টিআরপি-র মহাধামাকা, হারানো রাজত্ব ফিরে পেল 'মিঠাই', ছিটকে গেল সেরার সেরা 'গাটছড়া'

এপ্রিলের প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় বাজিমাত । একেই হয়তো বলে উলটপূরান। কয়েক সপ্তাহ ধরেই টিআরপি-তালিকায় এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিক। এককথায় বলতে গেলে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে টিআরপি তালিকায়। একদিকে জি বাংলা অন্যদিকে স্টার জলসার হাড্ডাহাড্ডি টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন। স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। তবে প্রথম সপ্তাহের টিআরপি তালিকা যেন সকলকে চমকে দিয়েছে নিমেষের মধ্যে। বিশেষ করে মিঠাই ভক্তদের জন্য দারুণ খবর। কারণ এতদিন বাদে গোপাল তাদের প্রার্থনা শুনেছে। আর তাই তো সকলের মুখে এখন একটাই কথা  'জয় গোপাল'।

এপ্রিলের প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় বাজিমাত । একেই হয়তো বলে উলটপূরান। কয়েক সপ্তাহ ধরেই টিআরপি-তালিকায় এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিক। এককথায় বলতে গেলে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে টিআরপি তালিকায়। একদিকে জি বাংলা অন্যদিকে স্টার জলসার হাড্ডাহাড্ডি টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন। স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। তবে প্রথম সপ্তাহের টিআরপি তালিকা যেন সকলকে চমকে দিয়েছে নিমেষের মধ্যে। বিশেষ করে মিঠাই ভক্তদের জন্য দারুণ খবর। কারণ এতদিন বাদে গোপাল তাদের প্রার্থনা শুনেছে। আর তাই তো সকলের মুখে এখন একটাই কথা  'জয় গোপাল'।

দীর্ঘ কয়েকমাস পরে টিআরপি তালিকায় ফের একনম্বরে উঠে এসেছে ধারাবাহিক  'মিঠাই '।  ২০২১-এ বছরভর দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল টিআরপি-লিস্টে সকলের শীর্ষে থাকা বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'। আর ২০২২ সালে বছরের শুরুতেও বাজিমাত করেছে ধারাবাহিক 'মিঠাই'।  একটানা টিআরপি-র তালিকায় একছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিল সকলের প্রিয় মিঠাই রানি। তবে নতুন বছরের ফেব্রুয়ারি মাস থেকেই যেন তাল কাটতে শুরু করেছিল।  বেশ কয়েক সপ্তাহ ধরেই প্রাপ্ত নম্বর একটু একটু করে কমতে শুরু করেছিল  মিঠাইয়ের। যা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন মিঠাই ভক্তরা। মিঠাইয়ের রোম্যান্স ছেড়ে ঋদ্ধি ও খড়ির অসুখী দাম্পত্যেই মজেছিল বাংলার দর্শক। তারপর থেকেই টিআরপি তালিকায় রাজত্ব জমিয়েছে 'গাটছড়া'। তবে এবার নিজের রাজত্ব ফিরে পেয়েছে মিঠাই। লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়। কে এগিয়ে যাবে আর কে যাবে পিছিয়ে তা জানতেই মুখিয়ে থাকে দর্শকরা। মিঠাই ধারাবাহিকের রান্নার শো- যে দর্শকদের মন কেড়েছে তা টিআরপি তালিকাতেই স্পষ্ট। মিঠাই পুরোনো মুকুট ফিরে পাওয়ায় খুশিতে ডগমগ ভক্তরা। ৯.৮ পয়েন্টে চলতি সপ্তাহের সেরার সেরা হয়েছে ধারাবাহিক 'মিঠাই'। ধারাবাহিকের নতুন প্রোমোও নিয়েই টানটান উত্তেজনা। অন্যদিকে  সেরার সেরা 'গাটছড়া' ধারাবাহিক একধাক্কায় অনেকটা পিছিয়ে গেছে। মিঠাইয়ের থেকেও অনেকটাই নম্বর কমেছে গাটছড়ার।  দ্যুতি ও রাহুলের বিয়েও খুব একটা পছন্দ হয়নি দর্শকদের। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।

Latest Videos

মিঠাই: ৯.৮ (প্রথম)
গাঁটছড়া : ৮.৯ (দ্বিতীয়)
আলতা ফড়িং: ৮.৫  (তৃতীয়)
অনুরাগের ছোঁয়া:  ৮.৫ (তৃতীয়)
উমা: ৮.০  (চতুর্থ)
গৌরি এলো: ৭.৭ (পঞ্চম)
পিলু : ৭.৩ (ষষ্ঠ)
ধুলোকণা : ৭.৩ (ষষ্ঠ)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার : ৭.২ (সপ্তম)
মন ফাগুন: ৬.৯ (অষ্টম)
আয় তবে সহচরী: ৬.৮ (নবম)
সর্বজয়া : ৬.০ (দশম)

দীর্ঘদিন পর 'গাঁটছড়া'-কে টপকে প্রথম স্থান দখল করে নিল ধারাবাহিক  'মিঠাই'। সদ্য শুরু হওয়া স্টার জলসার  ধারাবাহিক 'গাঁটছড়া ' শুরু থেকেই দখল করে নিয়েছিল মিঠাইয়ের স্থান। ৯.৮ পয়েন্টে চলতি সপ্তাহের সেরার সেরা হয়েছে ধারাবাহিক 'মিঠাই'।  ৮.৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক 'গাঁটছড়া'। (৮.৫) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে 'আলতা ফড়িং' ।  ধারাবাহিকের শুরু থেকেই খড়ি এবং ফড়িং -এর জীবনযুদ্ধের কাহিনি দর্শকমনে অন্য জায়গা করে নিয়েছে। (৮.৫) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিক। (৮.০)পয়েন্টে চতুর্থ  স্থানে রয়েছে   'উমা' ধারাবাহিক। (৭.৭ ) পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে 'গৌরী এলো'। (৭.৩)  পয়েন্টে  ষষ্ঠ স্থানে রয়েছে ধারাবাহিক  ' পিলু' । (৭.৩)  পয়েন্টে  ষষ্ঠ স্থানে রয়েছে ধারাবাহিক  'ধুলোকণা'। (৭.২) পয়েন্টে সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার '। (৬.৯ )পয়েন্টে  অষ্টম   স্থানে রয়েছে ধারাবাহিক  'মন ফাগুন'।  (৬.৮) পয়েন্টে নবম  স্থানে রয়েছে ধারাবাহিক  ' আয় তবে সহচরী' । এবং (৬.০)পয়েন্টে দশম  স্থানে রয়েছে ' সর্বজয়া'।

আরও পড়ুন-স্কিনফিট বডিকনে বেরিয়ে রয়েছে বক্ষের অর্ধেক, টোনড ফিগারে রেড হট লুকে আগুন জ্বালালেন এষা

আরও পড়ুন-যৌনতায় পাগল শাহিদকে রোজ বাড়ি থেকে বের করে দেন মীরা, দাম্পত্য নিয়ে বোমা ফাটালেন শাহিদ

আরও পড়ুন-রণবীরের নামে মেহেন্দি পরবেন আলিয়া, ফাঁস হল হলদি সেরেমনির তারিখ, অতিথি কারা জানেন

Share this article
click me!

Latest Videos

'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি