- Home
- Entertainment
- Bollywood
- রণবীরের নামে মেহেন্দি পরবেন আলিয়া, ফাঁস হল হলদি সেরেমনির তারিখ, অতিথি কারা জানেন
রণবীরের নামে মেহেন্দি পরবেন আলিয়া, ফাঁস হল হলদি সেরেমনির তারিখ, অতিথি কারা জানেন
রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে নেটদুনিয়ায় পারদ তুঙ্গে। কবে আসবে সেই মাহেন্দ্রক্ষণ তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। এবার বিয়ে নিয়ে ফাঁস হল চমকপ্রদ তথ্য, যা জানার জন্য অপেক্ষায় ছিলেন সকলেই। বিয়ের ভেন্যু থেকে বিয়ের তারিখের পর ফাঁস হল আলিয়ার মেহেন্দি ও হলদি সেরেমনির তারিখ। চেম্বুরে কাপুর ফ্যামিলির ঐতিহ্যবাহী বাড়িতেই বসছে বিয়ের আসর। সেখানেই সাত পাকে বাঁধা পড়বেন রণবীর ও আলিয়া জুটি। সূত্রের খবর, আগামী ১৩ এপ্রিল থেকে রণবীর ও আলিয়ার প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান শুরু হবে। সূত্র বলছে ১৩ এপ্রিল রণবীরের নামে মেহেন্দি পরবেন আলিয়া ভাট। এবং তারপরের দিন ১৪ এপ্রিল হলদি সেরেমনি অনুষ্ঠিত হবে। জোরকদমে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাজকীয় বিয়ের দিন গুনতে শুরু করেছেন ভক্তরা।
- FB
- TW
- Linkdin
)
বিয়ের সাজো সাজো রব বলিউডে। এর মধ্যেই রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। বলিউডের অন্দরমহলে কান পাতলেই রণবীর-আলিয়ার বিয়ের কথা শোনা যাচ্ছে। ইতিমধ্যেই নাকি বিয়ের তোড়জোড়ও শুরু করে দিয়েছে কাপুর পরিবার। রাজকীয় বিয়ের সাক্ষী কবে হতে চলেছে বলিউড, এই দিকেই আপতত তাকিয়ে রয়েছে সকলেই।
এবার রণবীর আলিয়ার বিয়ে নিয়ে ফাঁস হল চমকপ্রদ তথ্য, যা জানার জন্য এতদিন ধরে অপেক্ষায় ছিলেন সকলেই। বিয়ের ভেন্যু থেকে বিয়ের তারিখের পর ফাঁস হল আলিয়ার মেহেন্দি ও হলদি সেরেমনির তারিখ। যা জানার পর থেকেই জল্পনা দ্বিগুণ উত্তেজনা বাড়ছে দর্শকদের মধ্যে।
চেম্বুরে কাপুর ফ্যামিলির ঐতিহ্যবাহী বাড়িতেই বসছে বিয়ের আসর। সেখানেই সাত পাকে বাঁধা পড়বেন রণবীর ও আলিয়া জুটি। সূত্রের খবর, আগামী ১৩ এপ্রিল থেকে রণবীর ও আলিয়ার প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান শুরু হবে।
সূত্র বলছে ১৩ এপ্রিল রণবীরের নামে মেহেন্দি পরবেন আলিয়া ভাট। এবং তারপরের দিন ১৪ এপ্রিল হলদি সেরেমনি অনুষ্ঠিত হবে। জোরকদমে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাজকীয় বিয়ের দিন গুনতে শুরু করেছেন ভক্তরা।
আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের অপেক্ষায় রয়েছে জনসাধারণ থেকে শুরু করে সেলিব্রিটিরা । বিয়ের বিস্তারিত খবর জানার আগ্রহ দেখাচ্ছেন সকলেই। অবশেষে কোথায় হতে চলেছে রাজকীয় এই বিয়ে তা নিয়ে জল্পনা তুঙ্গে। ১৩ এপ্রিল থেকেই শুরু হচ্ছে রালিয়া জুটির বিয়ের অনুষ্ঠান।
সূত্র বলছে , মেহেন্দি ও হলদি অনুষ্ঠানের পর গাঁটছড়া বাঁধবেন এই দম্পতি। প্রথমে শোনা গিয়েছিল ১৭ এপ্রিল সাতপাকে বাঁধা পড়বেন এই দম্পতি। তবে এখন শোনা যাচ্ছে ১৫ এপ্রিল গাটছড়া বাঁধবেন তারা। যদি ও তাদের বিয়ের তারিখ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
বলিপাড়ার অন্যান্য তারকার মতো ডেস্টিনেশন ওয়েডিং করছেন না তারা। কাপুর ও ভাট পরিবারের লোকজনদের নিয়েই ঘরোয় ভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রালিয়া জুটি। ১৯৮০ সালে কাপুরদের চেম্বুরের ঐতিহ্যবাহী পৈতৃক বাড়ি আর কে হাউজেই বসছিল ঋষি কাপুর ও নীতু কাপুরের বিয়ের আসর। সেই পৈতৃক বাড়িতেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। আপতত বিয়ের আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তমহল।।
বিয়ে উপলক্ষ্যে ব্যাচেলর পার্টির আয়োজন করছেন রণবীর কাপুর, কারা উপস্থিত থাকছেন পার্টিতে, তাও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে রণবীরের ছোটবেলার বন্ধু ও কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মী অর্জুন কাপুর, আদিত্য রয় কাপুর, অয়ন মুখোপাধ্যায় সহ ছোটবেলার অনান্য বন্ধুরা উপস্থিত থাকছেন ব্যাচেলর পার্টিতে। । তবে ঠিক কবে এই ব্যাচেলর পার্টির আয়োজন করেছেন তার দিনক্ষণ জানা যায়নি।
বিয়ে উপলক্ষ্যে ব্যাচেলর পার্টির আয়োজন করছেন রণবীর কাপুর, কারা উপস্থিত থাকছেন পার্টিতে, তাও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে রণবীরের ছোটবেলার বন্ধু ও কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মী অর্জুন কাপুর, আদিত্য রয় কাপুর, অয়ন মুখোপাধ্যায় সহ ছোটবেলার অনান্য বন্ধুরা উপস্থিত থাকছেন ব্যাচেলর পার্টিতে। । তবে ঠিক কবে এই ব্যাচেলর পার্টির আয়োজন করেছেন তার দিনক্ষণ জানা যায়নি।
আলিয়া-রণবীরের বিয়েতে উপস্থিত অতিথিদের তালিকাও সামনে এসেছে। সূত্রের খবর থেকে জানা গেছে, করণ জোহর, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, শাহরুখ খান, মনীশ মালহোত্রা, বরুণ ধাওয়ান, ফারহান আখতার, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, অয়ন মুখার্জি সহ বলি পাড়ার অন্যান্যরাও উপস্থিত থাকবেন।
আদৌ যে কবে বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়েই সকলেই চিন্তিত। কারণ রণবীর কাপুরের ক্যাসেনোভা ইমেজ সকলেরই জানা। যদিও আলিয়াও কম কিসে। রাজকীয় বিয়ের সাক্ষী কবে হতে চলেছে বলিউড, এই দিকেই আপতত তাকিয়ে রয়েছে সকলেই। প্রথমে শোনা গিয়েছিল যে বিয়ের পর যে যার মতো শুটিং নিয়ে ব্যস্ত থাকবেম। তবে এখন শোনা যাচ্ছে, বিয়ের পর সুইজারল্যান্ডে হানিমুনে উড়ে যাবেন রণবীর ও আলিয়া।