বড়দিনে উৎসবের আমেজ, শুভেচ্ছায় ভাসছে টলিপাড়ার সেলেব মহল

  • বছর শেষে উৎসবের আমেজ 
  • বড়দিনের উৎসবে মাতলেন আট থেকে আশি
  • খুশির হাওয়া সেলেব মহলেও 
  • রোগমুক্ত পৃথিবীর জন্য প্রার্থণা দোরে দোরে 

২০২০- এক কথায় বলতে গেলে অভিশপ্ত বছর। এই বছরের শুরু থেকেই যেন গোটা পৃথিবীতে নেমে আসে কালো ছায়া। মানুষের পায়ে বেরী পরিয়ে দেওয়া এক অন্ধকার সময়, একের পর এক মাস যখন ক্যালেন্ডারের পাতা উল্টেছে তখনই মানুষ দিনগুনছিলেন ২০২১-এর অপেক্ষায়। নতুন বছর আশির্বাদ হয়ে সকলের জীবনের নেমে আসুক। আর শুরু তারই কাউন্ট ডাউন।

আরও পড়ুন- করোনার কোপ কাটিয়ে উঠার পথে মুনমুন পরিবার, কাজে ফেরার পথে রাইমা

Latest Videos

এরই আগে বড়দিনের আমেজে মেতে সকলেই খানিক খুশির আমেজে গা ভাসালেন। বাড়ি থেকে বেরনো যেখানে ছিল নিষিদ্ধ, সেই মোড় ছেড়ে এখন পরিস্থিতি খানিক স্বাভাবিক, তাই সেলিব্রেশনে কোনও খামতি রাখতে চাইছে না সাধারণ মানুষ পাল্লা দিয়ে সেজে উঠছে সেলেব মহল। ভক্তদের শুভেচ্ছা বার্তা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছে টলিপাড়া। 

ক্রিসমাসের আগেই সেলিব্রেশনে মাতলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সিঙ্গাপুর থেকে ছবি শেয়ার করে লিখলেন, পার্ফেট ক্রিসমাস ইভিনিং, কিন্তু তিনি কলকাতাকে মিস করছেন। 

 

 

 

 

ক্রিসমাস ট্রি-র সামনে পোজ দিয়ে ছবি তুললেন রচনা বন্দ্যোপাধ্যায়। লিখলেন সকলের ক্রিসমাস আনন্দে কাটুক।

 

 

অগ্রিম সকলকে ক্রিসমাসের শুভেচ্ছা জানালেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। লিখলেন সকলের ক্রিসমাস ভালো কাটুক। 

 

 

বড়দিনে শুভেচ্ছা জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

 

 

সেলেব মহলও নিজের মত করে মেতে উঠেছে বড়দিনের আমেজে। কেউ ঘরোয়া পার্টি, কেউ আবার বাইরে ভ্রমণে পা বাড়িয়েছে। বছর শেষের কয়েকটা দিন খুশির আমেজেই গা ভাসিয়ে দিন কাটানোর লক্ষ্যে সাধারণ মানুষ। 

 

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার | RG Kar case update today | Sanjay Roy
'যা করার প্রথম পাঁচ দিনে করে দিয়েছে মমতার পুলিশ', সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতেই মন্তব্য সুকান্তর
স্কুলে যাওয়ার জন্য ডাকতেই চোখের সামনে আসলো ভয়ানক দৃশ্য! শেষে নিজের মায়ের হাতেই এইরকম হলো | Canning
রায় ঘোষণার পর কোর্টে চিৎকার! বিচারকের সামনে বিস্ফোরক দাবী সঞ্জয়ের | RG Kar latest news | RG Kar Case
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral