‘এখনও সারেঙ্গিটা বাজছে’ প্রয়াত সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, শোকজ্ঞাপনে শিল্পীমহল

সোমবার সকালেই খবর মিলল বিখ্যাত সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আর নেই। আবারও টলিউডে শোকের ছায়া। বিখ্যাত গান এখনও সারেঙ্গিটা বাজছে, এদিন খবর পাওয়ার পর থেকেই যেন সকলের কানে কানে ভেসে আসছে। 

Jayita Chandra | Published : Feb 21, 2022 9:34 AM IST / Updated: Feb 21 2022, 03:15 PM IST

একের পর এক নক্ষত্রপতন, মাস জুড়ে একে একে সঙ্গীত জগতের তারকাদের চির বিদায়ের খবরে জেরবার সিনেদুনিয়া। সোমবার সকালেই খবর মিলল বিখ্যাত সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Bengali Music Composer Abhijit Bandyopadhya) আর নেই। আবারও টলিউডে শোকের ছায়া (Tollywood Song Composer)। বিখ্যাত গান এখনও সারেঙ্গিটা বাজছে, এদিন খবর পাওয়ার পর থেকেই যেন সকলের কানে কানে ভেসে আসছে। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে সময় সাময়িক সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বাংলা গানের জগতে ছিলেন এক অন্যতম খুঁটি, যার একের পর এক সৃষ্টিরা আজও জীবন্ত। এদিন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়-এর প্রয়াণের  (RIP Abhijit Bandyopadhya) খবর জানিয়েছেন সঙ্গীতমহলের বিভিন্ন শিল্পীরা। সেখান থেকেই এই সংবাদ ছড়িয়ে পড়ে। শোকজ্ঞাপনে একের পর এক পোস্টে ভরে নটদুনিয়ার পাতা। 

সুরকারের মৃত্যুর খবরে পেয়ে ভেঙে পড়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা। ভাষা দিবসে শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সৈকত মিত্রও। সূত্রের খবর, শেষ শ্রদ্ধা জানাতে প্রয়াত গীতিকার-সুরকারের দেহ শায়িত থাকবে ‘বাণীচক্র-এ। বিশিষ্ট সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রয়াত হয়েছেন। সোমবার কলকাতার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন গায়ক সৈকত মিত্র এবং রূপঙ্কর বাগচী। সেই বিখ্যাত গান ‘ সারেঙ্গিটা এখনো বাজছে’র সুরকার ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। হাসপাতাল থেকে কয়েকদিন আগে ছাড়া পান। বাড়িতেই ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এদিন সকালেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- ব্যাকলেসে চুঁইয়ে পড়ছে উষ্ণতা, হল্টার নেক বিকিনি-তে হটনেসের ডবল ডোজ বাড়ালেন ইশা

আরও পড়ুন- দাদাসাহেব ফালকে পেলেন রণবীর সিং-আল্লু অর্জুন, তালিকায় জায়গা করলেন

আরও পড়ুন- পোশাকের ফাঁক দিয়ে স্তনের উঁকিঝুকি, হাই থাই স্লিটে 'গোল্ডেন কুইন' রাইমা

একই মাসে লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ির পর এবার চলে গেলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, চোখের জলে আবারও ভাসছে ভক্তমহল, একের পর এক শিল্পীর প্রয়াণের খবরে সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া।  

Share this article
click me!