'গাটছড়া'-কে টপকে কি ফের সেরার সেরা হল 'মিঠাই', দেখুন সেরা দশ টিআরপি তালিকা


হাড্ডাহাড্ডি লড়াই চলছে টিআরপি তালিকায়। একদিকে জি বাংলা অন্যদিকে স্টার জলসার হাড্ডাহাড্ডি টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন। স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। ফের টিআরপি  (TRP List) তালিকায় বড়সড় রদবদল। গত সপ্তাহেও 'গাটছড়া' নিজের প্রথম স্থান ধরে ছিল। কোনওভাবেই যেন নিজের রাজত্বে ফিরে যেতে পারছেন না 'মিঠাই' রানি। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই-এর নম্বর যেন দিনদিন যেন কমে যাচ্ছে। চলতি সপ্তাহেও নিজের জায়গায় কি ফিরে পেল মিঠাই। তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকার জন্য একপ্রকার যেন হা করেই বসে থাকেন ভক্তরা। ফের প্রকাশ্যে এল চলতি সপ্তাহের টিআরপি তালিকা (Bengali Serial TRP list )।


হাড্ডাহাড্ডি লড়াই চলছে টিআরপি তালিকায়। একদিকে জি বাংলা অন্যদিকে স্টার জলসার হাড্ডাহাড্ডি টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন। স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। ফের টিআরপি  (TRP List) তালিকায় বড়সড় রদবদল। গত সপ্তাহেও 'গাটছড়া' নিজের প্রথম স্থান ধরে ছিল। কোনওভাবেই যেন নিজের রাজত্বে ফিরে যেতে পারছেন না 'মিঠাই' রানি। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই-এর নম্বর যেন দিনদিন যেন কমে যাচ্ছে। চলতি সপ্তাহেও নিজের জায়গায় কি ফিরে পেল মিঠাই। তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকার জন্য একপ্রকার যেন হা করেই বসে থাকেন ভক্তরা। ফের প্রকাশ্যে এল চলতি সপ্তাহের টিআরপি তালিকা (Bengali Serial TRP list )।

গত সপ্তাহের থেকে ফের অনেকটাই নম্বর বাড়ল মিঠাইয়ের। তবে চলতি সপ্তাহেও নিজের জায়গা ফিরে পেল না মিঠাই।  তবে কি পাকাপাকি শেষ হয়ে গেল মিঠাই-রানির রাজত্ব। সত্যিই কি শ্রেষ্ঠত্বের দিন শেষ হল মিঠাইয়ের। এমন প্রশ্নই কানাঘুষোতে শোনা যাচ্ছে। ফের আবারও মিঠাই রানির রাজত্বে ভাগ বসাচ্ছে 'গাটছড়া ' (Gaatchhora )। টিআরপি তালিকায় সবার শীর্ষে থাকা ধারাবাহিক গত সপ্তাহের থেকেও আরও একধাপ উপরে উঠে এল দ্বিতীয় স্থানে।  টিআরপি-র তালিকায় ক্রমশ নম্বর কমছে মিঠাইয়ের। ধীরে ধীরে পুরোনো ছন্দে  ফিরছে ধারাবাহিক 'মিঠাই' (Mithai)।  আপাতত মিঠাইয়ের রোম্যান্স ছেড়ে ঋদ্ধি ও খড়ির অসুখী দাম্পত্যেই মজেছে বাংলার দর্শক। আর তাই তো টিআরপি তালিকায় এখন রাজত্ব জমিয়েছে  'গাটছড়া'। তবে চলতি সপ্তাহে টিআরপি তালিকায় (Bengali Serial TRP list ) দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'মিঠাই' (Mithai)। তবে মিঠাই যে আবারও নিজের জায়গা ফিরে পাবে তা একপ্রকার নিশ্চিত মিঠাই ভক্তরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।

Latest Videos


গাঁটছড়া : ৯.৯ (প্রথম)
মিঠাই: ৯.৩ (দ্বিতীয়)
আলতা ফড়িং: ৮.৭  (তৃতীয়)
মন ফাগুন: ৮.৫ (চতুর্থ)
অনুরাগের ছোঁয়া: ৮.৪  (পঞ্চম)
আয় তবে সহচরী : ৮.৩ (ষষ্ঠ)
উমা :  ৮.১ (সপ্তম)
ধুলোকণা : ৭.৮(অষ্টম)
গৌরি এল :৭.৭ (নবম)
পিলু : ৭.৪ (দশম)

 

আরও পড়ুন-গাঢ় চুম্বন থেকে উদ্দাম সঙ্গমে মত্ত স্বামী, ইমরানের পরিণতি জানলে শিউরে উঠবেন

আরও পড়ুন-বিকিনির চারপাশ দিয়ে বেরিয়ে স্তনের একাংশ, সেক্সি ফিগারে ঘাম ঝরাচ্ছেন মিনিশা

আরও পড়ুন-'পথভোলা' থেকে 'খড়কুটো',সিনেমা থেকে ধারাবাহিকে স্বমহিমায় অভিষেক,ফিরে দেখা 'মিঠু'র সফরনামা

 

সদ্য শুরু হওয়া স্টার জলসার  ধারাবাহিক 'গাঁটছড়া ' শুরু থেকেই দখল করে নিল মিঠাইয়ের' (Mithai) স্থান। তবে মিঠাইয়ের স্থান এমন ভাবে হাতছাড়া হবে তা মোটেই ভাবতে পারেননি দর্শক। 'মিঠাই' -কে টপকে ধারাবাহিক   'গাঁটছড়া 'প্রথম স্থানে দখল করে নিচ্ছে বারেবারে। মিঠাই-সিদ্ধার্থর রোম্যান্সেও যে মন গলছে  না তা বেশ ভালই ধরা পড়ছে। চলতি সপ্তাহে আরও বড় চমক দিয়েছে টিআরপি-র তালিকা।  স্বভাবতই মিঠাইয়ের নম্বর কমে যাওয়ায় মন খারাপ হচ্ছে ভক্তদের।  টিআরপি রেটিংয়ে (৯.৯ ) পয়েন্টে প্রথম স্থান অধিকার করেছে  'গাঁটছড়া '।  চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক 'মিঠাই '। (৯.৩) রেটিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'মিঠাই '। (৮.৭) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে 'আলতা ফড়িং' ।  ধারাবাহিকের শুরু থেকেই খড়ি এবং ফড়িং -এর জীবনযুদ্ধের কাহিনি দর্শকমনে অন্য জায়গা করে নিয়েছে।   (৮.৫)পয়েন্টে চতুর্থ  স্থানে রয়েছে   'মনফাগুন' ধারাবাহিক। ( ৮.৪ )  পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া'  ।  ( ৮.৩)  পয়েন্টে  ষষ্ঠ স্থানে রয়েছে ধারাবাহিক   'আয় তবে সহচরী'।  চলতি সপ্তাহের টিআরপি তালিকায় উপরে উঠে এসেছে ধারাবাহিক 'উমা'। (৮.১) পয়েন্টে সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক 'উমা'। (৭.৮ )পয়েন্টে  অষ্টম   স্থানে রয়েছে ধারাবাহিক  'ধুলোকণা '। (৭. ৭)পয়েন্টে নবম  স্থানে রয়েছে ধারাবাহিক  ' গৌরি এল ' । এবং (৭.৪)পয়েন্টে দশম  স্থানে রয়েছে 'পিলু'।

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024