দেব কি ছবি আঁকা শিখছেন! অভিনয় ও রাজনীতির পাশে নায়ক কে ছবি আঁকা শেখাচ্ছেন

swaralipi dasgupta |  
Published : Jun 18, 2019, 12:48 PM IST
দেব কি  ছবি আঁকা শিখছেন! অভিনয় ও রাজনীতির পাশে নায়ক কে ছবি আঁকা শেখাচ্ছেন

সংক্ষিপ্ত

একদিকে অভিনয় আর একদিকে  রাজনীতি দুটোই সমান তালে চালিয়ে যাচ্ছেন দেব তথা দীপক অধিকারী লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন দেব কিন্তু এবার অভিনয় আর রাজনীতির সঙ্গে আরও একটি কাজে যোগ দিলেন দেব  আর সেটি হল ছবি আঁকা  

একদিকে অভিনয় আর একদিকে  রাজনীতি দুটোই সমান তালে চালিয়ে যাচ্ছেন দেব তথা দীপক অধিকারী। লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন দেব। কিন্তু এবার অভিনয় আর রাজনীতির সঙ্গে আরও একটি কাজে যোগ দিলেন দেব। আর সেটি হল ছবি আঁকা। 

দেব একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন, তাতে দেখা যায় তিনি ছবি আঁকা শিখছেন। আর তার শিক্ষক হল ছোট্ট আমাইরা। ভিডিওতে দেখা যাচ্ছে আমাইরা মন দিয়ে দেবকে আঁকা শেখাচ্ছে। আর দেবও বাধ্যে ছেলের মতো আঁকা শিখছে।

ভিডিওর ক্যাপশনে দেব লেখেন, আমাইরার থেকে আঁকা শিখলাম। শৈশবের কথা মনে পড়ে গেল। 

 

 

এই মুহূর্তে দেব রয়েছেন নয়ডাতেই। এক আত্মীয়ের বাড়িতে গিয়েছেন সুপারস্টার। আর সেখানেই ছোট্ট আমাইরা দেবকে আঁকা শেখাচ্ছেন। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দেব-এর ছবি কিডন্য়াপ। রাজা চন্দ পরিচালিত এই ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেছেন রুক্মিণী। তবে অভিনয়ের পাশাপাশি তিনি যে রাজনীতিটাও  মন দিয়ে করছেন তা বলাই যায়। এবারের লোক সভা নির্বাচনে তাঁর বিপরীতে ঘাটাল কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন ভারতী ঘোষ। এলাকায় রাজনৈতিক গোলযোগ হলেও সৌজন্যের সঙ্গে পুরো বিষয়টিকে সামাল দিয়েছিলেন দেব। তার জন্য প্রশংসিতও হয়েছেন তিনি। 
 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?