পরিযায়ী শ্রমিক নয়, এবার জম্মুতে আটকে থাকা পর্যটকদের ফেরালেন দেব

Published : Jun 09, 2020, 10:29 AM ISTUpdated : Jun 09, 2020, 11:50 AM IST
পরিযায়ী শ্রমিক নয়, এবার জম্মুতে আটকে থাকা পর্যটকদের ফেরালেন দেব

সংক্ষিপ্ত

বাংলায় মা৪নুষকে ফেরাতে তৎপর সাংসদ পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি ফিরলেন পর্যটকেরা এবার তাঁর সহযোগিতায় ফিরলেন ৩৯ জন  বাংলায় মানুষদের পাশে দাঁড়ালেন মানবিক দেব 

একের পর এক মানুষের কাছে পৌঁচ্ছে যাচ্ছে এবার দেবের সাহায্য। সাংসদ তথা অভিনেতার তৎপরতায় রাজ্যের বিভিন্ন মানুষ ফিরছেন ঘরে। গত কয়েকদিন ধরে দেব নেপালে কাজ করা স্বর্ণকারদের ঘরে ফেরানোর কাজে হাত দিয়েছেন। খবর মেলা মাত্রই তড়িঘড়ি ফিরিয়ে এনেছেন সীমান্তে আটকে থাকা ২৫০ জনেরও বেশি মানুষকে। এবার তিনি ঘরে ফেরালেন জম্মুতে আটকে থাকা পর্যটকদের। 

আরও পড়ুনঃ স্টানিং লুক থেকে হট ডিভা, চার বিউটি টিপসেই অনবদ্য সোনাম

লকডাউনের আগে ভ্রমণে গিয়েই পড়েছিলেন বিপাকে। একের পর এক দিন যায়, তবুও লকডাউন ওঠার নাম নেই। এদিকে দাসপুরের ৩৯ জন পর্যটক হোটেল বন্দি হয়ে রয়েছেন জম্মুতে। নেই কোনও সাহায্য, যোগাযোগেরও তেমন উপায় নেই। মারণ ভাইরাসের ভয়ে তখন স্তব্ধ গোটা দেশ। এমনই সময় পঞ্চমদফার লকডাউনে তাঁরা জানতে পারেন, মানুষকে ফেরাচ্ছেন দেব। খবর মিলতেই তাঁরা যোগাযোগ করেছিলেন ঘাটালের সাংসদের সঙ্গে। 

আরও পড়ুনঃ ঐশ্বর্যর সেক্সি লাল ঠোঁটের আড়ালে রয়েছে এই গোপন রহস্য, কীভাবে পেতে পারেন আপনিও

খবর মেলা মাত্রই দেব ব্যবস্থা নিয়েছিলেন। ফোন পাওয়ার চার দিনের মাথায় তাঁদের রাজ্যে ফেরানোর কাজ শুরু। সোমবার জম্মু থেকে রওনা দিয়েছেন আটকে থাকা ৩৯ জন। দেবের কথায়, দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা মানুষেরা এখন তাঁর সঙ্গে যোগাযোগ করছেন, যাঁদের বাংলায় ফিরিয়ে আনার কাজ শুরু করেছেন দেব। অন্যদিকে দেবের এই মানুবিক উদ্যোগে বেজায় খুশি সাধারণ মানুষ। 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা