মলদ্বীপে সেলিব্রেশন মুডে দেব-রুক্মিণী,অনাবৃত উরুতে সাগরপাড়ে উষ্ণতা বাড়ালেন টলি কুইন

টলিপাড়ার পপুলার কাপলদের মধ্যে  (Dev) দেব-রুক্মিণী (Rukmini Maitra) রয়েছেন সকলের শীর্ষে। সর্বদাই নেটিজেনদের নজরে থাকেন এই কাপল।  সোশ্যাল মিডিয়াতেও দুজনেই বেশ অ্যাক্টিভ। নিজেদের ব্যক্তিগত মুহূর্তে ফ্রেমবন্দি করে চলেছেন হামেশাই। আর অনুরাগীরাও তাড়িয়ে উপভোগ করছেন। সম্প্রতি দেবের (Dev) ইনস্টগ্রামে  উঁকি মারলেই দেখা যাচ্ছে , যতদূর চোখ যাচ্ছে শুধু নীল জলরাশি। যার ক্যাপশনে লেখা এমনি। তবে  যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে দেশের বাইরে কোনও বিচ ভ্যাকেশনে রয়েছেন অভিনেতা। আর একটু খোঁজ নিতেই জানা গেছে বান্ধবী রুক্মিণী মৈত্রকে নিয়েই মলদ্বীপে (Maldives) পাড়ি দিয়েছেন দেব। তবে শুধু এই টলিবার্ডস নয়,তাদের সঙ্গে রয়েছেন রুক্মিণী মৈত্রর মাও। অভিনেত্রীর মায়ের ৬০ বছর জন্মদিন সেলিব্রেশনের উপলক্ষ্যেই মলদ্বীপে পাড়ি জমিয়েছেন এই কাপল।


টলিপাড়ার পপুলার কাপলদের মধ্যে  (Dev) দেব-রুক্মিণী (Rukmini Maitra) রয়েছেন সকলের শীর্ষে। সর্বদাই নেটিজেনদের নজরে থাকেন এই কাপল।  সোশ্যাল মিডিয়াতেও দুজনেই বেশ অ্যাক্টিভ। নিজেদের ব্যক্তিগত মুহূর্তে ফ্রেমবন্দি করে চলেছেন হামেশাই। আর অনুরাগীরাও তাড়িয়ে উপভোগ করছেন। সম্প্রতি দেবের (Dev) ইনস্টগ্রামে  উঁকি মারলেই দেখা যাচ্ছে , যতদূর চোখ যাচ্ছে শুধু নীল জলরাশি। যার ক্যাপশনে লেখা এমনি। তবে  যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে দেশের বাইরে কোনও বিচ ভ্যাকেশনে রয়েছেন অভিনেতা। আর একটু খোঁজ নিতেই জানা গেছে বান্ধবী রুক্মিণী মৈত্রকে নিয়েই মলদ্বীপে (Maldives) পাড়ি দিয়েছেন দেব। তবে শুধু এই টলিবার্ডস নয়,তাদের সঙ্গে রয়েছেন রুক্মিণী মৈত্রর মাও। অভিনেত্রীর মায়ের ৬০ বছর জন্মদিন সেলিব্রেশনের উপলক্ষ্যেই মলদ্বীপে পাড়ি জমিয়েছেন এই কাপল।

কয়েকদিন ধরেই বেশ কিছু ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন  (Dev)দেব ও রুক্মিণী (Rukmini Maitra)। তবে এখনও পর্যন্ত কোনও ছবিই তারা একসঙ্গে পোস্ট করেননি। একফ্রেম নয়, বরং যে যার নিজস্ব ইনস্টাগ্রামেই একের পর এক ছবি পোস্ট করে চলেছেন। সম্প্রতি রুক্মিণী  (Rukmini Maitra) নিজের ইনস্টাগ্রামে সাগরপাড়ে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে শর্ট পোশাকে দেখা গিয়েছে দেবের বান্ধবীকে। এলোমেলো  খোলা চুল, হালকা মেক আপ, অনাবৃত উরুতে যেন যৌবন উপচে পড়ছে। নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'বিচ বেবি'। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Latest Videos

 

 

রুক্মিণীর (Rukmini Maitra) পোস্ট করা অন্য একটি ছবিতে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে ছবিতে পোজ দিয়েছেন মা ও মেয়ে। চারিদিকে শুধু নীল জলরাশি। তার মাঝেই মাকে নিয়ে ছবিতে পোজ দিয়েছেন নায়িকা। রুক্মিণীর মায়ের জন্মদিন সেলিব্রেট করতেই মলদ্বীপে পাড়ি দিয়েছেন তারা।

 

 

দেবও (Dev) বাদ যাননি। দেবের ইনস্টগ্রামে  উঁকি মারলেই দেখা যাচ্ছে , যতদূর চোখ যাচ্ছে শুধু নীল জলরাশি। যার ক্যাপশনে লেখা 'এমনি'। তবে  যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে দেশের বাইরে কোনও বিচ ভ্যাকেশনে রয়েছেন অভিনেতা। বান্ধবী রুক্মিণী মৈত্রকে নিয়েই মলদ্বীপে পাড়ি দিয়েছেন দেব।

 

২০২১ সালেও মলদ্বীপে  (Maldives) বেড়াতে গিয়েছিলেন দেব ও রুক্মিণী। তবে সেবারও একসঙ্গে কোনও ফ্রেমে ধরা দেননি এই যুগল। তবে একই সময় একই জায়গা থেকে নিজেদের ছবি শেয়ার করেছিলেন তারা। এবং তাতেই দুইয়ে দুইয়ে চার করেছিলেন নেটিজেনরা। তারপরই আইসল্যান্ডে বেরাতে গিয়েছিলেন দেব ও রুক্মিণী। সুযোগ পেলেই বেড়াতে যান এই কাপল। আপাতত দেব ও রুক্মিণীকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। কমেন্টেও সেই দাবি করেছেন নেটিজেনরা। ভক্তদের মন রাখতে তারা সেটা করবেন কিনা, এখন সেটাই দেখার। খুব শীঘ্রই রাহুল মুখোপাধ্যায়ের কিশমিশ ছবিতে দেখা যাবে  দেব ও রুক্মিণীকে।
 

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia