লকডাউনের মধ্যেও ফ্যাশন টিপস দর্শনার, প্যাচপ্যাচে গরমে কেমন হবে স্টাইলিং, দেখুন ছবি

  • দর্শনা বণিকের হট অবতারেই সাধারণত অভ্যস্ত নেটিজেনরা
  • তবে অভিনেত্রী মিষ্টি দিকটিও এবার এল সামনে
  • সাদা পোশাকে মন মাতালেন দর্শনা
  • ছবির মাধ্যমে রইল ফ্যাশন টিপস 

কখনও গোলাপি রঙের টপে তো কখনও সাদা রঙের ড্রেসে ছবি পোস্ট দর্শনা বণিকের। সাধারণ পোশাকে তাঁকে কীভাবে অসামান্য লাগে তাই ফের প্রমাণ করলেন দর্শনা। সাদা রঙের ড্রেস পরা ছবিতে ইতিমধ্যেই লাইকের বন্যা। একের পর এক রিপোস্ট হয়ে চলেছে সেই ছবি। সেই ছবিতে ফ্যাশনের মন্ত্র খুঁজে পেয়েছে নেটিজেনরা। দিন কতক আগে কালো করসেট, কালো চোকার পরে একটি ছবি পোস্ট করেছিলেন। তাতেও টু হট টু হ্যান্ডেলের মত হাল হয়ে যায় ভক্তদের। দর্শনা বণিকের এমন অবতারে মাথার ঠিক থাকে না কারও। ইনস্টাগ্রামে নিজের 'ক্যাটওম্যাম' অবতার পোস্ট করেছিলেন অভিনেত্রী। 

আরও পড়ুনঃআলো-ছায়ায় মধুমিতা, অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ হলেন 'সাঁঝের বাতি'র হিরো রেজওয়ান

Latest Videos

অফ শোল্ডার করসেটের মাঝে উঁকি মারছে হালকা ক্লিভেজ সঙ্গে সেক্সি লুজ চুলের কার্লস। কমিকসে পরা ক্যাটওম্যান ঠিক এমনই সেক্সি ছিল পাঠকদের কাছে। দর্শনা একেবারেই কোনও খামতি রাখেননি নিজের এই লুকে। লকডাউনে এমন ছবি পোস্ট করায় কমেন্ট সেকশন ভরে গিয়েছে প্রশংসায়। সকলের মতে, লকডাউন যেন দর্শনাকে আরও গ্ল্যামারাস বানিয়ে তুলেছে। যার জন্য তাঁর যেকোনও ছবিতেই চারিদিক দিয়ে গ্ল্যামার চুঁইয়ে পড়ে। ছবি আপলোড করতেই লাইকের বন্যা বয়ে যায় তাতে। লাইকসের সংখ্যা প্রায় ছুঁতে চলেছে সতেরো হাজার। 

আরও পড়ুনঃমন্টু পাইলটের সরমার ভোলবদল, হট অবতারে ধরা দিলেন অলিভিয়া

 

প্রসঙ্গত, মুম্বইতে আটকে পড়েছিলেন অভিনেত্রী। লকডাউনের মধ্যে আর বাড়ি ফেরা হয়নি দর্শনা বণিকের। কাজের সূত্রে মুম্বই গিয়েছিলেন দর্শনা। হঠাৎ লকডাউনের কারণে আটকে পড়েন সেখানে। তবে এখন কলকাতা ফিরে পুরনো ছন্দে ফিরে গিয়েছেন দর্শনা। নিজের শহরের বাইরে থেকেও সম্প্রতি করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দর্শনা। সোশ্যাল মিডিয়ায় শুরু করেছিলেন একটি ফান্ড। যা দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেবে খাবার। লকডাউনের পাশাপাশি দেশে দেখা দিয়েছে দুর্ভিক্ষ। ফেসবুকে নিজের পেজে ফান্ড রেজার খোলেন দর্শনা। অনুরোধ করেন সকলকে সাধ্যমত সেখানে দান করতে। অভিনেত্রীর এমন উদ্যোগে আপ্লুত ভক্তরা।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News