DBD winner 2021: প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েও সেরার সেরা হয়ে উঠল অর্ণব-সুকন্যা, ডান্স বাংলা ডান্স বিজেতা

এই প্রতিযোগিতার বিজেতা ঘোষণা করা হয় অর্ণব সুকন্যাকে। প্রথম থেকেই তাঁরা বিভিন্ন ঘরানার নাচের মধ্যে দিয়ে সকলের মন জয় করেছিলেন। তবে মাঝে পায়ে চোট থাকায় ছিটকে গিয়েছিলেন প্রতিযোগিতা থেকে।

রবিবারই গ্রান্ড ফাইনাল রাউন্ডে তাক লাগিয়ে একের পর এক পার্ফমেন্স ধরা পড়ল বাংলা ডান্স রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স ২০২১-এ। বিচারক থেকে শুরু করে নৃত্যগুরু, এক কথায় বলতে গেলে এদিন নাচের তালে সকলেই মিলে মিশে হয়ে গেলেন একাকার। দুটি পর্বে এই প্রতিযোগিতাকে ভাগ করে নেওয়া হয়েছিল, প্রথম রাউন্ডেই বাদ পরে যায় আর পি ব্রাদার্স ও রেইস পলাশ। এরপরের রাউন্ডে জায়গা করে নিয়েছিল,  মেঘা-সৌভিক, গ্যাং স্ট্রিট মাফিয়া, অর্ণব-সুকন্যা। কড়া টক্করের পর অবশেষে এই প্রতিযোগিতার বিজেতা ঘোষণা করা হয় অর্ণব সুকন্যাকে। প্রথম থেকেই তাঁরা বিভিন্ন ঘরানার নাচের মধ্যে দিয়ে সকলের মন জয় করেছিলেন। তবে মাঝে পায়ে চোট থাকায় ছিটকে গিয়েছিলেন প্রতিযোগিতা থেকে, টাই ব্রেকার রাউন্ডে তাঁরা অংশ নিতে পারেননি। এরপর সুস্থ হলে মিলেছিল আরও একটি সুযোগ। আর সেই সুযোগই হাত ছাড়া করতে নারাজ ছিল তাঁরা, একের পর এক তাক লাগালো পার্ফমেন্স নিয়ে হাজির হয়েছিলেন মঞ্চে। এবার তাই বিজেতার স্থানটিও তাঁরাই দকল করলেন। 

ডান্স বাংলা ডান্স, এক কথায় বলতে গেলে এই রিয়ালিটি শো ঘিরে ভক্তদের মধ্যে চরম উত্তেজনা। প্রতিবারই ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শো-এর জনপ্রিয়তা থাকে তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। সেই রিয়ালিটি শো-ই এবার শেষ হল। রবিবারই হল গ্র্য়ান্ড ফিনালে। ডান্স বাংলা ডান্স মঞ্চে এবার শেষ যুদ্ধের পালা। ছিল পাঁচ প্রতিযোগী। ছয় মাস ধরে চলা এই মহা যুদ্ধের এবার অন্তিম পর্বে ছিল গ্রান্ড সেলিব্রেশন। সপ্তাহের শেষেই হল মহা ধামাকা গ্র্যান্ড ফিনালে। এদিনও স্পেশ্যাল পারফরম্যান্সে ছিল একাধিক চমক। 

Latest Videos

বিচারকের ভূমিকাতে দেখা গিয়েছিল তিন সুপারস্টারকে। যার মধ্যে অন্যতম হলে বিটাউন ডান্সিং সুপারস্টার গোবিন্দা। গোবিন্দার সঙ্গে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন আরও দুই বিচারক। তারা হলেন টলি দুনিয়ার সেলেব সুপারস্টার জিৎ সঙ্গে স্টানিং ডিভা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ডান্স বাংলা ডান্সে দুই সঞ্চালক, যাঁরা ভক্তমহলের মনের ক্রাশ, অঙ্কুশ হাজরা ও বিক্রম চট্টোপাধ্যায়। শেষ দিনেও তাঁদের মজাদার কাণ্ডে ভরপুর ছিল মঞ্চ। অন্যান্যবারের থেকে এবার ডান্স বাংলা ডান্স সাজিয়ে তোলা হয়েছে খান ভিন্ন ধাঁচে। ছিল দুটি গ্রুপ। এই গ্রুপের গুরুরা হলেন- ওম সাহানি, দেবলীনা কুমার, রিমঝিম মিত্র ও সৌমিলী বিশ্বাস। প্রতি শনি ও রবিবার রাত ঠিক সাড়ে নয়টা ডান্স বাংলা ডান্স অনুষ্ঠিত হত।

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
তুমুল প্রতিবাদ! চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh | ISKCON
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari