেয়ে প্রথম স্থানে উঠে এল ঈশান-গৌরী। তবে যত দিন যাচ্ছে ততই যেন মিঠাইয়ের নম্বর ক্রমশ কমছে। কোনও টুইস্টই যেন কাজে আসছে না মোদক পরিবারের । এবার সেরা ৫-এ নিজের জায়গা করে নিতে পারল না মিঠাই । হাড্ডাহাড্ডি টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।  একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।

Latest Videos

গৌরি এলো : ৭.৫ (প্রথম)

জগদ্ধাত্রী: ৭.০ (দ্বিতীয়)

ধুলোকণা: ৬.৭ (তৃতীয়)

গাঁটছড়া : ৬.৫ (চতুর্থ)

খেলনা বাড়ি: ৬.১  (পঞ্চম)

আলতা ফড়িং: ৫.৯ (ষষ্ঠ)

মাধবীলতা: ৫.৮ (সপ্তম)

মিঠাই: ৫.৮ (সপ্তম)

অনুরাগের ছোঁয়া: ৫.৭ (অষ্টম)

নবাব নন্দিনী : ৫.৪ (নবম)

লক্ষ্মী কাকিমা সুপারস্টার: ৫.৩ (দশম)

স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ।  চলতি সপ্তাহে সকলকে চমকে দিয়ে (৭.৫) পয়েন্টে সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিল'গৌরি এলো'।(৭.০) পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'। (৬.৭) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে 'ধুলোকণা'। (৬.৫) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে 'গাঁটছড়া'। (৬.১) পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে'খেলনা বাড়ি'। (৫.৯) পয়েন্টে ষষ্ঠ স্থানে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক  'আলতা ফড়িং' ।  (৫.৮) পয়েন্টে  সপ্তম  স্থানে রয়েছে ধারাবাহিক   'মাধবীলতা'ও 'মিঠাই'। (৫.৭)পয়েন্টে  অষ্টম  স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া'। (৫.৪) পয়েন্টে নবম  স্থানে রয়েছে ধারাবাহিক 'নবাব নন্দিনী'। (৫.৩) পয়েন্টে দশম  স্থানে রয়েছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'।
 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি