Monalisa : হলুদ 'স্পোর্টস ব্রা'-পরে উদ্দাম নাচ, ঝুমা বউদির কোমরের ঠুমকায় কুপোকাত ভক্তরা

Published : Nov 07, 2021, 01:55 PM IST
Monalisa : হলুদ 'স্পোর্টস ব্রা'-পরে উদ্দাম নাচ,  ঝুমা বউদির কোমরের ঠুমকায় কুপোকাত ভক্তরা

সংক্ষিপ্ত

বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা বারেবারে প্রমাণ দিচ্ছেন ঝুমা বউদি। বয়স বাড়লেও গ্ল্যামার যেন ঠিকরে বেরোচ্ছে। যত দিন যাচ্ছে ততই যেন জনপ্রিয়তা বাড়ছে মোনালিসার। অনুরাগীর সংখ্যাও যেন আকাশছোঁয়া। বিগ বস-এ আসার পরই সারা দেশে খ্যাতি বেড়েছে দুপুর ঠাকুরপোর ঝুমা বউদির। ফের সোশ্যাল মিডিয়ায় উদ্দাম নেচে ভাইরাল হলেন ঝুমা বউদি। স্পোর্টস ব্রা পরে বলিউউ গান 'ন্যায়ান মাটাক্কা'-র তালে  কোমরের ঠুমকায় ঠাকুরপোদের ঘুম উড়িয়েছেন লেডি কিলার।

বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা বারেবারে প্রমাণ দিচ্ছেন ঝুমা বউদি। বয়স বাড়লেও গ্ল্যামার যেন ঠিকরে বেরোচ্ছে। যত দিন যাচ্ছে ততই যেন জনপ্রিয়তা বাড়ছে মোনালিসার। অনুরাগীর সংখ্যাও যেন আকাশছোঁয়া। বিগ বস-এ আসার পরই সারা দেশে খ্যাতি বেড়েছে দুপুর ঠাকুরপোর ঝুমা বউদির। লাস্যময়ীর শরীরী বিহঙ্গ দেখার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন ভক্তরা। তিনিও নিরাশ করেননা অনুরাগীদের। প্রতিনিয়তও ছবি ভিডিও আপলোড করেন ভোজপুরী অভিনেত্রী।

 

 

আরও পড়ুন-Raima Sen Birthday : ৪০ পেরিয়েও সুপারহট রাইমা, উন্মুক্ত বক্ষ-বিভাজিকার ভাঁজে উষ্ণতার পারদ চড়ালেন 'বঙ্গতনয়া'

আরও পড়ুন-Rani Mukherjee : বলিউডের এই অভিনেতাই ছিল রানির 'Crush', ২৩ বছর পর 'Secret' ফাঁস নায়িকার

আরও পড়ুন-Deepika Paducone : যৌনমিলনের চরম মুহুর্তে কী পছন্দ করেন দীপিকা, উদ্দাম যৌনতা নিয়ে মুখ খুললেন রণবীর ঘরনি

 

ঝুমা বউদি মানেই টানটান উত্তেজনা। শরীরের হিল্লোল, চোখের ইশারায় দেওরদের রাতের ঘুম উড়াতে সিদ্ধহস্ত ঝুমা বৌদি। সাহসী ছবি, লাস্যময়ী ভঙ্গিতে শরীরী উন্মাদনায় মেতে ওঠা বৌদিকে দেখতে সারাদিনই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়। ফের সোশ্যাল মিডিয়ায় উদ্দাম নেচে ভাইরাল হলেন ঝুমা বউদি। স্পোর্টস ব্রা পরে বলিউউ গান ন্যায়ান মাটাক্কা-র তালে  কোমরের ঠুমকায় ঠাকুরপোদের ঘুম উড়িয়েছেন লেডি কিলার।

 

 

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও পোস্ট করেছেন মোনালিসা। যেখানে বলিউউ গান ন্যায়ান মাটাক্কা-র তালে  নাচতে দেখা যাচ্ছে ঝুমা বউদিকে। হলুদ রঙের স্পোর্টস ব্রা- হট প্যান্ট , জ্যাকেট, ম্যাচিং করা হলুদ জুতো পরেই গানের তালের নেচে  ঠাকুরপোদের পাগল করেছেন মোনালিসা। ভিডিও পোস্ট করাই মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।  ভিডিও পোস্ট করা মাত্রই ইতিমধ্যেই  ৫০ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। হট অবতারে ঠাকুরপোদের ঘুম উড়াতে হাজির হয়েছেন ঝুমা বৌদি। শরীরী উষ্ণতা যেন চুঁইয়ে পড়ছে। বউদির শরীরী হিল্লোল নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কোমরের ঠুমকায় কাত  আট থেকে অষ্টাদশী।  নিজের বোল্ড অবতারের জন্য সর্বদাই নেটিজেনদের নজরে থাকেন ঝুমা বউদি। এবারও তার ব্যতিক্রম হল না। তবে ঝুমা বউদির হট ডান্স মুভসই এখন নেটদুনিয়ায় হটকেক। বরাবরই হট লুকে শরীরে হিল্লোলে নিজেকে বোল্ড অবতারে মেলে ধরেন এই বঙ্গতনয়া। এবারও তেমনটাই করেছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন গর্জিয়াস মোনালিসা।সম্প্রতি একটি হিন্দি সিরিয়ালে দেখা যাবে মোনালিসাকে। সেখানে ইরাবতী অর্থাৎ একজন নর্তকীর চরিত্রে দেখা যাবে মোনালিসাকে।  ইতিমধ্যেই ভোজপুরি ছবি ছাড়াও ১৩০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন মোনালিসা। মোনালিসার  ছবিগুলি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা হতবাক হয়েছেন। লাস্যময়ী ভঙ্গিতে শরীরী উন্মাদনায় মেতে ওঠা বৌদিকে দেখতে সারাদিনই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়।
 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে