আবারও নিজের রাজত্ব হারাল 'মিঠাই', এগিয়ে গেল 'ধুলোকণা', টিআরপি-র তালিকায় সেরার সেরা হল কে?

ফের টিআরপি তালিকায় একনম্বর থেকে সোজা তিন নম্বরে চলে গেল বেঙ্গল টপার মিঠাই রানি। ফের সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'গাঁটছড়া'। একটানা টিআরপি-র তালিকায় একছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিল সকলের প্রিয় মিঠাই রানি। তবে নতুন বছরের ফেব্রুয়ারি মাস থেকেই যেন তাল কাটতে শুরু করেছিল।  বেশ কয়েক সপ্তাহ ধরেই প্রাপ্ত নম্বর একটু একটু করে কমতে শুরু করেছিল  মিঠাইয়ের। যা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন মিঠাই ভক্তরা। মিঠাইয়ের রোম্যান্স ছেড়ে ঋদ্ধি ও খড়ির অসুখী দাম্পত্যেই মজেছিল বাংলার দর্শক। তারপর থেকেই টিআরপি তালিকায় রাজত্ব জমিয়েছে 'গাটছড়া'। দীর্ঘদিন বাদে  নিজের রাজত্ব ফিরে পেয়েও ধরে রাখত পারল না মিঠাই।
 

Riya Das | Published : Apr 21, 2022 9:51 AM IST

কয়েক সপ্তাহ ধরেই টিআরপি-তালিকায় এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিক। এককথায় বলতে গেলে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে টিআরপি তালিকায়। একদিকে জি বাংলা অন্যদিকে স্টার জলসার হাড্ডাহাড্ডি টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন। স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। এপ্রিলের প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় বাজিমাত করেছিলেন সকলের প্রিয় মিঠাই রানি। প্রথম সপ্তাহের টিআরপি তালিকা  মোদক পরিবার সকলকে চমকে দিয়েছিব নিমেষের মধ্যে। বিশেষ করে মিঠাই ভক্তরা খুশিতে ডগমগ ছিল। তবে দু-সপ্তাহ যেতে না যেতেই ছন্দপতন। সিরিয়ালে মোড়ও ক্রমশ ঘুরে যাচ্ছে। একদিনে  সিদ্ধার্থর অ্যাক্সিডেন্ট, অন্যদিকে রকস্টারের এন্ট্রি কোনও কিছুই যেন ধরে রাখতে পারল না মিঠাইরানির রাজত্ব।

ফের টিআরপি তালিকায় একনম্বর থেকে সোজা তিন নম্বরে চলে গেল বেঙ্গল টপার মিঠাই রানি। ফের সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'গাঁটছড়া'। একটানা টিআরপি-র তালিকায় একছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিল সকলের প্রিয় মিঠাই রানি। তবে নতুন বছরের ফেব্রুয়ারি মাস থেকেই যেন তাল কাটতে শুরু করেছিল।  বেশ কয়েক সপ্তাহ ধরেই প্রাপ্ত নম্বর একটু একটু করে কমতে শুরু করেছিল  মিঠাইয়ের। যা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন মিঠাই ভক্তরা। মিঠাইয়ের রোম্যান্স ছেড়ে ঋদ্ধি ও খড়ির অসুখী দাম্পত্যেই মজেছিল বাংলার দর্শক। তারপর থেকেই টিআরপি তালিকায় রাজত্ব জমিয়েছে 'গাটছড়া'। দীর্ঘদিন বাদে  নিজের রাজত্ব ফিরে পেয়েও ধরে রাখত পারল না মিঠাই।

Latest Videos

 লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়। কে এগিয়ে যাবে আর কে যাবে পিছিয়ে তা জানতেই মুখিয়ে থাকে দর্শকরা।  ৭.৭ পয়েন্টে চলতি সপ্তাহের সেরার সেরা হয়েছে ধারাবাহিক 'গাটছড়া'।  অন্যদিকে মাত্র ০.২ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার অপর ধারাবাহিক 'ধুলোকণা'। ফুলঝুড়ির বিয়ের টুইস্ট বেশ মন কেড়েছে দর্শকদের। ৭.২ পয়েন্টে  তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিক  'মিঠাই'। যদিও ৭.২ পয়েন্টে  তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিক  'আলতা ফড়িং '। চলতি সপ্তাহের টিআরপি জোড়া বিজয়ী রয়েছে বেশ কয়েকটি ধারাবাহিক। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।


গাঁটছড়া : ৭.৭ (প্রথম)

ধুলোকণা : ৭.৫  (দ্বিতীয়)

মিঠাই: ৭.২ (তৃতীয়)

আলতা ফড়িং: ৭.২ (তৃতীয়)

অনুরাগের ছোঁয়া:  ৭.১ (চতুর্থ)

গৌরি এলো: ৭.১ (চতুর্থ)

লক্ষ্মী কাকিমা সুপারস্টার : ৬.৪ (পঞ্চম)

উমা:  ৬.৪ (পঞ্চম)

পিলু : ৬.১  (ষষ্ঠ)

আয় তবে সহচরী: ৬.০ (সপ্তম)

মন ফাগুন:  ৫.৯ (অষ্টম)

এই পথ যদি না শেষ হয়:  ৫.২ (নবম)

খুকুমণি হোম ডেলিভারি: ৪.৮ (দশম)


সদ্য শুরু হওয়া স্টার জলসার  ধারাবাহিক 'গাঁটছড়া ' শুরু থেকেই দখল করে নিয়েছিল মিঠাইয়ের স্থান। দীর্ঘদিন পর ফের 'মিঠাই'-কে টপকে প্রথম স্থান দখল করে নিল ধারাবাহিক 'গাঁটছড়া'। (৭.৭) পয়েন্টে চলতি সপ্তাহের সেরার সেরা হয়েছে ধারাবাহিক 'গাঁটছড়া'।  (৭.৫) পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক 'ধুলোকণা'। (৭.২) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে 'মিঠাই' এবং (৭.২) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে 'আলতা ফড়িং' । (৭.১) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিক। (৭.১) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে স্থানে রয়েছে ধারাবাহিক 'গৌরী এলো'। (৬.৪) পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার '। (৬.৪) পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক 'উমা'।  (৬.১) পয়েন্টে  ষষ্ঠ স্থানে রয়েছে ধারাবাহিক  ' পিলু'। (৬.০) পয়েন্টে সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক   ' আয় তবে সহচরী'। (৫.৯)পয়েন্টে  অষ্টম   স্থানে রয়েছে ধারাবাহিক  'মন ফাগুন'।  (৫.২)পয়েন্টে নবম  স্থানে রয়েছে ধারাবাহিক  ' এই পথ যদি না শেষ হয়' । (৪.৮) পয়েন্টে দশম  স্থানে রয়েছে  'খুকুমণি হোম ডেলিভারি'।
 

Share this article
click me!

Latest Videos

'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
মাদারিহাট উপনির্বাচনের প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Madarihat | BJP